জিও গ্রো ব্যাগ সিনথেটিক কাপড় বা জিও টেক্সটাইল ফ্যাব্রিক দিয়ে তৈরী করা বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব গাছের টব। জিও গ্রো ব্যাগ মাটি, সিমেন্ট, ড্রাম বা প্লাস্টিক পটের বিকল্প হিসেবে নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এই গ্রো ব্যাগ গুলোর লাইফ টাইম ১০ থেকে ১৫ বছর। পরিবেশ বান্ধব জিও গ্রো ব্যাগ এর উপকারিতা হলো ছাদ বাগান থেকে শুরু করে বেলকুনি, বারান্দা, খোলা মাঠ, হোটেল, রেস্টুরেন্ট, অফিস চত্ত্বর, ফ্যাক্টরী বা যেকোন প্রতিষ্ঠানের সামনে উপযুক্ত পরিবেশে যে কোন সবজি, ফল বা অন্যান্য গাছ রোপন করার জন্য এই ব্যাগ বিশ্বজুড়ে এখন খুবই জনপ্রিয়।
বাড়ির ছাদে, ব্যালকুনিতে বা মাঠে যারা মাটির টব, প্লাস্টিক টব বা সিমেন্টের টবে গাছ রোপন করেন, তারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুক্ষীন হন, যেমনঃ-
১.মাটির টবের ক্ষেত্রে ভঙ্গুরতা, অতিরিক্ত ওজন, কিছুদিন পর টব ক্ষয়ে ডাস্ট বা গুড়া সৃষ্টি যা নোনা ওঠার মতো মনে হয় এবং টব নষ্ট হয়ে যায়। বেশিদিন টেকে না। ফল গাছের জন্য খুবই অনুপযোগী।
২.প্লাস্টিক টবের ক্ষেত্রে এয়ারেশন বা বাতাস চলাচল হয় না। ১ থেকে ১.৫ বছর ব্যবহারের পর নষ্ট হয়ে যায় বা ফেটে যায়। মাইক্রো প্লাস্টিক দূষণ হয় যা উদ্ভিদ হয়ে মানব দেহে প্রবেশ করে এবং স্বাস্থ্যের জন্য অত্যান্ত ক্ষতিকর।
৩.সিমেন্টের টবের ক্ষেত্রে অতিরিক্ত ওজন এর কারনে সহজে এক স্থান থেকে অন্যস্থান এ সরানো সম্ভব হয় না। ছাদের উপর ওয়েট লোড অনেক বেড়ে যায় যা ভবন এর জন্য মারাত্মক ঝুকিপূর্ণ। সঠিক এয়ারেশন হয় না এবং সিমেন্টের তৈরি হওয়ায় মাটির pH ও অম্লতা নিয়ে সমস্যা হয়।
এধরনের সকল সমস্যার সমাধান নিয়ে Drip Irrigation Bd Ltd. বাজারে নিয়ে এলো অত্যাধুনিক ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি বিভিন্ন কালার ও সাইজের পরিবেশ বান্ধব জিও গ্রো ব্যাগ।
আমাদের পরিবেশ বান্ধব জিও গ্রো ব্যাগ এর উপকারিতা
# এটা পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, টেকসই এবং পুনরায় ব্যবহারযোগ্য।
# অত্যাধুনিক ভার্জিন উপাদানে তৈরি তাই কোন ধরনের মাইক্রো প্লাস্টিক দূষণ এর সুযোগ নেই।
# পানিতে নষ্ট হয় না এবং আধুনিক পানি নিস্কাশন ব্যবস্থার ফলে বৃক্ষকে পানি জমাট সমস্যা হতে রক্ষা করে।
# পর্যাপ্ত বায়ূ সঞ্চালনের মাধ্যমে শিকড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শুক্ষ শুক্ষ ছিদ্র দিয়ে বায়ূ পরিশোধনের মাধ্যমে শিকড় দ্বিগুণভাবে বৃদ্ধি পায়।
# মাটির ময়েশ্চার ধরে রাখে ফলে পানি সেচ ও সার কম লাগে।
# পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়তা করে।
