আঙ্গিনা বাগানের ড্রিপ ইরিগেশন

আসসালামুয়ালাইকুম

ড্রিপ ইরিগেশন বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকে অনেক ধরনের বাগান করে থাকেন। আজ আমি একজন আর্মি অফিসারের আঙ্গিনা বাগানের ইরিগেশন নিয়ে আপনাদের সাথে কথা বলছি। একজন আর্মি অফিসার তার বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছেন তার এই আঙ্গিনা  বাগানটি ছিল পূর্বাচল জলসিঁড়ি প্রকল্পের ভিতর।বাগানটিতে প্রায় 100 টিরও অধিক গাছ ছিল। গাছ লাগানোর পরে তিনি খুব চিন্তিত ছিল শখের গাছগুলোতে কিভাবে ইরিগেশন করবে। কোন সিস্টেম ব্যবহার করলে সহজে অটোমেটিকভাবে ইরিগেশন দেয়া যাবে। তিনি এসব চিন্তা করতে করতে অনলাইনে দেখতে থাকলেন। এবং তিনি অনলাইনে ড্রিপ ইরিগেশন বিডি লিঃ নামের একটি কম্পানি খুঁজে পান এবং ড্রিপ ইরিগেশন বিডি সাথে যোগাযোগ করেন। ড্রিপ ইরিগেশন বিডি থেকে তিনি জানতে পারেন যে সম্পূর্ণ অটোমেটিক হবে ইরিগেশন দেয়া সম্ভব। তিনি সকল বিষয় জেনে ড্রি ইরিগেশন  সিস্টেম সেটাপের  সিদ্ধান্ত নেন। সেমতে ড্রিপ ইরিগেশন বিডির দক্ষ টিম তার বাগানের 100 টির বেশি গাছের ইরিগেশন সিস্টেমটি চালু করে দেন। যে সিস্টেম সেটআপ করেছেন সেটা ছিল সম্পূর্ণ অটোমেটিকভাবে ইরিগেশন সিস্টেম কোন লোকের উপস্থিতি ছাড়া গাছে ইরিগেশন দিতে ও নির্দিষ্ট সময় অনুযায়ী ইরিগেশন দেওয়া যাবে এই সিস্টেমে। কম খরচে ব্যবহার করতে পারবেন আধুনিক ইরিগেশন পদ্ধতি ড্রিপ ইরিগেশন পদ্ধতি।

পরিশেষে সকল বাগানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের যাদের বিভিন্ন ধরনের বাগান রয়েছে তারা চাইলে খুব সহজে কোন ধরনের ঝামেলা ছাড়াই গাছের ইরিগেশন সিস্টেম সেটআপ করতে পারেন। এই আধুনিক সিস্টেমটি শুধুমাত্র পাচ্ছেন ড্রিপ ইরিগেশন  বিডিতে।

সকলকে অসংখ্য ধন্যবাদ ড্রিপ ইরিগেশন বিডি সাথে থাকার জন্য।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00