আসসালামু আলাইকুম,
এখন শহর এলাকায় রয়েছে অনেক অট্টালিকার সমহর। যেখানে ১৫০০-৬০০০ স্কয়ার ফিট এর মত বিশাল ভবন।
আপনারা চাইলে এই সকল দালান এর ছাদ ফাকা না রেখে বাগান করে কাজে লাগাতে পারেন। অনেকেই শখের বসত ছাদে বাগান করছে,কেউ কেউ কমার্শিয়াল ভাবেও ব্যাবহার করছে ছাদ বাগান। শহর এলাকায় বসত বাড়ি,শপিং মল সহ আরো রয়েছে বড় বড় সরকারি ভবন, উদ্যোগ নিয়ে সেই ভবন গুলোর ছাদ ব্যাবহার করে সবজি বাগান,ফল গাছের চারা রোপন, অথবা বিভিন্ন ফুল গাছ রোপন করে ব্যবসায়িক ভাবে লাভবান হওয়া সম্ভব। শহর এলাকায় বসরত মানুষ অনেক সময় থমকে যায়, চলে যেতে ইচ্ছে হয় গ্রামে মুক্ত, বিশুদ্ধ বাতাস এর জন্য এই ক্লান্তিটা কাটাতে আপনি আপনার ছাদ বাগানে একটু সময় দিলেই সেই প্রশান্তি পেয়ে যাবেন।
অনেকেই আবার বলবেন ভাই ছাদ বাগান তো করা যায়, কিন্তু এগুলোতে ঠিক ভাবে পানি দেয়ার জন্য তো রয়েছে বাড়তি চিন্তা, শীতকালীন সময় গাছ শুকিয়ে মরে যায় বিশেষ করে এই সময়টাতে গাছে নিয়মিত ভাবে পানি দেয়া খুবই গুরুতপূর্ন।
ইরিগেশন নিয়ে আর কোন চিন্তা নেই। যেভাবে আধুনিকতার ছোয়া প্রায় সব প্রকল্পে সেভাবে আপনার বাগানে পানি ব্যবহার করবেন সম্পূ আধুনিক পদ্ধতিতে।
আধুনিক পদ্ধতি সেটাপ,তথ্য ও গুরুত্বপূর্ন পরামর্শ দেয়ার জন্য সব সময় আপনাদের পাশে আছে ড্রিপ ইরিগেশন বিডি টিম। একবার ড্রিপ ইরিগাশন সেটাপ করে নিলে,
*আপনার মুল্যবান সময় বেচে যাবে প্রায় ৮০% ফোন এর মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন এই সিস্টেমটি।
*গাছে প্রয়জন পানি দেয়ার জন্য বিন্দু বিন্দু করে পানি ব্যবহার করা উত্তম, এটা যেমন গাছের জন্য গ্রহণযোগ্য তেমনিভাবে পানি অপচয় রোধ করবে।
*পানির অপচয় রোধের পাশাপাশি হবে বিদ্যুৎ শাস্রয়।
*এবং ১০০% গাছ বেচে যাওয়ার নিশ্চয়তা পাবেন।
তাই আপনার ছাদটি ফাকা না রেখে ছাদ বাগান করে ফেলুন। এবং অটোম্যাটিক ইরিগেশন সিস্টেম চালু করে নিন।
ধন্যবাদ
সহকারী প্রকৌশলী শাহারিয়া
ড্রিপ ইরিগেশন বিডি
মোবা: ০১৯১৯৭৫১৮৪২