নিয়মিত গাছে পানি দেয়ার জন্য ব্যবহার করুন ড্রিপ ইরিগেশন

খরচ বাঁচায় 65%
পানি সাশ্রয় 70%
গাছ বাঁচায় 100%
সময় বাঁচায় 80%
YouTube player
Watch our TV programs

জাতীয় মিডিয়ায় আমাদের প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন ও ব্যবহারকারীদের মতামত

GD BappiGD Bappi
07:49 15 Jul 23
To me,The best way of irritation is DIBL ever i seen.All should use water in saving system or recycling process to keep our World Living & Lovely.
pinkish aurorapinkish aurora
04:33 01 May 23
A very beautiful method for gardening. Hope the farmers can benefit at very low cost. Again working very nicely for the garden. Thank you guys.
Raj RajibRaj Rajib
11:24 19 Mar 23
Drip Irrigation is the best.....
This company is following advance irrigation systems in Bangladesh. You can save labour cost, water cost and other different costs by using these instruments.
Sadat AnwarSadat Anwar
05:35 29 Aug 22
Drip Irrigation BD Ltd is working hard for bringing change in the irrigation management of Bangladesh. They are not only providing equipments for modern irrigation but also giving support to their consumers.
Krishi MelaKrishi Mela
16:41 04 Jan 22
One of our best seller. Good product, good service. Best wishes for Drip irrigation BD team
mostaque ahmedmostaque ahmed
12:41 13 Jul 21
The vision of Drip Irrigation BD is to make sure that every Bangladeshi advanced farmer has access to Hi-tech irrigation facility in a affordable price, thats very interesting. Best of luck Drip Irrigation BD
Masud RezaMasud Reza
09:37 13 Jul 21
It is one of the best irrigation platforms in bangladesh, where trees are watered in a scientific way at a very low cost. They provide this service by their man power to customers easily.In my opinion, it is the first irrigation system in Bangladesh, where they made it so easy to reach customers at low cost. With their services anyone can take care of their trees without any hassle.
Titu DasTitu Das
08:28 13 Jul 21
It is best irrigation system provider in Bangladesh.
SM ROKONSM ROKON
07:53 13 Jul 21
I Used Drip Irrigation products. All the best.
Affordable drip irrigation system for Bangladeshi Gardener. Expert Agriculturist and Engineers are guiding Gardener to setup irrigation system.
Tahera LipiTahera Lipi
07:14 13 Jul 21
Smart irrigation system provider in Bangladesh. Affordable and user friendly. I use Drip irrigation BD product.
Md Mamunur RezaMd Mamunur Reza
12:59 09 Jul 21
Best Drip irrigation service provider in Bangladesh
js_loader

আমাদের উৎপাদিত বিভিন্ন পন্য, সেবা ও প্রযুক্তি সমূহ

আপনার খামারের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করবেন?

Fogging irrigation

Sprinkler irrigation

ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ হচ্ছে বিন্দু বিন্দু করে গাছের গোড়ায় প্রয়োজনমত পানি দেয়া।  খুব আল্প পানি ব্যবহার করে আপনার যেকোন গাছে পানি দিতে এই প্রযুক্তি খুবই কার্যকর। যেমনঃ ছাদ বাগান, ফল বাগান, সবজি চাষ ইত্যাদি। 

ছবিঃ ছাদ বাগানের ড্রিপ সেচ
ছবিঃ ফল বাগানে ড্রিপ সেচ 

খুব আল্প পানি ব্যবহার করে আপনার যেকোন গাছে পানি দিতে পারবেন। যেমনঃ ছাদ বাগান, ফল বাগান, সবজি চাষ ইত্যাদি। 

ছবিঃ ছাদ বাগানের ড্রিপ সেচ
ছবিঃ ফল বাগানে ড্রিপ সেচ

ড্রিপ ইরিগেশন প্রধানত দুই প্রকার।

১) অনলাইন (on line) ড্রিপারঃ এই ড্রিপারগুলি আলাদা থাকে যা ড্রিপ পাইপের গায়ে ছিদ্র করে গাছের গোড়ায় সেট করতে হয়। এই ড্রিপারগুলি 2L/H, 4L/H বা 6L/H  পানি দিতে পারে। পানির প্রয়োজন আনুযাই ড্রিপার বাছাই করতে হবে। এছাড়া এডজাস্টেবল ড্রিপার আছে যেটা হাতদিয়ে পানি কমবেশি করা যায়। 

ছবিঃ এডজাস্টেবল ড্রিপার

ব্যবহারঃ ছাদ বাগান, ফল বাগান এর জন্য ভাল কাজ করে। ছাদ বাগানে বিভিন্ন গাছের জন্য এডজাস্টেবল ড্রিপার ভাল। মাঠে হাজার হাজার গাছের জন্য 2L/H, 4L/H বা 6L/H ড্রিপার ভাল কাজ করে।

