আসসালামু ওলাইকুম।
ড্রিপ ইরিগেশন বিডির সারদাগঞ্জে ড্রিপ ইরিগেশন সিস্টেম/ বিন্দু বিন্দু সেচ পদ্ধতি সেটআপ।
একটি কোম্পানি তাদের নিজস্ব কিছু জমিতে সুসজ্জিত ভাবে ড্রামের মাধ্যমে ব্যবসায়ীক উদ্দেশ্য অনেক গাছ রোপন করেছেন। সেই সকল গাছে আমাদের ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটআপ করা হয়েছে। উনাদের দুইটা জায়গায় আমরা ইরিগেশন সেটআপ করেছি। একটি জমিতে সারি বদ্ধ ভাবে ড্রামের মাধ্যমে ৪০০ টি গাছ এবং অন্য জমিতে একই ভাবে ২০০ টির বেশি গাছ লাগিয়েছেন। তাদের উদ্দেশ্য এই গাছ গুলো একটু বড় করে ফুল ফল ধরলে বিক্রয় করে দেওয়া। কিন্তুু সেই ভাবে একটি গাছকে পরিনত করতে গেলে তার অনেক যত্ন নিতে হয়। সঠিক পরিমানে গাছের প্রয়োজন মতো পানি দেওয়া, সার দেওয়া অনেক কাজ থাকে। এই সকল কাজে ২ টা মানুষের সারাদিন লেগে যায়। তারপর ও দেখা যায় গাছগুলো মারা যাচ্ছে। বেশি পানি দেওয়ার ফলে গাছের রোগ বালাই বৃদ্ধি পায়,গাছের গোড়ায় অধিক ঘাস জন্মায় এর ফলে গাছের বৃদ্ধি হয় না সঠিক ভাবে। সকল বিষয়ের দিকে লক্ষ্য করলে বুঝা যায় যায় গাছের পানি দেওয়াটা গূরত্বপূর্ণ না, গাছে সঠিক পরিমাণে পানি দেওয়াটাই গুরত্বপূর্ণ বিষয়। তাই এই সকল বিষয় চিন্তা ভাবনা করে তারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সকল কিছু বুঝে আমাদের একজন অভিজ্ঞ টিম মেম্বরকে তাদের বাগানটিতে ভিজিটের উদ্দেশ্য পাঠায়।
ভিজিটঃ- আমাদের একজন টিম মেম্বর জায়গাটিতে যান এবং বাগানই সে ভিজিট করেন। আমাদের ইরিগেশন সেটআপের প্রয়োজনীয় সকল তথ্য তিনি নিয়ে আসেন। ওই জায়গায় কিভাবে কাজ করতে হবে তার একটি পরিকল্পনা ও তিনি করে আসেন।
কাজের বিবরণঃ- ড্রিপ ইরিগেশন বিডির টিম মেম্বররা সারদাগঞ্জের উদ্দেশ্য রওনা হন খুব সকালেই। ওখানে পৌঁছায়ে তাদের পরিকল্পনা মতো কাজ ও শুরু করে দেন। যেহেতু তাদের একটা মেইন লাইন আগে থেকেই করা ছিল সেহেতু আমরা নতুন কোনো মেইন লাইন না করে সেখান থেকেই আমাদের ইরিগেশনের কাজ শুরু করে দিই। প্রতিবারের মতো মেইন লাইন থেকে ০.৫” ড্রিল করে সেখানে রাবার ওসার যুক্ত করে ওসারের মধ্যে বাইপাস কানেক্টর সংযুক্ত করে দেওয়া হয়। তারপর বাইপাস কানেক্টরের সাথে ১৬ এমএম ইমপোর্টেড টিইব সেট করে গাছের সারির শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নেওয়া হয় এবং শেষ মাথায় একটা হেডলকের মাধ্যমে টিইবের মাথা বন্ধ করে দেওয়া হয়। তারপর ড্রাম ও পাইপের দূরত্ব মেপে সেই মতো ৪ এমএম পাইপ কেটে নেওয়া হয়। ৪ এমএম পাইপের একটা পাশে ৪ এমএম কানেক্টর যুক্ত করা হয় এবং অন্য পাশে ড্রিপার যুক্ত করা হয়। ১৬ এমএম পাইপটি পাঞ্চ টুলের মাধ্যমে ছিদ্র করে চিকন পাইপের ৪ এমএম কানেক্টর যুক্ত পাশটি ১৬ এমএম পাইপে ছিদ্র করা জায়গায় যুক্ত করে দেওয়া হয়েছে এবং ড্রিপার সেট করা অংশটি একটি স্ট্যান্ডের সাহায্য গাছের গোড়ায় বসিয়ে দিতে হবে। তারপরে মোটর থেকে পানি ছেড়ে দিলে ব্যবহারকৃত একটি ফিল্টারের মাধ্যমে পানিটা পরিষ্কারের হয়ে প্রতিটা গাছের গোড়ায় সঠিক পরিমানে পৌঁছায়ে যাবে। ড্রিপারটি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে পানি পড়াকে কম বেশি করতে পারবেন। এই ভাবে আমাদের ড্রিপ ইরিগেশন বিডির টিম মেম্বররা সম্মিলিত প্রচেষ্টাই সারদাগঞ্জের ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটআপ সফলতার সাথে সম্পন্ন করেন।
মাঠ তদারকি কর্মকর্তাঃ- তিনি আমাদের সাথে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং আমাদের কাজ দেখেছেন। তিনি আগে ও আমাদের কাজ দেখেছেন। সকল গাছে ঠিক মতো পানি যাচ্ছে কিনা তিনি নিজেই পর্যাবেক্ষন করেন। সকল কিছু পর্যাবেক্ষন করে তিনি আমাদের সেটআপকে সফল বলে ঘোষণা দেন। আরও বলেন তাদের মনের মতো করেই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কাজ গুলো করা হয়েছে তার জন্য তারা খুবই খুশি। তারা আমাদেরকে অভিনন্দন জানান এবং আমরা তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সারদাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়।
আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ।
ইরিগেশন বিষয়ক সকল তথ্য জানতে যোগাযোগ করুনঃ–
01919-751845
অথবা ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd