সারি ফসলে ড্রিপ ইরিগেশন সিস্টেম।

আসসালামু ওয়ালাকুম।
শীতকাল চলে এসেছে কম বেশি আমাদের সকলের কাছেই এটা প্রিয় একটি মৌসুম। এই সময়কে সারি ফসলের মৌসুম ও বলা হয়। শীতকালীন অধিকাংশ শাক-সবজি সারিবদ্ধ ভাবে চাষাবাদ করা হয় এই সময়। যেমনঃ ফুলকপি,গাজর,টমেটো,আলু ইত্যাদি।এই সকল সবজির জন্য অধিক পানির প্রয়োজন হয়। সেই জন্য কৃষকেরা জমিতে ভাসিয়ে সেচ দিয়ে থাকে কিন্তু তার ফলে শাক-সবজিতে রোগবালাই বৃদ্ধি পায় এবং অধিক মাএায় ঘাস জন্মায়। সেচ দিতে গিয়ে কৃষকের যে পরিমান তেল বা বিদ্যুৎ বিলে খরচ হয় এবং ঘাস পরিষ্কারের জন্য যে শ্রম আর অর্থে খরচ হয়ে যায় তাতে কৃষকের লাভ অনেক কম হয়ে যায়। এই সকল সমস্যা চিন্তা করে Drip Irrigation BD নিয়ে এসেছে অটোমেটিক ইরিগেশন সিস্টেম। ইরিগেশন সিস্টেমের মধ্যে সারি ফসলের জন্য সব থেকে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ইনলাইন ড্রিপ টেপ পদ্ধতি। এটার মাধ্যেমে প্রতিটা সারিকে খুব অল্প সময়ে পরিমান মতো পানি দিয়ে সেচ প্রদান করা সম্ভব। যার ফলে সবজির রোগ-বালাই কম হয়, ঘাসের বৃদ্ধি কম হয়। একজন কৃষক তার জমিতে বেড করে এক সারি বা দুই সারিতে চারা রোপন করলে সেই অনুযায়ী ইনলাইন ড্রিপ টেপ বিছিয়ে দিতে হবে। এটার সেটআপ খুবই সহজ আপনারা দেখে নিজেরাই করতে পারবেন। ইনলাইন ড্রিপ টেপসহ ইরিগেশনের সকল পন্য আমাদের কাছেই পাবেন। আমাদের কাছে আপনারা পাবেন ঘন্টায় ১/২ লিটার ক্ষমতা সম্পন্ন ইনলাইন ড্রিপ টেপ। এই টিউবের মূল বৈশিষ্ট্য টিউবের মধ্যেই ড্রিপার সেট করা থাকে। একটা নির্দিষ্ট দূরত্বে এই ড্রিপার গুলো সেট করা থাকে যেমনঃ ২০ সেন্টিমিটার এবং ৪০ সেন্টিমিটার। ১ বিঘা জমিতে ৩০-৪০ মিনিট পানি চালালে সারি গুলো পুরাটাই ভিজে যাবে তার ফলে চারা গুলো প্রয়োজন মতো পানি পায়ে যাবে। পানির অপচয় রোধ হবে। পুরা জমিতে ভাসিয়ে সেচ দেওয়া লাগছে না ভাসিয়ে সেচ দেওয়ার ফলে যে রোগ- বালাই গুলো হতো সেই সমস্যা থেকে ও চাষী এবং চারা মুক্তি পাচ্ছে। একজন কৃষকের সব থেকে বেশি খরচ হয়ে যায় জমিতে পানি দিতে গিয়ে,ঘাস পরিষ্কার করতে এবং রোগ বালাই নিধনে ঔষধ প্রয়োগ করতে। কিন্তু এই সকল সমস্যা সমাধানের জন্য একমাএ কার্যকর পদ্ধতি ইন লাইন ড্রিপ টেপ ইরিগেশন। এই ইরিগেশন সেটআপের ফলে আপনার পানি বেশি অপচয় হচ্ছে না, জমিতে ঘাস বাড়ছে না এবং গাছ /চারা গুলো সুস্থ । ইনলাইন ড্রিপ টেপ ইরিগেশন সিস্টেমে সল্প খরচে একজন কৃষক অধিক লাভবান হতে পারেন। সকল বিষয়কে আরও সহজ করে তুলতে ড্রিপ ইরিগেশন বিডি তৈরি করছে নতুন নতুন বিভিন্ন প্যাকেজ,সাথে সেটআপের টিউটরিয়াল যার সাহায্য আপনারা নিজেরাই সেটআপ করে নিতে পারবেন। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের অধিকাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভর করে জীবন যাপন করেন। সেই কৃষি কাজই যদি এখন সহজ হয়ে যায় তাহলে সহজেই একজন কৃষক ভাইরা সল্প খরচে অধিক লাভবান হতে পারবেন। কৃষি কাজ কষ্টকর হওয়ার ফলে অনেক বেকার শিক্ষিত যুবক এই কাজের সাথে জড়াতে চাই না কিন্তুু কৃষি কাজকে যদি সহজ করা যায় এবং কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার আনা যায় তাহলে অনেক বেকার যুবক এই কাজের সাথে যুক্ত হবে এবং এই দেশ থেকে বেকারত্ব অধিক হারে কমে যাবে। দেশ এগিয়ে চলেছে প্রযুক্তির গতিতে তার সাথে সাথে দেশের সব থেকে গুরত্বপূর্ণ যে কৃষিখাত এটা ও যেন সময়ের এবং প্রযুক্তির সাথে এগিয়ে যায় সেই দায়িত্ব ও আমাদের সকলকে নিতে হবে। এই ভাবনা চিন্তার ধারাবাহিকতাই ড্রিপ ইরিগেশন বিডি নিয়ে এসেছে অভিনব সব পদ্ধতি। কোনো ধরনের হাতের মাধ্যম ছাড়ায় আপনার প্রতিটি গাছে পানি চলে যাবে অটোমেটিক ভাবে তাও আবার খুবই সল্প খরচে। এই সব সিস্টেম সেটআপ করা খুবই সহজ আপনারা নিজেরাই করে নিতে পারবেন। সল্প খরচে, পানি অপচয় রোধ করে প্রতিটি গাছে বা চারার গোড়ায় পানি পৌছায়ে যাবে সঠিক পরিমানে। কঠিন কৃষিকে, সহজ কৃষিতে রূপান্তরি করতে ড্রিপ ইরিগেশনের সকল টিম মেম্বররা সার্বক্ষনিক কাজ করে চলেছে।