ছবিঃ 2L/H ড্রিপার

২) ইনলাইন (in line) ড্রিপারঃ এখানে ড্রিপারগুলি ড্রিপ পাইপ বা টেপ এর ভিতর থেকে সেট করা থাকে। যেমনঃ ২০,৩০ বা ৪০ সে. মি. পরপর ড্রিপার সেট করা থাকে। এই ড্রিপারগুলি 2L/H, 4L/H বা 6L/H  পানি দিতে পারে। আপনার গাছের দূরত্ব এবং পানির প্রয়োজন আনুযাই ড্রিপ টেপ বাছাই করতে হবে। 

ছবিঃ ড্রিপ টেপ
ছবিঃ ক্যপসিকাম গাছে ৪০ সে. মি. পরপর 2L/H ড্রিপ টেপ

ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচে পানির প্রেসার খুব বেশি লাগে না। পানির ট্যাঙ্ক ২ মিটার বা ৭ ফিট উপরে থাকলেই কাজ করে। তবে একসাথে আনেক গাছে পানি দেয়ার জন্য ট্যাঙ্কের উচ্চতা বাড়াতে হবে আথবা প্রয়োজন মত পাম্প ব্যবহার করতে হবে। 

যেমনঃ আপনার ১০০০ গাছে ১০ মিনিটে ১ লিটার করে পানি দিতে চাইলে ১০০০ লিটার/ ১০ মিনিট পানি দিতে পারে এমন ক্ষ্মতার পাম্প লাগবে। 

পানির ফিল্টার লাগবে কিনা সেটা নির্ভর করবে আপনার পানির কোয়ালিটির উপর। আপনার পানিতে যদি কোন ময়লা এবং আয়রনের মত ক্যমিক্যাল না থাকে, তাহলে কোন ফিল্টার লাগবে না। 

সাধারন ময়লা থাকলে স্ক্রিন ফিল্টার ব্যবহার করতে হাবে।

ছবিঃ স্ক্রিন ফিল্টার

আরো ভাল ফিল্টার এর জন্য ডিক্স ফিল্টার ব্যবহার করতে হাবে। 

ছবিঃ ডিক্স ফিল্টার

পানিতে বালি থাকলে স্যান্ড ফিল্টার বা  হাইড্রো-সাইক্লোন ফিল্টার ব্যবহার করতে হাবে। 

ছবিঃ হাইড্রো-সাইক্লোন ফিল্টার
ছবিঃ স্যান্ড ফিল্টার
ছবিঃ আয়রন ফিল্টার

পানিতে আয়রনের মত ক্যমিক্যাল আয়রন ফিল্টার ব্যবহার করতে হাবে। তবে আল্প পরিমানে থাকলে স্যান্ড ফিল্টার ব্যবহার করলে কাজ হবে।


কেন ফিল্টার ব্যবহার না করলে কি হবে? 


ড্রিপারের ছিদ্রগুলি খুব ছোট এবং সুক্ষ হয়। এর ফলে পানিতে কোনকিছু থাকলে তা ড্রিপারের ছিদ্রগুলি বন্দ করে আপনার পুরো ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্লক করে দিতে পারে। 

পানিকে প্রেসার দিয়ে অতি সুক্ষ জলকণায় পরিণত করে বাতাসে মিশিয়ে দেয়াকে আমরা ফগিং বলছি। এর ফলে দ্রুত পরিবেশের তাপমাত্রা কমে এবং বাতাসের আদ্রতা বাড়ে।  ফগিং প্রযুক্তি আল্প খরচে কার্যকর পদ্ধতি। 

পরিবেশের তাপমাত্রা কমাতে এবং বাতাসের আদ্রতা বাড়াতে ফগিং প্রযুক্তি আল্প খরচে কার্যকর পদ্ধতি।  একারনে এর আনেক ব্যবহার দেখা যায়। যেমনঃ 

১) গরুর সেড এর তাপমাত্রা নিয়ন্ত্রন করা।

২) মাশরুম চাষে বাতাসের আদ্রতা বাড়াতে 

 

 

৩) অর্কিড ফুল চাষে  

ফগিং মূলত পানির প্রেসার এবং নজের সাইজের উপর নির্ভর করে। 

আমাদের ফগিং নজেল খুব অল্প প্রেসারে কাজ করে। ফলে শক্তিশালী পাম্প লাগে না। 

কাজের ধরন অনুযায়ী  দুই প্রকার। ১। চারমূখী বা four-way ফগার।

২। একমুখী বা Single ফগার। 

ভাল পানির প্রেসার ছড়া  ফগিং ভাল হয় না।  আমাদের ফগিং নজেল খুব অল্প প্রেসারে কাজ করে। ফলে শক্তিশালী পাম্প লাগে না। বাজারে প্রাপ্ত ১ হর্স পাওয়ার পাম্প দিয়ে ১০ টা ফগার চালাতে পারবেন। 

