সল্প খরচে ড্রিপ ইরিগেশন প্যাকেজ, বিশাল মূল্য ছাড়।

আসসালামু ওলাইকুম।
সবুজপ্রেমি সকলকে জানাই Drip Irrigation BD এর পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা।
আমরা সকলেই জানি বর্ষার মৌসুম শেষ হয়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হচ্ছে। শীতের আগমনের বিষয়টি সকলের কাছে আনন্দের হলেও সবুজপ্রেমি যারা, বাসা-বাড়ীর ছাদে বা আঙ্গীনায় ফুল ফলের শখের বাগান করেছেন তাদের কাছে একটু বিড়ম্বনার বিষয়। বর্ষার সময় গাছে পানি দেওয়া নিয়ে আমাদের বেশি চিন্তিত থাকার প্রয়োজন পড়ে না কিন্তু শীত ও গরমের সময় রোদের তাপমাএা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিটি গাছের গোড়ায় সঠিক পরিমাণে পানি পৌছানোটা অনেক গুরত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ব্যস্তমুখী জিবনে প্রতিদিন সেটা সম্ভব হয় না। যার ফলে গাছের বৃদ্ধি সঠিক ভাবে হয় না এর ফলে গাছ গুলো মারা যায়। গাছপ্রমিক মানুষই বুঝেন তার শখের গাছ মারা গেলে কতোটা খারাপ লাগে। একজন গাছপ্রেমি মানুষ তার বাগানের গাছ গুলোকে শুধুমাএ গাছ মনে করেন না, গাছ গুলোকে তারা নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে সেগুলোকে বড় করে তুলে। কেউই চাই না তার শখের গাছ গুলো মারা যাক।

পানি ও সার দেওয়ার এই সমস্যা সমাধানের একমাএ সহজ মাধ্যম অটোমেটিক ড্রিপ ইরিগেশন সিস্টেম। সল্প খরচে ড্রিপ ইরিগেশন প্যাকেজ। সকল শখের বাগানিদের কথা মাথায় রেখে আপনাদের জন্য দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। এই প্রযুক্তিকেন্দ্রিক বিশ্বে প্রযুক্তিকে সহজ ভাবে আপনাদের হাতে তুলে দিতে #Dripirrigation_com_bd এর টিম মেম্বররা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

70 Plants Irrigation System

Sl NoProduct NameQuantityUnit
1Tap connector1Pcs
216 mm BD made tube 200Feet
3Punch tool1Pcs
44 mm Connector70Pcs
54 mm tube 180Feet
6Dripper70Pcs
7Support stand70Pcs
816 mm Elbow connector4Pcs
916 mm I connector2Pcs
1016 mm T connector2Pcs
1116 mm Headlock2Pcs
Total Price5550Taka
Discount Price3500Taka

আমাদের লিমিটেড কম্পানি ও ঢাকার কল্যাণপুর শাখার শুভ উদ্বোধন উপলক্ষে শুধুমাত্র এই প্যাকেজের উপর পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়।


এই প্যাকেজের থেকে বেশি পন্য লাগলে সে এই প্যাকেজের সাথে আলাদা করে সেগুলো খুচরা মূল্যে নিতে পারবেন বা কেউ চাইলে নতুন করে তার নিজস্ব প্যাকেজ তৈরি করে নিতে পারবেন।

1) Tap Connector:– ছাদবাগানে অল্প সংখ্যার গাছের জন্য ট্যাংক থেকে ইরিগেশন সিস্টেম সেটআপ করা সম্ভব। গাছের সংখ্যা বেশি হলে একটি মোটর ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে ট্যাংক বা মোটর থেকে যে ৩/৪ ইঞ্চি বা ১ ইঞ্চি আউটপুট লাইন বাহির হয় সেখান থেকে 16 mm পাইপ যুক্ত করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাকে Tap Connector বলা হয়। মেইন লাইনের সাথে কিছু থ্রেড টেপ পেছিয়ে Tap connector টা ঘুরিয়ে ঘুরিয়ে সংযুক্ত করে দিতে হবে।

2) 16 mm Tube:— Tap connector এর সাথে ইরিগেশনের জন্য যে পাইপটা যুক্ত করতে হয় সেটাই 16 mm পাইপ। মেইন লাইনের সাথে Tap connector যুক্ত করার পরে 16mm পাইপটা কিছুটা প্রেসার দিয়ে Tap connector এর সাথে সেট করে দিতে হবে। এটি Tap connector এর সাথে যুক্ত হয়ে সারির শুরু থেকে শেষ পর্যন্ত গাছের সারি দিয়ে মেইন লাইন হিসাবে ব্যবহার করা হয়। ছাদ বাগানে মূলত লোকাল ইরিগেশন পাইপটা ব্যবহার করা হয় কিন্তু আমাদের কাছে Imported ইরিগেশন পাইপ ও পাবেন যেটার টেকসই ক্ষমতা দ্বিগুন।

