Generic filters
Filter by Custom Post Type

মোটরের সুইজ অন করার মাধ্যমে ইরিগেশন

আসসালামু আলাইকুম,
বরাবর এর মতই ড্রিপ ইরিগেশন বিডি টিম এর পক্ষ থেকে প্রাকৃতিক প্রেমি ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আলোচনা করছি কিভাবে মোটরের সুইজ অন করার মাধ্যমে ইরিগেশন সিস্টেম সেটাপ করা সম্ভব।

দুই বেলা পানি দিতে আর ছাদে ওঠার প্রয়োজন নেই। ঘরে বসেই মোটরের সুইজ অন করার মাধ্যমে ইরিগেশন কাজ সম্পন্ন হচ্ছে বালুচারার এই ছাদ বাগানটিতে।

YouTube player

চট্টগ্রাম জেলার বালুচারা নামক এলাকায় এই ছাদ বাগানে সেটাপ করা হয়েছে আধুনিক ইরিগেশন সিস্টেম। যেখানে ছাদটিতে রয়েছে ফল, ফুল ও বিভিন্ন রকমের সবজি সহ রয়েছে প্রায় ৮৫টির মত ছোট বড় টব/ ড্রাম। দিনে দুইবার লতা পাইপ টেনে প্রতিটি টব এর গোরায় গোরায় দিতে হত পানি। এক ইঞ্চি ডায়ার লতা পাইপ থেকে যে মাত্রায় পানি পরে সেই মাত্রার পানি একটি ছোট ফুলের টবের জন্য সামঞ্জস্য নয়। যার কারনে বড় ড্রামের ফল গাছ গুলো বেচে গেলেও জীবন হারাতে হত ছোট ছোট ফুল গাছের। পুরো ছাদ বাগানটিতে পানি দেয়ার জন্য পানি অপচয় এর মাত্রাও ছিল বেশি।

Holding water rubber hose tube. Watering


এই ছাদ বাগানটিতে ইরিগেশন দেয়ার জন্য সেটাপ করা হয়েছে আধুনিক ড্রিপ ইরিগেশন। যার ফলে মেইন লাইন, সাব লাইন, ও ড্রিপার এর সাহায্যে প্রতিটি টবের জন্য পৌছে যাচ্ছে বিন্দু বিন্দু পরিমান পানি। যেটা গাছের জন্য খুবই কার্যকারি।

কাজের বিবরনঃ
এই ছাদ বাগানে পানি দেয়ার জন্য ১” যে লতা পাইপ ব্যাবহার করা হত সেই পাইপ থেকেই অল্প খরচে সহজে আমরা ড্রিপ ইরিগেশন এর জন্য একটি শাখা লাইন বের করে নেই।
একটি ইলেক্ট্রিক ভাল্ব ব্যাবহার করি যার ফলে মটর এর সুইজ অফ করার সাথে সাথেই ভাল্বটিও বন্ধ হয়ে যায়। ফলে গ্রাভিটির প্রভাবে পানি লাইনে পানি আসা থেকে বিরত থাকে।


ভাল্ব এর পরেই একটি ডিস্ক ফিল্টার ব্যাবহার করি যাতে পানিতে থাক আয়রন ও জীবানু গাছের গোড়ায় পৌছাতে না পারে।
একটি ট্যাপ কানেক্টর এর সাহায্যে আমরা টব এর সারি বরাবর ১৬ মিঃমিঃ মেইন লাইন গুলো সংযোগ করি।
ফিডার লাইন ও স্ট্যান্ড এর সাহাযে প্রতিটি টবে একটি করে ড্রিপার সেট করি।
ইলেকট্রিক ভাল্ব এর সাথে মটর ও মেইন লাইন যুক্ত করে আমাদের কাজ সম্পন্ন করি।

আরো আধুনিক ইরিগেশন সিস্টেম রয়েছে আমাদের কাছে। স্মার্ট ফোনের মাধ্যমেও এই সিস্টেম টি কন্ট্রোল করা সম্ভব।

ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842
ধন্যবাদ।

Leave a Reply

Item added to cart.
0 items - ৳ 0.00