পানির ফিল্টার লাগবে কিনা সেটা নির্ভর করবে আপনার পানির কোয়ালিটির উপর। আপনার পানিতে যদি কোন ময়লা এবং আয়রনের মত ক্যমিক্যাল না থাকে, তাহলে কোন ফিল্টার লাগবে না। 

সাধারন ময়লা থাকলে স্ক্রিন ফিল্টার ব্যবহার করতে হাবে।

ছবিঃ স্ক্রিন ফিল্টার

আরো ভাল ফিল্টার এর জন্য ডিক্স ফিল্টার ব্যবহার করতে হাবে। 

ছবিঃ ডিক্স ফিল্টার

পানিতে বালি থাকলে স্যান্ড ফিল্টার বা  হাইড্রো-সাইক্লোন ফিল্টার ব্যবহার করতে হাবে। 

ছবিঃ হাইড্রো-সাইক্লোন ফিল্টার
ছবিঃ স্যান্ড ফিল্টার
ছবিঃ আয়রন ফিল্টার

পানিতে আয়রনের মত ক্যমিক্যাল আয়রন ফিল্টার ব্যবহার করতে হাবে। তবে আল্প পরিমানে থাকলে স্যান্ড ফিল্টার ব্যবহার করলে কাজ হবে।


কেন ফিল্টার ব্যবহার না করলে কি হবে? 


ড্রিপারের ছিদ্রগুলি খুব ছোট এবং সুক্ষ হয়। এর ফলে পানিতে কোনকিছু থাকলে তা ড্রিপারের ছিদ্রগুলি বন্দ করে আপনার পুরো ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্লক করে দিতে পারে। 

পাম্প এর সাহায্যে অল্প পরিমান পানিকে অনেক এলাকাজুড়ে ছড়িয়ে দেয়াকে স্প্রিঙ্কলার সেচ বলা হয়। একে কৃত্রিম বৃষ্টি বলা যায়। 

বড় বড় গাছের গোড়ায় বা বড় বড় মাঠে অল্প খরচে সেচ দিতে এই প্রযুক্তি সেরা। 

স্প্রিঙ্কলার প্রধানত তিন প্রকার।

১) মিনি স্প্রিঙ্কলারঃ 

২) মাঝারি বা ইম্প্যাক্ট স্প্রিঙ্কলারঃ

৩) বড় স্প্রিঙ্কলার বা রেইন গানঃ 

 

স্প্রিঙ্কলার প্লাস্টিক বা মেটালের হয়ে থাকে। 

ভাল পানির প্রেসার ছড়া স্প্রিঙ্কলার কাজ করে না। 

স্প্রিঙ্কলার এ সাধারণত ফিল্টার লাগে না।

 

তবে মিনি স্প্রিঙ্কলার এর জন্য পানির ফিল্টার লাগবে কিনা সেটা নির্ভর করবে আপনার পানির কোয়ালিটির উপর। আপনার পানিতে যদি কোন ময়লা এবং আয়রনের মত ক্যমিক্যাল না থাকে, তাহলে কোন ফিল্টার লাগবে না। 

সাধারন ময়লা থাকলে স্ক্রিন ফিল্টার ব্যবহার করতে হাবে।

ছবিঃ স্ক্রিন ফিল্টার

আরো ভাল ফিল্টার এর জন্য ডিক্স ফিল্টার ব্যবহার করতে হাবে। 

ছবিঃ ডিক্স ফিল্টার

পানিতে বালি থাকলে স্যান্ড ফিল্টার বা  হাইড্রো-সাইক্লোন ফিল্টার ব্যবহার করতে হাবে। 

ছবিঃ হাইড্রো-সাইক্লোন ফিল্টার
ছবিঃ স্যান্ড ফিল্টার
ছবিঃ আয়রন ফিল্টার

পানিতে আয়রনের মত ক্যমিক্যাল আয়রন ফিল্টার ব্যবহার করতে হাবে। তবে আল্প পরিমানে থাকলে স্যান্ড ফিল্টার ব্যবহার করলে কাজ হবে।

YouTube player
YouTube player
YouTube player

Need Automation for your project?

Our AI & IoT expert team members are ready to support your project

YouTube player

Our Ready Package for your Garden

Item added to cart.
0 items - ৳ 0.00