ছাদবাগানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেঁচ

আমরা অনেকেই দৈনন্দিন কাজে বাড়ির বাইরে থাকি। যার কারনে শখের বাগানে/গাছের ঠিক ভাবে যত্ন নেয়া হয় না। ছাদ বাগানে নিয়মিত ও পরিমান মত পানি দিতে হয়। কিন্তু ব্যাস্ততার কারনে নিয়মিত পানি দেয়া হয় না, যার কারনে অনেক শখের গাছ মারা যায়। কিন্তু ছাদবাগানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেঁচ দেয়া হলে নিয়মিত ভাবে পরিমান মত পানি পাবে প্রতিটি গাছ।

YouTube player

কিশোরগঞ্জের হোসাইনপুর এলাকার একটি ছাদবাগানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেঁচ ব্যাবস্থা সেটাপ করা হয়েছে।

প্রজেক্ট: ছাদ বাগানে অটোম্যাটিক ড্রিপ ইরিগেশন সিস্টেম।
লোকেশনঃ হোসাইনপুর, কিশোরগঞ্জ।

প্রয়োজনীয় তথ্য: এই ছাদ বাগানে ছোট /বড় টব সহ ৬০ টি টব আছে। তাই আমাদের ৬০ টি গাছের প্যাকেজ এবং অটোম্যাটিক টাইমার দিয়ে এই ছাদবাগানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেঁচ ব্যাবস্থা সেটাপ করেছি। ট্যাংক ছাদ লেভেল এ থাকার কারনে একটি 0.5hp এর একটি মটর ব্যাবহার করা হয়েছে।

কার্যবিবরণীঃ
১. প্রথমে আমরা মেইন লানের সাথে একটি ইলেক্ট্রিক ভাল্ব সেটাপ করি। মেইন লাইনে অটোম্যাটিক ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সলেনয়েড ভাল্ব ব্যাবহার করা হয়।
২. মটর ও টাইমার সেটাপ করে মটরের সাথে আমাদের (১৬ মিলিমিটার) ইরিগেশন পাইপ সংযোগ করে দেই।
৩. গাছের সারি বরাবর ইরিগেশন টিউব টেনে টিউব এর শেষ মাথা হেড লক এর সাহায্যে বন্ধ করে দেই।


৪. পাঞ্চটুলের সাহায্যে ইরিগেশন টিউব ছিদ্র করে, 4mm connector এর সাহায্যে লেটারেল পাইপ সংযোগ করি। এবং লেটারেল পাইপের মাথায় একটি ড্রিপার সেট করে দেই।
৫. একটি সাপোর্ট স্ট্যান্ড এর সাহায্যে গাছের গোড়ায় ড্রিপার সেট করে কাজ সম্পন্ন করি।

আমাদের দেশে এমন অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা তাদের বাড়ির সামনে/ বাডির ছাদের অল্প ফাঁকা অংশটুকু কাজে লাগিয়ে সুন্দর বাগান তৈরি করেন।
সবজি চাষ,ফুল বাগান,ফলের বাগান করার ফলে সেই বাড়িতে একটা সুন্দর সবুজ পরিবেশ তৈরি হয়, এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

কিন্তু সেই সুন্দর বাগানের প্রতিটি গাছের জন্য প্রয়জন নিয়মিত পানি। সাময়িক সমস্যার কারনে গাছ গুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিক লক্ষ রেখে ১০০% গাছ বাচানোর নিশ্চয়তা রেখে ড্রিপ ইরিগেশন বিডি (www.dripirrigation.bd) রেখেছে স্মার্ট ইরিগেশন সিস্টেম।
এই স্মার্ট ইরিগেশন সিস্টেম একবার সেটাপ করে নিলে, নিয়মিত সময় অনুযায়ী অটোম্যাটিক ভাবে গাছে পর্যাপ্ত পরিমান পানি পরে আবার পুনরায় অটোম্যাটিক ভাবে বন্ধ হয়ে যাবে।

মন্তব্য : পানি ব্যাবহারে অসচেতনতা আর নয়,উপরোক্ত সকল সেচ সমস্যা সমাধানে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড টিম আছে আপনাদের পাশে। আপনার জমিতে পানি ব্যাবহার করুন আধুনিক পদ্ধতিতে।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00