১ বিঘা জমিতে সারি ফসলের জন্য ইন-লাইন ড্রিপ টেপের ধামাকা অফার।

Sl NoProduct NameQuantityUnitUnit PriceTotal Price
1Screen Filter 2″1Pcs25002500
2In-line drip tape 20 cm 1500Meter1421000
3Bypass connector30Pcs451350
4Washer30Pcs10300
Total25150

লিস্টকৃত পন্যের বাহিরে বাড়তি কোনো পন্য লাগলে সেটা ওয়েবসাইটের দামে নিতে হবে।

ইনলাইন ড্রিপ টেপের ব্যবহার খুবই গুরত্বপূর্ণ আর এই ইরিগেশন সেটআপ ও খুবই সহজ। আমি আপনাদের সল্প কিছু কথার মাধ্যমে ইনলাইন ড্রিপ টেপের সেটআপ সম্পর্কে জানতে সাহায্য করবো ইনশাআল্লাহ।

YouTube player

★মেইন লাইনের সাথে ফিল্টারের ব্যবহারঃ–
মোটর থেকে যে মেইন লাইনটা সারির শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নেওয়া হবে সেই মেইন লাইনের শুরুতেই মোটরের পরে আপনাকে একটা ফিল্টার ব্যবহার করতে হবে কারণ মোটরের পানিতে যদি কোনো বালু কণা, ময়লা বা আয়রন থাকে তাহলে পাইপের মধ্যে যে ড্রিপারটি আছে তার মুখ বন্ধ হয়ে যাবে এবং সারিতে ঠিক মতো পানি যাবে না।কিন্তু ফিল্টার ব্যবহার করলে সেই বালু বা ময়লা পাইপের মধ্যে যেতে পারবে না যার ফলে ড্রিপার গুলো সচল থাকবে এবং আপনার বাগানের সারিতে সঠিক ভাবে সুন্দর ভাবে পানি দিয়ে যাবে বহুদিন।

