ড্রিপ ইরিগেশন – জীবন রক্ষায় স্যালাইন, গাছ রক্ষাও স্যালাইন।

ড্রিপ ইরিগেশন –
জীবন রক্ষায় স্যালাইন, গাছ রক্ষাও স্যালাইন।
★ ছাদ বা বসতবাড়ির ফল বাগানে অনক সময় গাছের গোড়ায় পানি দ্রুত শুকিয়ে যায়। বার বার পানি দিতে হয়। এতে সময়, শ্রম এবং খরচ বেড়ে যায়। অন্যদিকে সুষম সেচের অভাবে গাছের বৃদ্ধি ও উন্নয়ন ব্যহত হওয়ায় তা থেকে কাংখিত ফলন পাওয়া যায় না। এজন্য ফল বাগানে ড্রিপ ইরিগেশন বা ড্রপ সেচ খুবই কার্যকরী এবং বিশ্বব্যাপী সমাদৃত একটি সেচ পদ্ধতি। এ পদ্ধতিতে এক সাথে সেচ এবং সারও (লিকুইড আকারে) প্রদান করা যায়। এতে গাছের বৃদ্ধি, উন্নয়ন ও ফলন ভাল হয়। বাণিজ্যিক বা বড় বাগানে ড্রিপ সেট ইনস্টল করে নিতে হয়। তবে ছোট পরিসরে বা ছাদে প্লাস্টিকের বোতল, বয়াম বা স্যালাইনের বোতল ব্যবহার করে সহজেই এই ড্রিপ সেচ দেওয়া যায়। স্যালাইনের বোতলের তলায় ছিদ্র করে তাতে পানি ভরে গাছের সাথে বা তার পাশে গেড়ে দেওয়া একটা খুটিতে বোতল উল্টিয়ে ঝুলিয়ে দিতে হবে। এ সময় স্যালাইন বোতলের সংলগ্ন টিউবের সূঁচের অংশটুকু খুলে দিতে হবে এবং কন্ট্রোল সুইচ দিয়ে পানির গতি এ্যাডজাষ্ট করে টিউব বা তারের শেষ প্রান্ত গাছের গোড়ায় স্থাপন/ঝুলিয়ে করে দিতে হবে। যে কোন ক্লিনিক বা হাসপাতালে যোগাযোগ করলে সহজেই স্যালাইনের বোতল তার বা টিউব সহ পাওয়া যাবে।
★ সতর্কতা – পরিষ্কার পানি বা আলাদা পাত্রে সঠিক মাত্রায় সার গুলিয়ে এবং ছেকে তা বোতলে দিতে হবে। নইলে বোতলের টিউব বন্ধ হয়ে যেতে বা সারের মাত্রা বেশী হলে গাছের ক্ষতি হতে পারে।
উদ্দেশ্যে –
★গাছের সুষম বৃদ্ধি ও উন্নয়নের জন্য সুষম সার ও সেচ প্রদান।
★ গাছের ফুল ও ফল টেকানো।
★ ফসলের ফলন বৃদ্ধি ও মান উন্নয়ন।
★ নিয়ন্ত্রত সেচ ও সার ব্যবস্থাপনা।
★ সেচ ও সারের সাশ্রয়।
★ Drip Irrigation and Fertigation
★ Pest Control
* ছাদ বাগানে সবজে সেচ দেওয়া ও পরিচর্যা করা।
★ Emergency Service.
★ ব্যবহৃত উপকরণ- স্যালাইনের ফেলে দেওয়া বোতল ও টিউব।
★ মাল্টা, কমলা এবং আম টেকানোর জন্য সলুবর বোরন, লিবরেল জিংক, ইউরিয়া সলুউশন এবং ড্রিপ ইরিগেশন।

7

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00