মুলত প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠে বিভিন্ন গাছ-গাছালির কারনে। তাই একটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে বাড়ির চারপাশে লাগানো হয় বিভিন্ন ধরনের গাছ। সেই লক্ষে এখন ভবনের ডিজাইন এর পাশাপাশি এখন ল্যান্ডস্কেপ এর ডিজাইন ও করা হয়। এই ল্যান্ডস্কেপ এরিয়ায় মর্ডান ইরিগেশন নিয়ে বিস্তারিত আলোকপাত করা হল।
প্রথমেই আমরা জেনে নেই একটি ল্যান্ডস্কেপ ডিজাইনে কি কি থাকতে পারে। একটি ল্যান্ডস্কেপ ডিজাইন এ সাধারণত বাড়ির সামনের অংশে লর্ন ঘাস, বাউন্ডারি ওয়ালে বড় ফল গাছ ও বাড়ির ভিতরে প্রবেশ এর রাস্তার পাশে থাকে সারিবদ্ধভাবে বনসাই বা ছোট ফুল গাছ। এবং বড় এরিয়া হলে সবজি চাষ এর জন্য জায়গা নির্ধারণ থাকতে পারে।
এই ল্যান্ডস্কেপ ডিজাইন বাস্তবায়ন করার পর চিন্তা থেকে যায় গাছে পানি দেয়া নিয়ে। যেখানে লর্ন ঘাষ সহ ছোট বড় বিভিন্ন গাছে পানি দেয়ার নিয়ম আলাদা। কোন কোন গাছে বিন্দু বিন্দু পরিমান পানির প্রয়োজন। আবার কোনো গাছে কৃত্রিম বৃষ্টি আকারে পানি দিতে হয়। ল্যান্ডস্কেপ এরিয়ায় মর্ডান ইরিগেশন এর ম্যধ্যমে একই সময়ে সব ধরনের গাছে পরিমান মত পানি দেয়া সম্ভব।
প্রজেক্টঃ ল্যান্ডস্কেপ এরিয়ায় মর্ডান ইরিগেশন সিস্টেম।
লোকেশনঃ পানাম নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
১. লর্ন ঘাসের জন্য পপ-আপ স্প্রিংক্লারঃ
বাড়ির সামনে যে অংশে লর্ন ঘাস লাগানো হইছে সেখানে বৃষ্টি আকারে সেঁচ দিতে ব্যাবহার করা হয়েছে পপ-আপ স্প্রিংক্লার। মাটির নিচ থেকে একটি মেইন লাইন টেনে নির্দিষ্ট দুরুত্ব পর পর ১/২” ও ৩/৪” ফিটিংস এর মাধ্যমে স্প্রিংক্লার গুলো মাটি বরাবর বসিয়ে দেয়া হয়েছে। পানির প্রেসার এ স্প্রিংকলার গুলো মাটির ভিতর থেকে উপরে উঠে স্প্রে করে। অনুরূপ ভাবে পানির প্রেসার বন্ধ করে দিলে স্প্রিংক্লার গুলো মাটিতে বসে যায়।
২. বড় গাছের জন্য অন-লাইন ড্রিপারঃ
এই বাড়ির চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফল গাছ। গাছ গুলো ৮-১০ ফুট পর পর রোপণ করা হয়েছে। তাই এই সকল গাছের জন্য ব্যাবহার করা হয়েছে অন-লাইনে ড্রিপ ইরিগেশন সিস্টেম। এই পদ্ধতি খুব বেশি পানির প্রেসার প্রয়োজন হয়না। এখানে গ্রাভিটেশনাল ফোর্স এর মাধ্যমে এই পদ্ধতি চালনা করা হয়।
৩.সারিবদ্ধ গাছ বা সবজি বাগানে ইন-লাইন ড্রিপ টেপঃ
সারিবদ্ধ গছ বা সবজি বাগানের জন্য মর্ডান ইরিগেশন অল্প-খরছ ও সহজ একটি পদ্ধতি। গাছের সারি বরাবর একটি টেপ বিছিয়ে দিয়ে পানির লাইনের সাথে সংযোগ করে দিলে কাজ সম্পন্ন। এখানে প্রতিটি গাছের দূরত্ব ছিল ২০ সেঃমিঃ তাই ২০ সেঃমিঃ ব্যাবধানে ড্রিপার বসানো ড্রিপ টেপ এখানে ব্যাবহার করা হয়েছে।
মন্তব্যঃ তিন একর এর এই বাড়িতে সবুজ পরিবেশ সতেজ রাখতে আধুনিক ইরিগেশন এর ব্যাবহার খুবই সুবিধাজনক। একই সময়ে সব গাছেই পানি দেয়া যায়। পাশাপাশি পানির অপচয় হয়না। শ্রমিক খরচ ও কমে যায়। ল্যান্ডস্কেপ এরিয়ায় মর্ডান ইরিগেশন এর সেটাপ সহ সব ধরনের সাপোর্ট দিচ্ছে ড্রিপ ইরিগেশন বিডি টিম।