★মেইন লাইনের সাথে বাইপাস কানেক্টরের সংযোগঃ–
মেইন লাইনটি সারির শুরু থেকে শেষ পর্যন্ত নেওয়া হয়েছে সারি অনুযায়ী সেই মেইন লাইনটিতে সারি সোজাসুজি করে করে ১/২” ড্রিল করে সেখান রাবার ওসারের মাধ্যমে আমাদের ইন লাইন ড্রিপ টেপের যে বাইপাস কানেক্টর রয়েছে সেটা মেইন পাইপের সাথে যুক্ত করে দিতে হবে।

★বাইপাস কানেক্টর থেকে সারিতে ইনলাইন ড্রিপ টিউবঃ–
মেইন পাইপের সাথে যে বাইপাস কানেক্টর যুক্ত করা হয়েছে সেই কানেক্টরের সাথে ইন লাইন ড্রিপ টেপ/ ফিতাটি পেঁচিয়ে পেঁচিয়ে সংযুক্ত করে দিতে হবে এবং চারার গোড়া দিয়ে টেপ পাইপটি সারির শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে।

★ইনলাইন ড্রিপ টিউবের শেষ মাথায় হেডলকের ব্যবহারঃ–
ইন লাইন ড্রিপ টিউবের যে পাইপটি চারার গোড়া দিয়ে সারির প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে নেওয়া হয়েছে সেই পাইপের শেষ মাথায় একটি হেডলকের মাধ্যমে বন্ধ করে দিতে হবে তা না হলে পানি ছাড়লে পানি গুলো সব পাইপের শেষ অংশ দিয়ে বাহির হয়ে যাবে।

★ইন লাইন ড্রিপ টিউবে এলবো কানেক্টরের ব্যবহারঃ–
কোনো কর্ণার বা বাঁকা জায়গা থাকলে পাইপটি ঘুরিয়ে নিয়ে যেতে ইন লাইন ড্রিপ টেপের এলবো ব্যবহার করতে হয়। সঠিক স্থান থেকে পাইপটা কেটে এলবোর দুই পাশে পাইপের কাঁটা দুইটা অংশ পেচিয়ে পেচিয়ে সেট করে দিতে হবে। তা হলে পানি স্বাভাবিক ভাবে পাইপের প্রতি অংশে সুন্দর ভাবে পৌছায়ে যাবে। সমান জায়গার মতোই বাঁকা জায়গাতে ও সমান ভাবে পানি চলে যাবে।

★ইন লাইন ড্রিপ টিউবে টি কানেক্টরের এর ব্যবহারঃ–
একটি মেইন লাইন থেকে যদি নতুন কোনো লাইন নেওয়ার দরকার হয় তাহলে টি কানেক্টরের এর ব্যবহার করতে হয়। চলমান মেইন লাইন কেটে টি কানেক্টরের সোজা অংশের সাথে যুক্ত করে দিতে হবে এবং টি কানেক্টরের অন্য মাথায় নতুন পাইপ যুক্ত করে নতুন লাইন হিসাবে সারিতে ব্যবহার করতে হবে।

★ইন লাইন ড্রিপ টিউবে আই কানেক্টরের ব্যবহারঃ–
ইন লাইন ড্রিপ টিউব যখন সারির শুরু থেকে শেষ পর্যন্ত টানা হয় তখন কোনো কারণে যদি পাইপটা কেঁটে যায় বা ছিদ্র হয়ে যায় অথবা ঘাস পরিষ্কার করতে গিয়ে পাইপ নষ্ট করে ফেলে তাহলে সেখান থেকে পাইপটা কেঁটে ইন লাইন ড্রিপ টেপের আই কানেক্টরের দুই অংশে কাঁটা পাইপের দুই অংশ পেচিয়ে পেচিয়ে সংযুক্ত করে দিতে হবে।

আপনারা নিজেরার ইন লাইন ড্রিপ ইরিগেশন সেটআপ করে নিতে পারবেন খুব সহজেই সল্প সময়ে,সল্প খরচে।হাতের মাধ্যম ছাড়ায় ড্রিপ ইরিগেশন বিডির ইরিগেশন প্যাকেজ ব্যবহার করে ইন-লাইন ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে একই সাথে আপনার ১ বিঘা সারি ফসলের জমিতে পানি এবং সার দিতে পারবেন। ধন্যবাদ।।

ইরিগেশন বিষয়ক সকল তথ্য জানতে যোগাযোগ করুনঃ–
01919-751845
01918-751840

অথবা ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd

YouTube player

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00