3) Punch Tool:– 16 mm পাইপকে ছিদ্র করার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে Punch tool বলে। এটা দিয়ে পাইপটা ধরে একটু হাতের প্রেসার মাধ্যমে চাপ প্রয়োগ করলে পাইপে সূক্ষ্ম একটি ছিদ্র হয়ে যায়।

4) 4 mm Connector:– এটাকে 4mm connector বা 4 mm two way connector ও বলা হয়। 16 mm মেইন লাইনের পাইপ থেকে গাছে পানি দেওয়ার যে ডেলিভারি চিকন পাইপ থাকে এই দুই পাইপকে যে জিনিসের মাধ্যমে যুক্ত করা হয় সেটাকে 4 mm Connector বলে। 16 mm পাইপে Punch tool এর মাধ্যমে যে সূক্ষ্ম ছিদ্র করা হয় সেখানে একটু প্রেসার দিয়ে এই 4 mm Connector যুক্ত করতে হয়। যেহেতু ছিদ্র থেকে কানেক্টর বড় সে জন্য পরবর্তীতে ওই স্থান থেকে পানি লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।

5) 4 mm Tube:– 16 mm পাইপ থেকে যে পাইপটি গাছের গোড়া পর্যন্ত যাবে চিকন একটি পাইপ সেটাই 4 mm Tube। 16 mm পাইপে যে 4mm connector যুক্ত করা হয়েছিল সেটার সাথে এই চিকন পাইপের এক মাথা সংযোগ দিতে হবে এবং পাইপের অন্য দিকটা গাছের গোড়ায় যাবে। পাইপরের ব্যাস থেকে কানেক্টরের ব্যাস বেশি পসে ক্ষেত্রে হাতের প্রেসারে বেশি লাগানো সম্ভব না সে জন্য আপনারা গরম পানিতে পাইপটা ভিজিয়ে নিতে পারেন। তা হলে পাইপটা নরম হবে সহজে সেট করতে পারবেন।

6) Adjustable Dripper:– গাছের গোড়ায় বিন্দু বিন্দু ভাবে যেটার মাধ্যমে পানি পড়ে সেটাই ড্রিপার। ড্রিপারের উপরের অংশে কিছু সূক্ষ্ম ছিদ্র করা আছে সেইখান দিয়ে বিন্দু বিন্দু আকারে গাছের গোড়ায় সঠিক পরিমাণে পানি পৌছায়। এটাকে Adjustable বলার কারণ এটাকে হাত দিয়ে ঘুরিয়ে পানির পরিমান কম বেশি করা যায়। যে গাছে যেমন পানির প্রয়োজন সে গাছে তেমন পরিমাণ পানি দেওয়া যায়। 4 mm পাইপের যে অংশ গাছের গোড়ার দিকে ছিল সেই পাশে ড্রিপারের কানেক্টরটা একটু প্রেসার দিয়ে যুক্ত করে দিতে হবে। তখন ট্যাংকি বা মোটরের পানি অন করে দিলে 16 mm মেইন লাইনের মাধ্যমে পানি গিয়ে ড্রিপার দিয়ে প্রতিটা গাছের গোড়ায় পানি পৌছায়ে যাবে।

7) Support Stand:– গাছের গোড়ায় মাটিতে পরে থেকে ড্রিপারের সূক্ষ্ণ ছিদ্র গুলো যেনো ময়লা বা কাঁদা লেগে বন্ধ না হয়ে যায় সে জন্য ড্রিপারটিকে মাটি থেকে কিছুটা উপরে রাখার জন্য একটি Stand ব্যবহার করা হয়। 4mm পাইপে ড্রিপার যুক্ত করে ড্রিপারের গোড়ার পাইপকে Stand এর ফাঁকা অংশে বসিয়ে দিতে হবে। এটার ফলে ড্রিপারটির ছিদ্র বন্ধ হওয়ার আশঙ্কা থাকে না, দীর্ঘ দিন ব্যবহার করা যায় এবং যখন পানি একটু উপর থেকে ফুলের মতো ছিটিয়ে পরে এটা ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে।