# ওজনে হালকা এবং হাতল থাকায় সহজেই স্থানান্তর যোগ্য ও ব্যবহার করা যায়।
# ফ্লোরে দাগ পড়ে না এবং এই ব্যাগ কোন ভাবেই পঁচনশীল নয়।
# আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ফ্লেক্সিবিলিটি অনেক এবং মাটিটাকে ভালো রাখে।
# সব ঋতুতে তাপমাত্রার ভারসাম্যতা রক্ষা করে ফলে গ্রীষ্মকালে গাছকে শীতল রাখে এবং শীতকালে উষ্ণ রাখে।
# তাপমাত্রার চরম উঠা–নামার ফলে কখনো ক্র্যাক করেনা বা নষ্ট হয়না।
# ৫০০ জিএসএম এর মোটা ফেব্রিক্স হওয়ায় ব্যাগ ছেদ করে শিকড় বের হওয়ার কোন সম্ভাবনাই নেই।
# বৃক্ষের গুনগতমান উন্নয়নের মাধ্যমে বড় আকারের বৃক্ষায়নে সাহায্য করে।
# এয়ারেশন অত্যান্ত ভালো ভাবে হয়, ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, মাটিস্থ অনুজীবীয় কার্যক্রম বাড়ে, ফলে গাছের জন্য পুষ্টি উপাদান সমূহ আরও গ্রহণ উপযোগী হয়।
# অফ হোয়াইট ও গ্রে কালার ব্যাগে কখনোই পরজীবি টাইপের উদ্ভিদ,শেওলা বা ছত্রাক দ্বারা আক্রান্ত হয় না,বরং প্রতিরোধ করে।
আমাদের জিও গ্রো ব্যাগ গুলোর কালার, ধরন ও ওজনঃ
১. ব্লাক কালার– ২০/২৫/৪৫/৬৫ গ্যালন – ২৫০ জিএসএম
২. গ্রে কালার – ২০/২৫/৪৫/৬৫ গ্যালন – ৫০০ জিএসএম
৩. অফ হোয়াইট – ২০/২৫/৪৫/৬৫ গ্যালন – ৫০০ জিএসএম
*বি.দ্র: ২০ ও ২৫ গ্যালন ছোট জাতের আম, লিচু, আনার সহ অন্যান্য ফল গাছের জন্য ব্যবহার করা যাবে। ৪৫ ও ৬৫ গ্যালন যে কোন বড় ধরনের গাছের জন্য ব্যবহার করা যাবে।
Drip Irrigation BD Ltd. আধুনিক কৃষি, কৃষক ও কৃষি উদ্যোক্তার কথা চিন্তা করে ইরিগেশন বা সেঁচ প্রোডাক্ট এর পাশাপাশি গতানুগতিক মাটি, ড্রাম বা প্লাস্টিক পটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব জিও গ্রো ব্যাগ (Geo Grow Bag) যুক্ত করেছে।
তাই আপনার ছাদবাগান বা যেকোন কৃষি উদ্যোগে আধুনিকতার ছোয়া যুক্ত করতে আমাদের সকল প্রোডাক্ট, প্যাকেজ, সার্ভিস, সেটআপ করার পদ্ধতি ও পূর্ববর্তী কম্পিলিট করা প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
www.dripirrigation.com.bd
এছাড়াও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে এবং আমাদের পন্য সরাসরি দেখতে ও ক্রয় করতে বিজিট করুনঃ
ঢাকা অফিসঃ
মোবাইল: ০১৯১৯৭৫১৮৪৫
ইমেইল: info@dripirrigation.com.bd
ঠিকানা : ৬৪/৪, কল্যানপুর মেইন রোড, ঢাকা–১২১৬
চট্টগ্রাম অফিসঃ
মোবাইল: ০১৯১৯৭৫১৮৪২
ইমেইল: ctg@dripirrigation.com.bd
ঠিকানা: ২০২, মেয়র গলি, ষোলশহর, চট্টগ্রাম–৪২০৯
Dip Irrigation BD Ltd. আপনাদের পাশে থেকে কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সদা, সর্বদা এবং সর্বত্র প্রস্তুত।