পানির ফিল্টার লাগবে কিনা সেটা নির্ভর করবে আপনার পানির কোয়ালিটির উপর। আপনার পানিতে যদি কোন ময়লা এবং আয়রনের মত ক্যমিক্যাল না থাকে, তাহলে কোন ফিল্টার লাগবে না।
সাধারন ময়লা থাকলে স্ক্রিন ফিল্টার ব্যবহার করতে হাবে।

ছবিঃ স্ক্রিন ফিল্টার
আরো ভাল ফিল্টার এর জন্য ডিক্স ফিল্টার ব্যবহার করতে হাবে।

ছবিঃ ডিক্স ফিল্টার
পানিতে বালি থাকলে স্যান্ড ফিল্টার বা হাইড্রো-সাইক্লোন ফিল্টার ব্যবহার করতে হাবে।

ছবিঃ হাইড্রো-সাইক্লোন ফিল্টার

ছবিঃ স্যান্ড ফিল্টার

ছবিঃ আয়রন ফিল্টার
পানিতে আয়রনের মত ক্যমিক্যাল আয়রন ফিল্টার ব্যবহার করতে হাবে। তবে আল্প পরিমানে থাকলে স্যান্ড ফিল্টার ব্যবহার করলে কাজ হবে।
কেন ফিল্টার ব্যবহার না করলে কি হবে?
ড্রিপারের ছিদ্রগুলি খুব ছোট এবং সুক্ষ হয়। এর ফলে পানিতে কোনকিছু থাকলে তা ড্রিপারের ছিদ্রগুলি বন্দ করে আপনার পুরো ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্লক করে দিতে পারে।