হাইড্রোপনিক্স বা মাটি ছাড়া পদ্ধতিতে ঘাস চাষে ফগিং ইরিগেশন।


আসসালামু আলাইকুম সবাইকে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মাটি ছাড়া ঘাস চাষের ইরিগেশন ব্যবস্থা নিয়ে আজকের লেখা।হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষে ইরিগেশনের যে  সিস্টেমটি ব্যবহার হয় সেটার নাম হচ্ছে ফগিং ইরিগেশন। ফগিং ইরিগেশন ব্যবহার করে সহজেই হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন করা যায়।
যোগাযোগঃ যোগাযোগের শুরুতেই বারাল এগ্রো এন্ড ফিশারিজ কোং লিমিটেড। এর পরিচালক জনাব রনি আহমেদ তিনি তার ডেইরি ফার্মে গরুকে কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর জন্য হাইড্রোপনিক সিস্টেমে ঘাস উৎপাদন করার একটি সেট তৈরি করেন হাইড্রোপনিক পদ্ধতি ঘাস তৈরি করতে হলে ইরিগেশন এর প্রয়োজন হয় কারণ এই পদ্ধতিতে মাটি ছাড়া ঘাস হয় পানির সাথে নিউট্রেশন মিক্সড হয়ে ঘাসে যায় এবং ঘাস তার প্রয়োজনীয় উপাদান পেয়ে বড় হতে থাকে।এই ঘাসে ইরিগেশন দেয়ার জন্য ফকিং ইরিগেশনের খোঁজ করতে থাকেন তিনি বিভিন্ন অনলাইন মাধ্যম খোঁজার পরে ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড  নামের একটি কোম্পানি খুজে পান।তিনি ড্রিপ ইরিগেশন বিডি সাথে অনলাইনে যোগাযোগ করেন যোগাযোগের একপর্যায়ে তিনি ড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন। ড্রিপ ইরিগেশন বিড়ির ইঞ্জিনিয়ারদের তার অফিসে মিটিং এর জন্য আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে ড্রিপ ইরিগেশন বিডি টিম বারাল এগ্রো এন্ড ফিশারিজ কোং লিমিটেডের সাথে মিটিং করেন।ড্রিপ ইরিগেশন বিডির  ইঞ্জিনিয়ারগণ তাকে ফগিং ইরিগেশনের জন্য সাজেস্ট করেন।

কারণ হাইড্রোপনিক পদ্ধতি ঘাস চাষের ক্ষেত্রে অল্প পরিমাণ পানির প্রয়োজন হয় এবং আদ্রতা একটি নির্দিষ্ট পর্যায়ে রাখতে হয় সেজন্য ফকিং ইরিগেশন এর বিকল্প নাই।
লোকেশন এবং মেজারমেন্টঃ বারাল এগ্রো এন্ড ফিশারিজ কোং লিমিটেড এর লোকেশন নাগের পাড় আড়িয়াল, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ। এখানে তিনি একটি ডেইরি ফার্ম গড়ে তোলেন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ানোর জন্য হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ করেন। হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ করার জন্য তিনি দুইটা ফ্লোরের লোহা রড দিয়ে সেলফ  তৈরি করেন।প্রতিটা সেলফে সাতটি করে লেয়ার রয়েছে। প্রতিটা লেয়ার এর দৈর্ঘ্য 70 ফিট। এক টিলা থেকে অপর লেয়ারটির উচ্চতা 1.5 ফিট। প্রত্যেকটি শেডে 750 ফিট 16mm টিউব এবং 7 টি ড্রিপ ভাল্ব ও 126 টি 4way fogger nozzle এবং 7 টি হেডলক। এবং এবং এই সেটের ফগিং ইরিগেশন টি সম্পূর্ণ অটোমেটিক ভাবে হবে সেজন্য আমরা অটোমেটিক টাইমার এবং সলিনয়েড ভালভ ব্যবহার করেছি। এভাবে আমরা তৃতীয় ফ্লোরটি ও সেম ভাবে মেজারমেন্ট করে নিয়েছি।https://youtu.be/CJ46cpiE8C0
সেটাপ পদ্ধতিঃ সেটাপের শুরুতেই আমরা একটি ২”  মেইন লাইন করে নিয়েছি। যেহেতু আমাদের 126টি ফগার নজেল এক সাথে চলবে সে কারণে আমারা একটি দুই ঘোড়া শক্তি সম্পন্ন মোটর ব্যবহার করেছি।মেইন লাইনের সাথে একটি ২”  স্কিন ফিল্টার সেট করেছি যাতে কোনো ধরনের ময়লা ফগার নজেলে প্রবেশ না করতে পারে। বাইপাস ভাল্ব ব্যবহার করে প্রত্যেক সারিকে আলাদা ভাবে  কন্ট্রোল করার জন্য। 4 ফিট পরপর একটি করে নজেল এভাবে 7টি  সারিতে ফগার নজল সেট করা হয়েছে। এভাবে সম্পূর্ণ দুইটা ফ্লোরে ফগিং ইরিগেশন এর কাজ সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00