আনারস বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে সেচ ব্যবস্থা

YouTube player
আনারস বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে সেচ ব্যবস্থা।
আনারসের সাথে ফসল চাষ:
আনারসের সাথে অনায়াসে আদা, সয়াবিন, হলুদ, সরিষা, কলাই, কচু ইত্যাদি ফসল হিসেবে চাষ করা যায়।
সেচ ও আগাছা ব্যবস্থাপনা:
শুকনো মৌসুমে আনারস ক্ষেতে সেচ দেওয়া দরকার। তাছাড়া বর্ষাকালে যাতে অতিরিক্ত পানি না জমে সে ব্যবস্থা করতে হবে। চারা বেশি লম্বা হলে ৩০ সে.মি পরিমান রেখে আগার পাতা সমান করে কেটে দিতে হবে। আগাছা আনারসের খুবই ক্ষতি করে। বছরে অন-তঃ দু’বার আগাছা পরিষ্কার করতে হবে; একবার আগষ্ট-সেপ্টেম্বর মাসে ফল সংগ্রহ করার পর ও দ্বিতীয় বার অক্টোবর-নভেম্বর মাসে। জমিতে সেচ প্রদান এবং সার প্রয়োগের পর মালচিং করে নিলে জমি আগাছা মুক্ত থাকে। আগাছা দিয়ে মালচিং করার পর একসময় পচে জৈব সার হিসেবে মাটিতে যুক্ত হয় এবং এতে করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
ফসল তোলার সময়:
চারা রোপণের ১৫-১৬ মাস পর জ্যৈষ্ঠ থেকে মধ্য ভাদ্র মাসে সংগ্রহ করতে হয়।
ড্রিপ ইরিগেশন সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.dripirrigation.com.bd

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00