অল্প খরচে অটোমেটিক ড্রিপ ইরিগেশনের সেচ পদ্ধতি।

আসসালামুওলাইকুম।

আমরা সকলেই জানি পানির অপর নাম জীবন। পানি আমাদের জন্য অনেক বড় মূল্যবান একটি সম্পদ।পানি ছাড়া আমাদের জীবন বাঁচানো অসম্ভব। আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজ ছাড়াও পানি আমরা অনেক কাজে ব্যবহার করি। প্রতিটা জীবের টিকে থাকতে হলে পানির প্রয়োজন। তার মধ্যে অনেক গূরত্ব ব্যপার হলো নিজেদের শখের গাছ গুলোকে প্রতিনিয়ত সঠিক পরিমাণে পানি দিয়ে বাঁচিয়ে রাখা। কিন্তুু গবেষকদের মতে পৃথিবী ধীরে ধীরে পানি শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কেউ প্রয়োজন ছাড়া পানি অপচয় করবো না। আমরা আমাদের শখের গাছ গুলোতে প্রয়োজন মতো পানি দিব। প্রয়োজনের বেশি পানি দিলে গাছ মারা যাবে, গাছের রোগ বৃদ্ধি পাবে এবং সব থেকে যে বড় সমস্যার মধ্যে আমরা পরবো তা হলো খুব দূরতো আমরা পানি শূন্যতায় পরে যাব। সেই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের ছাদবাগানের গাছ গুলোতে সঠিক পরিমানে পানি দিতে হবে এবং মাঠ ফসল গুলোতে ও ভাসিয়ে সেচ না দিয়ে প্রতি গাছের প্রয়োজন মতো পানি দিতে হবে। তাহলে আমরা পানির অপচয় রোধ করতে পারবো ইনশাল্লাহ। এই সকল বিষয়কে ঘিরে Drip Irrigation BD নিয়ে এসেছে অটোমেটিক ইরিগেশন পদ্ধতি যেটা বিন্দু বিন্দু আকারে আপনাদের প্রতি গাছে পানি পৌছায়ে দিবে। Drip Irrigation BD মূল লক্ষ পানির অপচয় রোধ করে প্রতিটা গাছের গোড়ায় সঠিক পরিমাণে পানি পৌছায়ে দেওয়া। Drip Irrigation BD ছাদবাগানিদের জন্য এবং মাঠ চাষিদের জন্য খুবই সল্প খরচে নিয়ে এসেছে অটোমেটিক ইরিগেশনের সকল ব্যবস্থা। আধুনিক ইরিগেশন এখন সকলের হাতের মুঠোয়। আধুনিক সেচ ব্যবস্থা দিয়ে অর্থ,সময় ও শ্রম বাঁচিয়ে কৃষি কাজে বিল্পব ঘটাতে Drip Irrigation BD আপনাদের সাথে আছে এবং থাকবে সবসময় ইনশাল্লাহ।

বিন্দু বিন্দু সেচ পদ্ধতি ২ প্রকারঃ- (১) ড্রিপ ইরিগেশন সিস্টেম (২) ইন-লাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম।

(১)ড্রিপ ইরিগেশন সিস্টেমঃ–
অল্প খরচে এই ইরিগেশনের মাধ্যমে আপনার ছাদবাগানের এবং বাণিজ্যিক ভাবে তৈরি করা ফল বাগানে খুব সহজে সেচ দিতে পারবেন। আপনাকে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় গিয়ে পানি দেওয়ার দরকার নাই। কিছু পাইপ, কানেক্টরের এবং ড্রিপারের মাধ্যমে এই সিস্টেম সেটআপ করে অটোমেটিক ভাবে একই সাথে আপনার সকল গাছে পানি দিতে পারবেন।যে গাছে যেমন পানি প্রয়োজন ড্রিপার নজেলটি ঘুরিয়ে ঘুরিয়ে পানি পড়াকে কম বেশি করে নিতে পারবেন। এই সিস্টেমকে আরো সহজ করতে চাইলে আপনাকে একটা টাইমার ব্যবহার করে অটোমেটিক ইরিগেশন চালু করতে হবে। তাহলে আপনাকে পানি ছেড়ে দিতে ও যাওয়া লাগবে না। টাইমারের মাধ্যমে অটোমেটিক ভাবে পানি চলা শুরু হবে আবার টাইম শেষ হয়ে গেলে পানি পড়া একাই বন্ধ হয়ে যাবে। এটার সেটআপ খুবই সহজ আপনারা নিজেরাই এটা সেটআপ করতে পারবেন।

YouTube player

(২) ইন লাইন ড্রিপ ইরিগেশন সিস্টেমঃ–
অল্প খরচে আপনার মাঠের সারি ফসলে ভাসিয়ে সেচ না দিয়ে বিন্দু বিন্দু সেচের মাধ্যমে প্রয়োজনীয় পানি দিতে পারবেন প্রতিটি চারার গোড়ায়। আপনার ফসলের বেডে একটা মেইন লাইন থেকে এই ফিতা পাইপ গুলো সেটআপ করে দিলে খুবই অল্প সময়ে বেড গুলো বা সারি গুলো ভিজিয়ে দিবে। চারা গুলো প্রয়োজন মতো পানি পেয়ে যাবে। পানির অপচয় রোধ হবে। সাথে মালচিং ব্যবহার করলে একদিন পানি দিলে আপনাকে আর ২/৩ দিন পানি দেওয়া লাগছে না। ভাসিয়ে সেচ দেওয়ার ফলে জমিতে যে ভাবে ঘাসের বৃদ্ধি হতো ইন-লাইন ড্রিপ টেপের মাধ্যমে পানি দিলে ঘাসের বৃদ্ধি বহুমাএায় কমে যাবে। সেই জন্য বলা যায় ভাসিয়ে সেচ দেওয়ার থেকে ইরিগেশনের এই সকল পদ্ধতি ব্যবহার করে আপনার সারি ফসলের মাঠে সেচ দেওয়া অনেক লাভজনক একটি পদ্ধতি।

YouTube player

ড্রিপ ইরিগেশনের এই সকল পদ্ধতির মাধ্যমে আপনার অর্থ, সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে। কৃষক ভাইদের জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম খুবই লাভজনক সেচ পদ্ধতি।

ইরিগেশন বিষয়ক সকল তথ্য জানতে যোগাযোগ করুনঃ–
01919-751845

অথবা ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00