মুলত সবজি ক্ষেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেয়া হয় তখন তাকে বলে মালচ। আর এ পদ্ধতিটি কে বলে মালচিং। এ পদ্ধতিতে মাটিতে পরিমান মত খাবার দিয়ে জমিতে সারি করতে হয়। এর পরে পলিথিন দিয়ে ঢেকে দেয়া হয়, ফলে বাইরে থেকে কোন ছত্রাক অথবা রোগবালাই সবজি চারায় আক্রমন করতে পারেনা। বিষক্তমুক্ত সবজি চাষ এর ক্ষেত্রে মালচিং পদ্ধতি খুবই কার্যকরী।
চাষে বাণিজ্য ও আধুনিকীকরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিক মালচিং-এর ব্যবহার জনপ্রিয় হচ্ছে। এটি আধুনিক চাষাবাদের একটি উন্নত পদ্ধতি। এর ফলে ফসলের দ্রুত বৃদ্ধি হয়। তাছাড়া, ভাল ফলনের জন্য মাটি ঢেকে দিয়ে আবাদের অনুকুল পরিবেশ তৈরি করা হয়। মাটির রস সংরক্ষণে এবং আগাছার যন্ত্রণা থেকে থেকে মুক্তি পেতে হাজার বছর ধরেই আমাদের পূর্বপুরুষেরা মালচিং এর ব্যবহার করে আসছিলো।
মালচিং ব্যাবহার এর উল্লেখযোগ্য সুবিধাঃ
1.মাল্চ, মোটামুটি প্রশস্ত স্তরে পাড়া, আগাছা বৃদ্ধি কমায় বেশ কয়েকবার.
2 এই পদ্ধতি ব্যবহার করে জল কমিয়ে দেয় , যেহেতু আর্দ্রতা এবং মাইক্রোফ্লোরা মাল্চের নীচে ধরে রাখা হয়।
3. মাল্চ ব্যবহার করে আপনি কম ঘন ঘন মাটি আলগা করতে পারবেন, কারণ উপরের মাটি আলগা থাকে .
4.মাল্চ মাটি রক্ষা করে , থেকে যেমন সূর্যরশ্মিগ্রীষ্মে, এবং শীতকালে তুষার এবং তুষারপাত থেকে, যার ফলস্বরূপ পৃথিবী তাপমাত্রার আকস্মিক পরিবর্তন থেকে এবং উদ্ভিদ মৃত্যুর হাত থেকে সুরক্ষিত থাকে, যা কঠোর শীতে বহুবর্ষজীবী উদ্ভিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
5. মালচিং অনেক সংক্রমণ থেকে উদ্ভিদ রক্ষা করে . এটি এই কারণে যে প্যাথোজেনগুলি প্রায়শই মাটিতে বাস করে এবং মালচ একটি বাধা যা উদ্ভিদকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে।
6.মালচ মাটির গুণমানের উপর উপকারী প্রভাব , এটি পৃথিবীকে ক্ষয়, ধোয়া, হিমায়িত এবং ক্রাস্টিং থেকে রক্ষা করে।
মালচের রয়েছে নানাবিধ উপকারিতা।
মালচ বৃষ্টির জলের গতি হ্রাসের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করে এবং মাটির জল শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, গরম ও ঠান্ডায় মাটির তাপমাত্রায় নিয়ন্ত্রনে ইনসুলেটর হিসেবে কাজ করে, প্রায় বাস্পীভবন ৪০ শতাংশ ইভারেশন হ্রাসের মাধ্যমে মাটিতে প্রচুর পরিমাণে জল ধরে রাখে, উচ্চ তাপমাত্রায় মাটি ফেটে যাওয়া এবং মাটির উপরিভাগে কঠিন স্তর সৃষ্টিতে বাধাদান করে মাটির ভঙ্গুরতা রক্ষার মাধ্যমে কর্ষণে সহায়তা করে, মাটিতে হিউমাস ও জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে, মাটিতে আলো পৌছাঁনোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগাছা বীজের অঙ্কুরোদগমে বাঁধার সৃষ্টি করে এবং অসমতল মালচ শামুক জাতীয় প্রাণিদের চলার পথে বাধা সৃষ্টির মাধ্যমে তাদের তাড়াতে সহায়তা করে।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে পারি বিষমুক্ত সবজি চাষ এর ক্ষেত্রে মালচিং ব্যাবহার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমাদের সবজি চারা গুলোকে বিভিন্ন জীবানু থেকে রক্ষা করতে মালচিং পেপার ব্যাবহার করব এবং বিষমুক্ত সবজি চাষ করব।
মালচিং এর ব্যাবহার, জিও ব্যাগ ও ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842
ধন্যবাদ।