আচ্ছালামু আলাইকুম,
সকলকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা। পাহাড়ি এলাকায় সেচ দিতে নানান ধরনের সমস্যায় ভুগে থাকেন এ দেশের কৃষক ভাইরা। এ সমস্যার সমাধানে পার্বত্যা অঞ্চলে একটি পাহাড়ের ঢালে ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ করা হয়েছে।
পাহাড়ি এলাকায় চাষাবাদ করার সব থেকে বড় সমস্যা হল, সেচ দেয়া। কোন বড় বাগানে শ্রমিকদের দিয়ে সেচ দেয়ার ফলে, প্রচুর পরিমানে পানি অপচয় হয়। পার্বত্য অঞ্চলের কিছু কিছু স্থানে প্রায় ৭০০-৮০০ ফিট গভীরে গিয়েও ঠিকভাবে পানি পাওয়া জায়না। এ কারনেই পাহাড়ের ঢালে ড্রিপ ইরিগেশন সিস্টেম টি খুবি কার্যকারি।
আমরা ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ করেছি রাঙামাটি জেলার মানিকছড়ি ইউনিয়ন এর শুকর উন্নয়ন ফার্ম সংলগ্ন একটি পাহাড়ি জমিতে। যেখানে জমিটির উচ্চতা ছিল প্রায় ১০০ ফিট এর অধিক।
এই জমিটিতে পিলার সিস্টেম এর মাধ্যমে ড্রাগন চাষ করা হবে। যেখানে একটি পিলার থেকে অন্য পিলারের দূরত্ব রাখা হয়েছে প্রায় ১০ ফিট করে।
কাজের বিবরনঃ
• প্রথমে আমরা এই জমিটি ভিজিট করি এবং মেইন লাইন করার নির্দেশনা দিয়ে থাকি।
• অতঃপর আমাদের প্লানিং অনুযায়ী জমিটিকে তিনটি প্লটে বিভক্ত করে নেই। এবং তিন প্লটের জন্য তিনটি মেইন লাইন স্থাপন করি।
• যেহেতু আমাদের ইরিগেশন টিউব গুলোর ডায়া ১৬ মি.মি. তাই আমরা মেইন লাইনটিকে ১৬ মি.মি ডায়ার ছিদ্র করে নেই। প্রতিটি সারির জন্য একটি করে ইরিগেশন টিউব টানা হয়েছে।
• বাইপাস কানেক্টর ও ওয়াসার এর মাধ্যমে আমরা ইরিগেশন টিউব গুলো কানেকশন করে দেই।
• প্রতিটি ইরিগেশন টিউব এর শেষ প্রান্ত হেডলক এর সাহায্যে বন্ধ করে দেই।
• প্রতিটি পিলার এর গোড়ায় ইরিগেশন টিউব পাঞ্চটুল এর সাহায্যে ছিদ্র করে একটি করে ড্রিপার সেটা করে দেই।
মন্তব্যঃ পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানেই পানির লেয়ার অনেক গভীরে, খাবার যোগ্য পানি পেতে প্রায় ৬০০-৭০০ ফুট গভীরে যেতে হয়। এত গভীরে পানির লেয়ার পরেও দেখা যায় অনেক সমস্যা। পর্যাপ্ত পরিমানে পানি পাচ্ছেনা কৃষক ভাইরা। যেখানে পানি নিয়ে এত সংকট সেখানে পানি অপচয় করা একদমি বেমানান।
তাই আপনার জমিতে পানি দিতে ব্যাবহার করুন ড্রিপ ইরিগেশন সিস্টেম। পানি অপচয় রোধ করুন। পানি অপচয় না করে পাহাড়ের ঢালে ব্যাবহার করুন ড্রিপ ইরিগেশন সিস্টেম।
ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842
ধন্যবাদ।