ড্রিপ ইরিগেশন এর মধ্যেমে পানি ও সার এর অপচয় কমানো সম্ভব

আমরা কি কখনো ভেবে দেখেছি প্রতিনিয়ত আমরা কি পরিমাণ পানি ব্যবহার করে থাকি। একজন মানুষ প্রতিনিয়ত প্রায় 50 লিটার পানি ব্যবহার করে থাকে। এছাড়া বিভিন্ন প্রয়োজন বা অপ্রয়োজনে পানি ব্যবহার করে থাকে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বা বাংলাদেশের অনেক এলাকায় মানুষ পানির সমস্যায় ভুগছে। যেমন, উত্তরঅঞ্চল, সাতক্ষীরা, কালিগঞ্জ এসব এলাকায় পানির অনেক সমস্যা দেখা যায় এলাকার মানুষ বারোমাসি পানি কিনে খায়। ফসল চাষের জন্য উচ্চমূল্যে সেচ খরচ দিয়ে পানি ব্যবহার করছে। এজন্য আমরা যদি এখনো পানি অপচয় করা বন্ধ না করি তাহলে আমাদের অনেক সমস্যা সমুখি হতে হবে।এ জন্য আমাদের উচিত পানির অপচয় কমানো।

ড্রিপ ইরিগেশন

বাংলাদেশের পানি অপচয় এর বড় মাধ্যম হচ্ছে ফসলের মাঠ বা ফলের বা ছাদ বাগান। ফসল উৎপাদনের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 96% মিঠা পানি ব্যবহার করে কৃষি কাজের জন্য। আর আমরা সেই ফসলের মাঠে পানি ভরে দিয়ে সেচ দিয়ে থাকি। এর মাধ্যমে অনেক পানি অপচয় হয়ে থাকে। আবার সেই পানির সাথে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক মিশিয়ে ব্যবহার করে থাকি। এর ফলে পরিবেশ ও পানি দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছে। সেই সাথে অনেক বেশি পরিমাণে অপচয় হচ্ছে কীটনাশক ও সার। অতিরিক্ত সার ব্যবহার করার জন্য আমাদের জমির উর্বরতা দিনে দিনে কমে যাচ্ছে। অন্যদিকে কীটনাশক এর ক্ষতিকর প্রভাব আমরা সবাই জানি। এজন্য আমাদের উচিত ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করা। এই সিস্টেমের মাধ্যমে পানি ও সার এর অপচয এবং শ্রমিক খরচ ও কমে যাবে।

একারনে পানির অপচয় কমানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করছে। আমরা যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছি তা হলে এ দিক থেকে কেন পিছিয়ে থাকবো। ড্রিপ ইরিগেশন এর সব রকম উপকরণ পাবেন www.dripirrigation.com.bd ওয়েবসাইটে।

1 thought on “ড্রিপ ইরিগেশন এর মধ্যেমে পানি ও সার এর অপচয় কমানো সম্ভব”

  1. খুব ভালো উদ্যোগ আমি ভীষন আগ্রহী আপনাদের ১০০০ টাকার প্যাকেজ নিতে আগ্রহী

    Reply

Leave a Reply

Item added to cart.
0 items - ৳ 0.00