Pop-up sprinkler

আসসালামু ওলাইকুম।

স্প্রিংকলার ইরিগেশনের যে পদ্ধতি গুলো সবথেকে বেশি ব্যবহার করা হয় তার মধ্যে Pop- sprinkler ইরিগেশন বহুল জনপ্রিয় একটি সিস্টেম। এটা পানি দেওয়ার সাথে সাথে পরিবেশের সৌন্দর্য আর ও বৃদ্ধি করে তুলে। এটা মূলত সব থেকে বেশি ব্যবহার করা হয় খেলার মাঠে,বড় পার্ক গুলাতে, নার্সারিতে এবং বাসার সামনে ঘাসের সুন্দর আঙ্গিনাতে। এটা বহু জনপ্রিয় হওয়ার একটা কারণ এটা অন্য স্প্রিংকলার মতো সবসময় উপরে থাকে না, এটা মাটির নিচে লুকিয়ে থাকে এবং যখন পানি চালু করে দেওয়া হয় তখন Pop-sprinkler মাটির নিচ থেকে উপরে বাহির হয়ে আসে এবং পানি ছিটিয়ে দেয়। আবার পানি দেওয়া শেষ হয়ে গেলে মাটির নিচে চলে যায়। পানি দেওয়ার সময়ে Pop-sprinkler মাটি থেকে (4-5) ইঞ্চি উপরে ওঠে আসে এবং এটা 360° তে ঘুরে ঘুরে পানি দিতে সক্ষম। আপনারা চাইলে এটা লক করে 180°, 90°,45° ইত্যাদি এঙ্গেলে ব্যবহার করতে পারবেন আপনাদের জায়গার প্রয়োজন মতো। আমাদের কাছে পপ-আপ স্প্রিংকলার পাবেন ২ প্রকার(Available)।

1) 35 feet Pop-up sprinkler (3/4″)
2) 10-15 feet Pop-up sprinkler (1/2″)

যদি কারোর অন্য সাইজের পপ-আপ স্প্রিংকলার প্রয়োজন থাকে আলোচনা সাপেক্ষ তার প্রয়োজন মতো পন্য তাকে দেওয়া যাবে।

3/4″ pop-up sprinkler 
Sl NoProduct NameQuantityUnitUnit Price Total Price 
13/4″ pop-up sprinkler 5Pcs220011000
20% Discount price8800

1) 35 feet Pop-up sprinkler::(Price- 2200 taka):-

এটার উচ্চতা 7.5″। এটা ব্যবহারের জন্য আপনার (1.5-4.5) ক্ষমতা সম্পন্ন মোটরের প্রেসারের প্রয়োজন হবে। আপনি এটা 1Hp মোটরে 1 টা ব্যবহার করতে পারবেন এবং 1.5 Hp মোটরে 2 টা ব্যবহার করতে পারবেন। প্রয়োজন মতো নির্দিষ্ট কিছু জায়গাতে ও পানি দিতে পারবেন।

1/2″ pop-up sprinkler 
Sl NoProduct NameQuantityUnitUnit Price Total Price 
11/2″ pop-up sprinkler 5Pcs7003500
20% Discount price2800

2) 15 feet Pop-up sprinkler::(Price-700 taka):-

এটার উচ্চতা 6″। আপনি এটা 1Hp মোটরে 5 টা এবং 0.5Hp মোটরে ৩ টা ব্যবহার করতে পারবেন। 25°-360° ঘুরে ঘুরে পানি দিতে সক্ষম। ফুলের মতো ছড়িয়ে পানি দেয়।

Pop-sprinkler ব্যবহারের জন্য আপনাকে মোটর থেকে একটা মেইন লাইন করে নিতে হব মাটির নিচ দিয়ে এবং নির্দিষ্ট জায়গায় এই স্প্রিংকলার গুলো সেট করে দিতে হবে। স্প্রিংকলারের মুখটা মাটি ছাড়া সামান্য একটু নিচে রাখতে হবে। আপনারা চাইলে মাটির উপরে ও ব্যবহার করতে পারেন। কিন্তুু পপ-আপ স্প্রিংকলার ব্যবহার করে জায়গার সৌন্দর্য বাড়াতে চাইলে এটা মাটির নিচে ব্যবহার করাই উত্তম। ধন্যবাদ।।

YouTube player

পরামর্শ পেতে কথা বলুন:
আপনারা What’s app ও যোগাযোগ করতে পারেন। প্রতিটি নাম্বারে what’s app আছে।

মোস্তাক আহমেদ
কাশিমপুর,গাজীপুর
01919751845

#dripirrigation_bd
#dripirrigation_com_bd
www.dripirrigation.com.bd

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00