ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেডের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের থেকে যে সকল সার্ভিস সমূহ পাবেনঃ-
ড্রিপ ইরিগেশন সিস্টেমঃ-
————————
১. ছাদবাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেম।
২. মাঠ ফসলে ড্রিপ ইরিগেশন সিস্টেম।
৩. হাইড্রোপনিক্স পদ্ধতিতে ফসল চাষে ড্রিপ ইরিগেশন সিস্টেম।
ফগার ইরিগেশন সিস্টেমঃ-
————————-
১. মাশরুম সেডে ফগার ইরিগেশন সিস্টেম।
২. গরুর সেডে ফগার ইরিগেশন সিস্টেম।
৩. ব্রয়লার সেডে ফগার ইরিগেশন সিস্টেম।
৪. অর্কিড সেডে ফগার ইরিগেশন সিস্টেম।
৫. রেস্টুরেন্টে ফগার ইরিগেশন সিস্টেম।
৬. শপিং মলে সবজি সতেজ রাখতে ফগার ইরিগেশন সিস্টেম।
৭. বীজ তলায় ফগার ইরিগেশন সিস্টেম।
৮. হাইড্রোপনিক্স পদ্ধতিতে গরুর ঘাস উৎপাদনে ফগার ইরিগেশন সিস্টেম।
স্প্রিংকলার ইরিগেশন সিস্টেমঃ-
——————————
১. সবজি চাষে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম।
২. গলফ মাঠে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম।
৩. গরুর ঘাস চাষে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম।
৪. খেলার মাঠে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম।
৫. বাসার লনে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম।
৬. গরু এবং মুরগি সেডের উপরে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম।
আধুনিক সেচ পদ্ধতির এই সকল প্রযুক্তি গুলো যে ভাবে কাজ করেঃ-
★ ড্রিপ ইরিগেশন সিস্টেম বা বিন্দু সেচ পদ্ধতিঃ-
——————————————
ড্রিপ ইরিগেশন সিস্টেম বা বিন্দু সেচ পদ্ধতি ২ প্রকারঃ-
১.অনলাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম।
২. ইন-লাইন ড্রিপ ইরিগেশন।
★অনলাইন ড্রিপ ইরিগেশন সিস্টেমঃ- এই পদ্ধতিতে পাইপ এবং ড্রিপার নজেল আলাদা থাকে। একটি পানির ট্যাংকি এবং মোটরের লাইনের সাথে পাইপ সংযুক্ত করে দিয়ে তার সাথে ড্রিপার নজেল যুক্ত করে গাছের গোড়ায় দেওয়া হয় এবং সেই ড্রিপার নজেলের মাধ্যমে বিন্দু বিন্দু ভাবে গাছের গোড়ায় পানি পড়তে থাকে এই পদ্ধতিকে অনলাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম বলা হয়।
★ ইন-লাইন ড্রিপ ইরিগেশন সিস্টেমঃ- এই পদ্ধতিতে পাইপের মধ্যেই ড্রিপার সেট করা থাকে। এটি সরাসরি পানির একটি লাইনের সাথে যুক্ত করে গাছের সারিতে বিছিয়ে দেওয়া হয় এবং সেটা থেকে বিন্দু বিন্দু ভাবে পানি পড়ে সারিটাকে ভিজেয়ে দেওয়া হয় এই পদ্ধতিকে ইন-লাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম বলা হয়।
★ ফগার ইরিগেশন সিস্টেম বা কুয়াশা সেচ পদ্ধতিঃ-
———————————————-
এই পদ্ধতি ব্যবহার হয় তাপমাত্রা এবং আদ্রতা নিয়ন্ত্রণের জন্য। মোটরের মাধ্যমে প্রেসারের দিয়ে পানিকে কুয়াশার মতো করে একটি ফগার নজেলের মাধ্যমে স্প্রে করা হয়। এটার মাধ্যমে সেডের বা ঘরের তাপমাত্রা ৭-৮ ডিগ্রি কমিয়ে আনা হয়। পানিকে কুয়াশার মতো স্প্রে করে তাপমাত্রা নিয়ন্ত্রণের এই পদ্ধতিকে ফগার ইরিগেশন সিস্টেম বলা হয়।
★ স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম বা বৃষ্টি সেচ পদ্ধতিঃ-
———————————————–
এই পদ্ধতিতে এক জায়গা থেকে অনেকটা জায়গায় পানি দেওয়া সম্ভব। মোটরের প্রেসারের দ্বারা একটি স্প্রিংকলার নজেলের মাধ্যমে পানিকে উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়। যার ফলে গাছ গুলো সতেজ থাকে এবং এক জায়গা থেকে অনেক গুলো গাছে পানি দেওয়া সম্ভব হয়। এটির জন্য পানির প্রেসার অনেক গূরত্বপূর্ণ। এই যে পানিকে বৃষ্টির মতো উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয় এই পদ্ধতিকে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম বলা হয়।
আমাদের অফিসিয়াল ওয়েবসাইটঃ-
www.dripirrigation.com.bd
আমাদের অফিস ব্রাঞ্চঃ
ঢাকা অফিসঃ
মোবাইল: ০১৩২৪-৪৪৫৪০০
ঠিকানা : ৬৪/৪, কল্যানপুর মেইন রোড, ঢাকা-১২১৬
চট্টগ্রাম অফিসঃ
মোবাইল: ০১৩২৪-৪৪৫৩৯৯
ঠিকানা: ২০২, মেয়র গলি, ষোলশহর, চট্টগ্রাম-৪২০৯
#dripirrigation_com_bd
#বিন্দুসেচ_ইরিগেশন
#বিন্দুসেচ