প্রজেক্ট লোকেশনঃ BKMEA ভবন, চাষারা, নারায়নগঞ্জ।
ইরিগেশন সিস্টেমঃ Drip & Sprinkler system with Automation.
বাংলাদেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। তবে এটি সব ক্ষেত্রে বেশি অগ্রসর হলেও ইরিগেশন ক্ষেত্রে খুব একটা ভালো পরিবর্তন হবে উঠে নাই। আমরাই প্রথম যারা দেশের প্রতিটি প্রান্তে স্মার্ট পদ্ধতি ব্যবহার করে ইরিগেশন সিস্টেমকে করেছি আরো উন্নত এবং আরো বেশি সহজ।
চিত্র: Automation system setup.
এই সিস্টেম ব্যবহারে আপনার সুবিধা:
- দিনের নির্দষ্ট সময়ে চালু ও বন্ধ।
- পানির অপচয় রোধ।
- আগাছা জন্মানোর পরিমান প্রায় নেই।
- গাছের গোড়ায় পানি নিশ্চিত।
- হাতে ধরে বাগানে পানি দেওয়ার প্রয়োজন নেই।
- সকল গাছে একই সাথে সেচ দেওয়া।
আর এই সিস্টেমটিকে আমরা একত্রে বলে থাকি অটোমেটিক ইরিগেশন সিস্টেম। অটোমেটিক ইরিগেশন সিস্টেম ব্যবহার আমাদের দেশে তেমন একটা দেখা না গেলেও দেশের বাহির এর ব্যবহার রয়েছে অনেক। এতে যেমন সময় বাঁচে তেমন পানি দেওয়ার কোনো চিন্তা ও থাকে না। কারন নিদিষ্ট সময়ে যে নিজে নিজেই চালু হয়ে পানি দিতে পারে। এবং শেষে নিজে বন্ধও হয়ে যেতে পারে। যাদের অনেক গাছে একই সাথে সেচ দিতে চাই এবং সময় সল্পতার কারনে দিতে পারি না। তাদের জন্য এই Automation system. এটি একটি সময় সাছ্রয়ী সেচ পদ্ধতি।
চিত্রে যে ছবিটি দেখা যাচ্ছে তা BKMEA এর একটি ভাটিক্যাল গাডেন। এটি প্রায় ৪০ ফিট উচু এবং ৩০ ফিট চওড়া। এই গাডেনে প্রতি গাছে পানি নিশ্চিত করা খুবই কষ্টকর। এক্ষেত্রে আমাদের দক্ষ টিম গোটা সিস্টেমটাকে অটোমেটিক ইরিগেশন সিস্টেম এর আওতায় নিয়ে আসে। এবং আমারা একইসাথে সকল গাছের গোড়ায় পানি নিশ্চিত করতে সক্ষম হই। এ ধরনের গাডেনে পানি প্রতিটি গাছের গোড়ায় পৌঁছে দেওয়া একটি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। এখানে আমরা ব্যবহার করেছি PC dripper যা প্রতি ঘন্টায় ৪ লিটার পানি দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিটি টবের জন্য একটি করে ড্রিপার ব্যবহার করা হয়। যা যুক্ত থাকে আমাদের ১৬মিলি পাইপের সাথে। আর এটি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় Solenoid Valve. যা পানির প্রবাহ বন্ধ ও খোলা রাখে। আর এই ভাল্ব কন্ট্রোল করে আমাদের অটোমেটিক টাইমার।এরকম যুগ উপযোগি ইরিগেশন সিস্টেম ব্যবহার করে আমরা আপনার বাগানকে করবো আরো সুন্দর ও আরো সবুজ।এই সিস্টেম সেটাপ এ Drip irrigation এর expert রা রয়েছেন। যারা খুবই দক্ষতার সঙ্গে এই কাজগুলো করে থাকে।
ভার্টিকাল গার্ডেন ড্রিপ ইরিগেশনের সুবিধা:
* ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে পানি সরাসরি গাছের গোড়ায় পৌঁছে দেওয়া হয়, ফলে জলের অপচয় রোধ করে।
* মাটির আর্দ্রতা ধরে রাখে।
* গাছের পুষ্টি গ্রহণে সহায়তা করে।
* সময় ও শ্রম সাশ্রয় করে।
* মাটির ক্ষয় রোধে সহায়তা করে।
* মাটির আর্দতা ধরে রাখে।
* আগাছা কম জন্মায়।
* গাছের রোগবালাই কম করে।
চিত্র : পপ-আপ স্পিংকলার
স্প্রিঙ্কলার ব্যবহারের সুবিধা:
- কম পানি লাগে।
- সময় বাঁচায়।
- ঘাস বা সবজী সুস্থ রাখে।
- কৃত্রিম বৃষ্টিপাতের তৈরি করে।
- পানির অপচোয় রোধ করে।
এই প্রজেক্টে আমরা ছোট একটি ঘাসের মাঠে পপআপ স্পিংকলার সেটআপ করছি। যা বৃষ্টির মতো ঘাসে পানি দিতে সক্ষম। এটি একটি অত্যাধুনিক সেচ ব্যবস্থা যা পানিকে বৃষ্টির মতো ছিটিয়ে দেয়। পপআপ স্প্রিংলার ইরিগেশন সিস্টেম হচ্ছে আধুনিক ইরিগেশন সিস্টেম এর একটি অন্যতম সেচ প্রযুক্তি। গাছ পালাকে সুস্থ ও সমৃদ্ধভাবে বৃদ্ধি করতে হলে নিয়মিত ও যথাযথ পরিমাণে পানি এবং সার প্রদান অপরিহার্য।এটি কৃত্রিম বৃষ্টি তৈরি করে যা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা ঘাস বা সবজী এর ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি। স্প্রিংকলার সেচ কৃত্রিম বৃষ্টিপাতের অনুরূপ পদ্ধতিতে ফসলে সেচ প্রয়োগ করার একটি পদ্ধতি।