8) 16 mm Elbow:– এটা মূলতো ইংরেজি L এর মতো দেখতে। যখন কোনো বাঁকা জায়গা দিয়ে যেমনঃ- কোনো কর্ণার, ছাদের বিভিন্ন কর্ণারের বাঁকা স্থান ইত্যাদি এমন জায়গা গুলো দিয়ে 16 mm মেইন লাইন পাইপ নিয়ে যাওয়া হয় তখন পাইপটা বাঁকা হয়ে যায়, পাইপ দিয়ে পানি সঠিক ভাবে যেতে পারে না। তখন পাইপটা সেখান থেকে কেটে Elbow কানেক্টরের ২ মাথায় মেইন পাইপের ২ মাথা সংযুক্ত করে দিতে হয়। তাহলে পানি সহজে পাইপের শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক ভাবে চলাচল করতে পারবে।

9) 16 mm I Connector:– এটা ইংরেজি I এর মতো দেখতে তাই I কানেক্টর বা Straight connector বলা হয়। যখন আপনারা ইরিগেশন সিস্টেম সেটআপ করবেন তখন যদি কেনো ভাবে পাইপ ছিদ্র করতে গিয়ে পাইপের ২ পাশ ছিদ্র হয়ে যায় বা একই জায়গায় দুইটা ছিদ্র হয় অথবা কোনো ধারালো কিছু লেগে যদি পাইপে কোনো সমস্যা হয় তখন সেইখান থেকে পাইপ কেটে এই Straight connector এর দুই মাথার সাথে 16 mm পাইপের কাটা অংশ দুইটি সেট করে দিতে হবে। তাহলে পানি চলাচল স্বাভাবিক থাকবে।

10) 16 mm T Connector:– এটা ইংরেজি T এর মতো দেখতে তাই T কানেক্টর বলা হয়। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা মেইন লাইন থেকে অন্য আর একটি মেইন লাইন বের করতে পারবেন। অনেক সময় দেখা যায় ছাদে কিছু সংখ্যক সারিতে গাছ লাগানো থাকে বা ছাদের মাঝে কিছু গাছ থাকে সে ক্ষেত্রে এই T যুক্ত করে আগের মেইন লাইন থেকে অন্য সারি গুলোর জন্য মেইন লাইন বাহির করা যায়। ওই সারির বা গাছের জন্য নতুন মেইন লাইনের দরকার পড়ে না। সারির সোজা করে 16 mm পাইপটা কেটে T connector এর সমান অংশ দুটি যুক্ত করে দিতে হবে এবং বাকি অন্য মাথায় নতুন সারির 16 mm মেইন লাইনটি যুক্ত করে দিতে হবে।



11) 16 mm Headlock/ Endlock:– ইরিগেশনের সর্বশেষ কাজটি 16 mm মেইন লাইনের শেষে একটা হেডলক ব্যবহার করা।যে কয়টা সারিতে মেইন লাইন করা হবে সে কয়টা হেডলক পাইপের শেষে লাগায় দিতে হবে। আপনি যদি এটা ব্যবহার না করেন তাহলে পানি চালু করলে সব পানি পাইপের শেষে দিয়ে বাহির হয়ে যাবে গাছের গোড়ায় পানি যাবে না। তাই ইরিগেশন সিস্টেম সেটআপের সর্বশেষ কাজটি খুবই গুরত্বপূর্ণ। 16 mm পাইপের সর্বশেষ মাথায় হেডলক নিয়ে কিছুটা প্রেসার দিয়ে হেডলকটি 16 mm পাইপের মধ্যে ডুকিয়ে দিতে হবে।

এই প্যাকেজের জন্য সেটআপের বিবরণ দিয়ে দেওয়া হলো। আপনারা এটা দেখে নিজেরাই খুব সহজে সেটআপ করে নিতে পারবেন। এসব কাজের ভিডিও নিচে দেওয়া হল। খুব সহজে নিজের বাগানের ড্রিপ ইরিগেশণ নিজেই করে নিতে পারবেন। ভিডিওর প্রথমে উপকরণ এর বিস্তারিত বলা আছে। এর পরে কিভাবে সেটাপ করবেন তা দেওয়া হয়েছে। প্রয়োজনে ভিডিওর প্রথম ছয় মিনিট পর থেকে দেখুন। নিজেই পারবেন। ধন্যবাদ।

YouTube player

ইরিগেশন বিষয়ক সকল তথ্য জানতে যোগাযোগ করুনঃ–
01919-751845
01919-751841
01919-751842
01919-751843

অথবা ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd

1 thought on “সল্প খরচে ড্রিপ ইরিগেশন প্যাকেজ, বিশাল মূল্য ছাড়।”

  1. স্ট্রবেরির চাস করি আমি স্ট্রবেরিতে ড্রিল ইরিগেশান করতে চাই।

    Reply

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00