আসসালামু আলাইকুম,
শখের বাগানি ভাইদের জানাই ড্রিপ ইরিগেশন টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। গ্যান্ডারিয়ায় স্মার্ট ইরিগেশন সিস্টেম বাস্তবায়ন ।
আমাদের দেশে এমন অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা তাদের বাড়ির সামনে/ বাডির ছাদের অল্প ফাঁকা অংশটুকু কাজে লাগিয়ে সুন্দর বাগান তৈরি করেন।
সবজি চাষ,ফুল বাগান,ফলের বাগান করার ফলে সেই বাড়িতে একটা সুন্দর সবুজ পরিবেশ তৈরি হয়, এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়।
কিন্তু সেই সুন্দর বাগানের প্রতিটি গাছের জন্য প্রয়জন নিয়মিত পানি। সাময়িক সমস্যার কারনে গাছ গুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিক লক্ষ রেখে ১০০% গাছ বাচানোর নিশ্চয়তা রেখে ড্রিপ ইরিগেশন বিডি (www.dripirrigation.bd) রেখেছে স্মার্ট ইরিগেশন সিস্টেম।
এই স্মার্ট ইরিগেশন সিস্টেম একবার সেটাপ করে নিলে, নিয়মিত সময় অনুযায়ী অটোম্যাটিক ভাবে গাছে পর্যাপ্ত পরিমান পানি পরে আবার পুনরায় অটোম্যাটিক ভাবে বন্ধ হয়ে যাবে।
তারই বাস্তবতায় আমাদের টিম কাজ করেছে গ্যান্ডারিয়া,যাত্রাবাড়ী এলাকায় একটি সুন্দর বাগানে।
কাজের বিবরনঃ
**প্রথমে আমরা একবার বাগানটি পরিমাপ করে নিলাম, এবং কাজ সম্পান্ন করার সুবিধার জন্য একটি প্লান করে নিলাম।
**তারপরে আমরা ট্যাপ কানেক্টর এর সাহায্যে ট্যাংকির লাইন থেকে 16mm টিউব লাইন সংযোগ করলাম।
**প্রত্যেক সারির নিকট থেকে একটি করে 16mm লাইন টেনে নিলাম।
**16mm লাইন থেকে punch করে তার সাথে 4mm কানেক্টর সংযোগ করে 4mm পাইপের মাধ্যমে গাছের গোড়ায় ভরটেক্স বসিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা গাছের জন্য একটি করে ভরটেক্স সেট করলাম।
**অত:পর অটোম্যাটিক সিস্টেম সেটাপ করার জন্য মেইন লাইনের সাথে একটি সলেনয়েড ভালব এবং একটি প্রগ্রামোবল টাইমার সেট করলাম।
**তারপর এ টাইমার এ প্রোগ্রাম সেট করে গ্যান্ডারিয়ায় স্মার্ট ইরিগেশন সিস্টেম সেটাপ শেষ করলাম।
মন্তব্যঃ
স্মার্ট ইরিগেশন সিস্টেম সেটাম করার ফলে অটোম্যাটিক ভাবে পানি পৌছে যাচ্ছে তার প্রতিটি গাছের গোড়ায়।স্মার্ট ইরিগেশন সিস্টেমটি একবার সেটাপ করে নিলে অটোম্যাটিক ভাবে পানি পৌছে যাবে প্রত্যেকটি গাছে। তাই যারা ব্যস্ততার মধ্যেও সবজি চাষ অথবা ফল,ফুল গাছের বাগান করছেন তারা এই অটোম্যাটিক সিস্টেম চালু করে নিতে পারেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd
ইউটিউব ভিডিওঃ https://www.youtube.com/c/DripirrigationBD
লিঙ্কড ইনঃ https://www.linkedin.com/company/dripirrigationbd/
ধন্যবাদ
ইঞ্জিনিয়ার শাহারিয়া
এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ড্রিপ ইরিগেশন বিডি