আদ্রতা এবং তাপমাএা নিয়ন্ত্রণে ফগার ইরিগেশন সিস্টেম।

এই আধুনিক প্রযুক্তির ইরিগেশন সিস্টেমটি ৩৬০ ডিগ্রিতে কুয়াশার মতো পানি স্প্রে করে অতিরিক্ত গরমের সময় পরিবেশ ঠান্ডা করে ও সেড বা ঘরের আদ্রতা ঠিক রাখে, যেটা মাশরুমের জন্য খুবই গুরত্বপূর্ণ। শুধুমাত্র হাতের মাধ্যমে পানি দিয়ে ঘরের আদ্রতার নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। কিন্তু ফগারের মাধ্যমে পুরো ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব অল্প সময়ের মধ্যেই। তাই যারা মাশরুম চাষ করছেন বা অন্য কাজ গুলো করবেন বলে চিন্তা করছেন তাদের জন্য এই ফগারের আধুনিক ইরিগেশন প্রযুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। যে সকল স্থানে ফগিং ইরিগেশন ব্যবহার করা যায়।

১. মাশরুম সেড।
২. গরুর সেড।
৩. ব্রয়লার সেড।
৪. অর্কিড সেড।
৫. রেস্টুরেন্ট।
৬. শপিংমলে সবজি সতেজ রাখতে।
৭. বিভিন্ন ফ্যাক্টরি।
৮. ক্যাকটাস সেড।
৯. বাসার ছাদে।
১০. চারা বীজতলা ইত্যাদি।
এই সকল জায়গা ছাড়াও বিভিন্ন জায়গায় গরমের তাপ ও আদ্রতা থেকে রক্ষা পেতে ফগিং ইরিগেশন ব্যবহার করা হয়।

কেন আমাদের এই পণ্যটি ব্যবহার করবেন?

বাজারে পাওয়া বেশিরভাগ ফগার খুব অল্প পরিমাণ পানি বাষ্পে পরিণত করতে পারে। এবং এর জন্য খুবই শক্তিশালী মোটর প্রয়োজন হয়। কিন্তু আমাদের এই প্রযুক্তি সাধারণ বাসাবাড়ির মটর দিয়ে চালানো সম্ভব। একটিমাত্র ফগার ব্যবহার করে চারিদিকে আপনি 5 থেকে 10 ফিট পর্যন্ত এরিয়া কভার করতে পারবেন। ফলে খুবই অল্প খরচে এবং বলতে গেলে বিনা পরিশ্রমে আপনার মাশরুমের যত্ন নিতে পারবেন। এমনকি আপনি চাইলে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম করে নিতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে আপনার মোবাইল থেকে নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করতে পারবেন।এমনকি আমাদের সেন্সর ভিত্তিক অটোমেশন সিস্টেম রয়েছে। অর্থাৎ আপনার কিছুই করা লাগবে না। যখন ঘরের আদ্রতা কমে যাবে অটোমেটিক চালু হবে।

খরচ কেমন?

এর কাজের কথা চিন্তা করলে অনেক টাকা খরচ করা উচিত। কিন্তু আমাদের এই পণ্যটি মাত্র 250 টাকা। অর্থাৎ একটি বড় ঘরের জন্য আপনি যদি 10 টি প্রয়োজন হয় তবে, মাত্র আড়াই হাজার টাকা প্রয়োজন। এর সাথে কিছু পাইপ প্রয়োজন হয় যার মাধ্যমে ফগার ও মটর কানেক্ট করা হয়। এছাড়া পানির কোয়ালিটি ভালো না হলে ফিল্টার ব্যবহার করা জরুরি।

আর কোথায় আর ব্যবহার আছে?

এ পণ্যটি আধুনিক গ্রিনহাউসে ব্যবহার করা হয়। গরুর খামার ঠান্ডা করার কাজে খুবই উপকারী। বিভিন্ন রেস্টুরেন্টে বসার জায়গায় একটু শীতল পরিবেশ করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া যারা হজ্জ করতে গিয়েছেন তারা দেখেছেন মক্কা-মদিনায় গরমের ভিতর কিভাবে এই কুয়াশা পদ্ধতি ঠান্ডা করা হয়।

YouTube player

আমাদের অফিসিয়াল ওয়েবসাইটঃ-
www.dripirrigation.com.bd

আমাদের অফিস ব্রাঞ্চঃ
ঢাকা অফিসঃ
মোবাইল: ০১৯১৯-৭৫১৮৪৫
ঠিকানা : ৬৪/৪, কল্যানপুর মেইন রোড, ঢাকা-১২১৬

চট্টগ্রাম অফিসঃ
মোবাইল: ০১৯১৯-৭৫১৮৪২
ঠিকানা: ২০২, মেয়র গলি, ষোলশহর, চট্টগ্রাম-৪২০৯প

#dripirrigation_com_bd

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00