স্প্রিনক্লার ইরিগেশন সিস্টেম আধুনিক অটোমেশন ইরিগেশনের জনপ্রিয় একটা পদ্ধতি। এটার মাধ্যমে আপনারা আপনাদের বাসার সামনের ছোটো বাগানে বা লনে ব্যবহার করতে পারেন। এছাড়া সবজির জমিতে, খেলার মাঠের ঘাস গুলোকে সতেজ রাখতে এবং যারা নার্সারি মালিক আছেন তারা তাদের নার্সারিতে ব্যবহার করতে পারেন। যেহুতু এটা ৪৫ ফিট বাই ৪৫ ফিট পানি ছিটাইতে সক্ষম এবং ৩৬০ডিগ্রি ঘুরতে পারে সেহেতু এটা একটা জায়গায় রেখেই আপনি অনেকটা জায়গায় পানি দিতে পারবেন। এটাতে স্ট্যান্ড ব্যবহার করলে বিভিন্ন জায়গায় সরিয়ে পানি দিতে পারবেন যার ফলে আপনাদের পরিশ্রম অনেকটাই কমে যাবে, খরচের ও সাশ্রয় হবে অনেক। অন্য সময়ের তুলনায় পানি অপচয় ও কম হবে যাবে। তাই সল্প খরচে আপনারা স্প্রিংকলার ব্যবহার করে খুব সহজেই ইরিগেশন দিতে পারবেন ইনশাল্লাহ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:www.dripirrigation.com.bd অথবা পরামর্শ পেতে কথা বলুন নিচে দেওয়া নাম্বারে: WhatsApp available
01324445400