ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ও আমাদের ইনডোর কৃষি (ছাঁদ কৃষি, দেয়াল কৃষি)

হ্যাল্লো এভ্রিওয়ান। ড্রিপ ইরিগেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কি কখনো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের কথা শুনেছেন ? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান পৃথিবীর সপ্তাশ্চর্যের মদ্ধে একটা যেটি রাজা নেবুচাদ নেজার যিশু খ্রিস্টের জন্মের ৫৬০ বছর পূর্বে তার বউ “কুইন এমিতিস” কে খুশি করার জন্য নিজের বাড়িতেই বড় বাগান তৈরি করেন । দূর থেকে দেখে মনে হত বাগানটা শূ্ন্যে ঝুলে আছে। সেযুগের মানুষের নতুন কিছু করার প্রেরণা জাগত প্রেয়সীর প্রেম থেকে যেমন আমাদের মুঘল সম্রাট শাহজাহান। কিন্তু বর্তমান যুগে মানুষ নতুন কিছু চিন্তা করে প্রইয়োজনের তাগিদে। আপনার গ্রামের বাড়িতে গিয়েই দেখুন না জমি কমে আসছে কত দ্রুত ! এবং প্রতি বছর তা ১ শতাংশ করে কমছে । চিন্তা করে দেখুন আগামী ৫০ বছরে তা কোথায় গিয়ে দাঁড়াবে !! জমি যখন দুস্পাপ্য হবে তখন কৃষি পন্যের দাম কোথায় গিয়ে ঠেকবে ভেবে দেখেছেন? তখন হয়ত নেবুচাদ নেজারের মত প্রেমের টানে না হলেও প্রয়জনের তাগিদে ঘরের দেয়ালে, বারান্দায়, সিড়িঘর আর ছাঁদে ঝুলন্ত বাগান করার চিন্তা করতে হবে । জেসব দেশে জমি নাই মানুষ বেশি, তারা নিরাপদ খাদ্য আর কৃষি পণ্যের জন্য ঘরের ভেতর তাকে তাকে চাষাবাদ করা শুরু করেছে যেমন সিঙ্গাপোর। ঘড়- বাড়ি, রাস্তা-ঘাট্‌, হাট- বাজার, স্কুল-কলেজ, হাঁসপাতাল বাডতেই থাকবে জমি কমতে কমতে শূন্যের কোঠায় চলে আসবে। তখন হয়ত বাংলার মাটিতেও ব্যাবিলনের নেবুচাদ নেজারের দেখা মিলবে।

Drip Irrigation BD এর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

যেকোন তথ্য জানতে কল করুন এই নাম্বারে

01324445400

বিস্তারিত জানতে ভিজিট করুন

www.dripirrigation.com.bd

#sprinkler_irrigation

#বিন্দুসেচ_ইরিগেশন

#রেইন_ইরিগেশন

#dripirrigation_com_bd

#বিন্দু সেচ

#সেচ_প্রজুক্তি

#drip_irrigation

#drip_irrigation_bd

-কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান

Copyright by Drip Irrigation BD ©

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00