আচ্ছালামুয়ালাইকুম,
বর্তমান বিশ্বে কৃষি উন্নয়ন দেশ গুলোর ইরিগেশন সিস্টেম এর দিকে তাকালেই দেখা যাবে আধুনিক ব্যাবস্থা। যেখানে শ্রম সাশ্রয়, সময় সাশ্রয়, এবং সব থেকে বড় বিষয় হল পানি অপচয় রোধ, আধুনিক ইরিগেশন সিস্টেম এর মাধ্যমে সব দিক থেকে লাভবান হওয়া সম্ভব। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফগিং ইরিগেশন এর নতুন ব্যাবহার, ওয়ার্কশপে ফগিং ইরিগেশন সিস্টেম সেটাপ সম্পর্কে।
আমরা এর আগে ফগিং ইরিগেশন এর বিভিন্ন ব্যাবহার দেখেছি। যেমন গরুর শেড,মাশরুম শেড,পল্ট্রি শেড, রেস্টুরেন্টে, এরকম বিভিন্ন স্থানে তাপমাত্রা নিয়ন্ত্রন এর জন্য ফগিং ইরিগেশন সিস্টেম এর ব্যাবহার হয়েছে। আমরা চা-ফ্যাক্টরিতেও চা-পাতার ট্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ এর জন্য ফগিং ইরিগেশন ব্যাবহার করেছি। কিন্তু প্রথম বারের মত ওয়ার্কশপে ফগিং ইরিগেশন সিস্টেম সেটাপ করেছি আমরা।
বিভিন্ন ফ্যাক্টরি থেকে বাতাসের সাথে কিছু ময়লা ছড়ায় জার কারনে অই পরিবেশ বসবাসের জন্য অযগ্য হয়ে পরে, অথবা বসবাসরত মানুষদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি গাছ পালার ও ক্ষতি করে এই ধরনের ময়লা। যেমন সিমেন্ট ফ্যাক্টরিতে যে সকল ক্যামিক্যাল ব্যাবহার হয়, ওই ফ্যাক্টরি থেকে বাতাসের সাথে এমন কিছু ময়লা ছড়ায় যা পরিবেশের ক্ষতি করতে পারে।
এ ধরনের ময়লা/ ডাস্ট ধ্বংস করার জন্যই এসকল স্থানে ব্যাববার শুরু হয়েছে ফগিং ইরিগেশন সিস্টেম।
মহেষখালি, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলাকালীন সময়ে একটি ওয়ার্কশপে অটোম্যাটিক ফগিং ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। ওয়ার্কশপে যে সকল কাজ করা হয় তাতে করে বিভিন্ন ম্যাটারিয়ালস এর ক্ষুদ্র অংশ বাতাসের মাধ্যমে বাইরে এসে পরিবেশের জাতে কোন ক্ষতি না করতে পারে সে উদ্দেশ্যেই ওয়ার্কশপ এর সামনের অংশে ফগিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে।
কাজের বিবরনঃ
• আমাদের সাথে ডি এস এল কোম্পানি যোগাযোগ করার পর প্রথমে আমরা তাদের ওয়ার্কশপ ভিজিট করি।
• আমরা কাজের একটি প্লান করে নেই এবং সেই প্লান অনুযায়ী কাজ শুরু করি।
• প্রথমেই ফগারগুলো যাতে পর্যাপ্ত প্রেসার পায় সে কারনে আমরা একটি মটর সংযোগ করি এবং মটর এর সাথে টাইমার সেট করে দেই।
• মটরের ইনপুট আউটপুট সংযোগ করে নেই।
• মেইন লাইন হিসেবে আমরা ১.৫” কয়েল পাইপ ব্যাবহার করি।
• মেইন লাইন থেকে বাইপাস করে তিনটি রুমের জন্য তিনটি শাখা লাইন বের করি।
• এবং প্রতিটি রুমের সামনে একটি করে ১৬ মিঃমিঃ ড্রিপ টিউব ব্যাবহার করি।
• পাঞ্চটুল এর সাহাযে টিউব এর গায়ে ছিদ্র করে নির্দিষ্ট দূরত্ব পর পর একটি করে ফগার নজেল সেটাপ করে দেই।
• ড্রিপ টিউব এর শেষ অংশ হেডলক এর মাধ্যনে বন্ধ করে দেই।
• সর্বশেষে টাইমার এ টাইম সেট করে ওয়ার্কশপে ফাগিং ইরিগেশন সিস্টেম সেটাপ কাজ শেষ করি।
মন্তব্যঃ আধুনিক প্রযুক্তির এই ব্যাবহার খুবি কার্যকারি হবে বলে মনে করি আমরা।
ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, ক”ল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842
ধন্যবাদ।