আসসালামু আলাইকুম, ড্রিপ ইরিগেশন টিম এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছে ও অভিনন্দন।
আপনারা জারা বাস-ভবনে বিভিন্ন চারা গাছ, ফুল গাছ রোপন করেন,ভিন্ন ভিন্ন প্লট করে ভিন্ন ভিন্ন আইটেমের সবজি চাষ করেন,কিন্ত পানি দিতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়,তারা কম বাজেটে স্প্রিনকলার সেট-আপ করে নিতে পারেন। একবার কম বাজেটে স্প্রিনকলার সেট-আপ করে নিলে পানি দেয়া নিয়ে কোন ধরনের সমস্যায় ভুগতে হবেনা।
গাজীপুর জেলার নানাইয়া বাজার নামক এলাকায় একটি বাস-ভবনে এরকম একটি সুন্দর পরিবেশে, বিভিন্ন চারা গাছ ও ফুল গাছের চারা রোপন করা হয়েছে। কিন্তু এই জমির মালিক তার জমিতে পানি দেয়া নিয়ে সমস্যায় ভুগছিলেন। তারপর তিনি তার সমস্যা নিয়ে যোগাযোগ করেন আমাদের (ড্রিপ ইরিগেশন) টিমের সাথে। আমরা তাকে কম বাজেটে স্প্রিনকলার সেট-আপ করার পরামর্শ করি, এবং তিনি এটা চালু করতে আগ্রহ হন।
তারপর আমাদের টিম সরাসরি পৌছে যায় তার জমিতে, তারপর মার্কিং এর কাজ শুরু করি। জমিটা পরিমাপ করে যে সকল পয়েন্ট গুলোতে স্প্রিনকলার সেট-আপ করলে তার পুরো জমিতে পানি পৌছে যাবে সে সকল পয়েন্ট গুলো চিহ্নিত করি। এবং প্লাম্বারের সাহায্যে মেইন লাইন করে নেই। তারপর পরিমান মত উচ্চতায় স্প্রিনকলার সেট-আপ করে কাজ শেষ করি।
সুবিধা: চারা গাছে পানি দেয়ার জন্য ম্যানুয়াল ভাবে যে স্রম দরকার ছিল সেই স্রম এর কোন দরকার হচ্ছেনা। মটর চালু করে দিলে অটোম্যাটিক ভাবে পানি ছরিয়ে দিবে নির্দিষ্ট এরিয়া জুড়ে। এই সিস্টেম চালু করার ফলে পানি অপচয় কমে জাচ্চে প্রায় ৫০%। এবং বিদ্যুৎ অপচয় কমে জাচ্ছে।
আপনার জমিতে চালু করুন পানি দেয়ার একটি আধুনিক সিস্টেম, ড্রিপ ইরিগেশন সিস্টেম।
যোগাযোগ: 01919751842
01919751841
01919751843