ড্রাগন বাগানের বেসিক ড্রিপ ইরিগেশন


আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ড্রিপ ইরিগেশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের লেখা ফার্মার এগ্রো এর বিশাল ড্রাগণ বাগান নিয়ে।
সমস্যাঃ গাজিপুর, শ্রীপুর এর শিমলাপাড়া গ্রামের ফার্মার এগ্রো 1700 পিলারের একটি বিশাল ড্রাগন বাগান করেন। বাগান টি করার পরে তার সেচ দেওয়া নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। বাগানটি সমতল না থাকার কারণে ফ্ল্যাট দেওয়া সম্ভব ছিল না। এই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে তারা ইরিগেশন বাংলাদেশ লিমিটেড নামক একটি কোম্পানির সাথে কথা  বলে।
যোগাযোগঃ ফার্মার এগ্রো সেচ সমস্যার সমাধান খুজতে খুজতে তারা অনলাইনে একটি ইরিগেশন কম্পানি খুজে পায় ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড নামের এবং তাদের প্রতিনিধি দের সাথে কথা বলে।
ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেডের ইঞ্জিনিয়ার ফার্মার এগ্রো এর ড্রিপ ইরিগেশন সমস্যার একটি চমৎকার সমাধান করে দেন।ড্রিপ ইরিগেশন বিডি ইঞ্জিনিয়ার তার বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ করার পরামর্শ দেন। ড্রিপ ইরিগেশন বিডি থেকে পরামর্শ পেয়ে ফার্মার এগ্রো তাদের বাগানের ড্রিপ ইরিগেশন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।
লোকেশন ভিজিটঃ ফার্মার এগ্রো আমাদের প্রজেক্ট ভিজিট করার জন্য ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড কে আমন্ত্রণ করেন। আমন্ত্রণ পেয়ে ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেডের ইঞ্জিনিয়ার তাদের প্রজেক্টটি ভিজিট করেন। প্রোজেক্টের লোকসান হচ্ছে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা ইউনিয়নের সিমলা পাড়া গ্রামে। এখানে প্রায় সতেরোশো পিলারের একটি বিশাল ড্রাগন বাগান। এই বিশাল ড্রাগণ বাগানে আধুনিক স্বয়ংক্রিয় সেচ পদ্ধতি ড্রিপ ইরিগেশন পদ্ধতি সেটাপ করা হবে।


মেজারমেন্টঃড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ার বাগানটি ভিজিট করে এবং মেজারমেন্ট করেন। মেজারমেন্ট শেষে প্রাপ্ত তথ্যটি হচ্ছে এই বাগানের জন্য 2 ইঞ্চি ডায়া বিশিষ্ট 1000 ফিটের একটি মেইন লাইন এবং প্রত্যেক সারির জন্য আলাদাভাবে 16mm ড্রিপ টিউব নয় হাজার ফিট মেজারমেন্ট করা হয়েছে।
সেটাপ পদ্ধতিঃড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ার ভিজিট শেষে একটি কোটেশন অফার করেন। কোটেশন পেয়ে ফার্মার এগ্রো ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটআপ করার জন্য ওয়ার্ক অর্ডার দেন। ওয়ার্ক অর্ডার পেয়ে ড্রিপ ইরিগেশন বিডির টেকনিক্যাল টিম মালামাল নিয়ে প্রজেক্ট এর উদ্দেশ্য রওনা করেন।
এবং সেটআপ এর কাজ শুরু করেন। সেটাপের শুরুতেই মেইন লাইন কে মোটর এর সাথে সরাসরি যুক্ত করেন। এবং মেইন লাইন থেকে প্রত্যেকটা সারি বরাবর একটি করে 16mm বাইপাস লাইন বের করেন। বাইপাস লাইন বের করার পরে বাইপাস কানেক্টর এর সাথে 16mm টিউব কানেক্ট করে লাইনের শেষ পর্যন্ত নিয়ে যান।এভাবেই সবগুলো লাইনে পাইপ কানেক্ট করার পরে। অ্যাডজাস্টেবল ড্রিপার সেটাপ করেন। প্রতিটি পিলারে দুইটি করে ড্রিপার সেট করেন। এভাবে পুরা বাগানের সতেরোশো পিলারের 3400 ড্রিপার সেট করেন।16mm টিউবে শেষমাথা গুলা হেডলক দিয়ে আটকে দেওয়া হয়েছে। এভাবেই পুরো প্রজেক্ট এর কাজ শেষ হয়েছে।https://youtu.be/CJ46cpiE8C0
মন্তব্যঃ ড্রিপ ইরিগেশন বিডি টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রম ও ও দক্ষতার সাথে সুন্দর ভাবে কাজটি করতে সক্ষম হয়েছে। পুরো বাগানটিতে মাত্র এক ঘন্টায় ইরিগেশন দেওয়া সম্ভব হচ্ছে।
ড্রিপ ইরিগেশন বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00