আলহামদুলিল্লাহ! বর্তমানে অনেক সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে ছাদ বাগানের সুন্দর দৃশ্য। শহর এলাকায় অট্টালিকার ভিড়ে সবুজ পরিবেশ যেখানে হারিয়ে যাচ্ছে, সেখানে ছাদ বাগান করার মাধ্যমে শহর এলাকায় গড়ে উঠছে সবুজ পরিবেশ। একটি ছাদ বাগানে ফল গাছ, ফুল গাছ, ও সবজি চারা, যাই হোক সেগুলো নির্দিষ্ট দূরত্ব পর পর লাগানো, নিয়মিত ভাবে পানি দেয়া, ও ভালভাবে যত্ন নেয়ার মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি আধুনিক ছাদ বাগান।
বাংলাদেশের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এই কৃষি কাজের ক্ষেত্রে পানির ব্যাবহার কার্যকারি। বাংলাদেশে কিছু অঞ্চল আছে উচুঢালু ভূমি, এরকম ভূমিতে পানি দেয়া নিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের দেশের কৃষক ভাইদের। আবার যেসব অঞ্চলের মাটি লাল গ্রিস্মকালীন সময়ে অই সকল অঞ্চলের মাটি রৌদ্রের তাপে শুকিয়ে যায়, অন্যান্য অঞ্চলের মাটির থেকে বেশি পরিমান শক্ত হয়ে যায়, যার কারনে বার বার পানি ব্যাবহার করতে সমস্যায় পড়ে যেতে হয়। ফলন বৃদ্ধির জন্য নিয়মিত পানি ব্যাবহার এর কোন বিকল্প নেই। এমনকি উপরোক্ত সমস্যা বা মাঠে পানির ব্যাবহার করার জন্য যে সকল সমস্যার কারনে পরিমান মত পানি ব্যবহার না করায় অনেক ফলন নষ্ট হয়ে যাচ্ছে,গাছ নষ্ট হয়ে যাচ্ছে, যা কৃষকদের ভোগান্তির কারন হয়ে দাঁড়ায়।
আমাদের দেশে এমন অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা তাদের বাড়ির সামনে/ বাডির ছাদের অল্প ফাঁকা অংশটুকু কাজে লাগিয়ে সুন্দর বাগান তৈরি করেন।
সবজি চাষ,ফুল বাগান,ফলের বাগান করার ফলে সেই বাড়িতে একটা সুন্দর সবুজ পরিবেশ তৈরি হয়, এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়।
কিন্তু সেই সুন্দর বাগানের প্রতিটি গাছের জন্য প্রয়জন নিয়মিত পানি। সাময়িক সমস্যার কারনে গাছ গুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিক লক্ষ রেখে ১০০% গাছ বাচানোর নিশ্চয়তা রেখে ড্রিপ ইরিগেশন বিডি (www.dripirrigation.bd) রেখেছে স্মার্ট ইরিগেশন সিস্টেম।
এই স্মার্ট ইরিগেশন সিস্টেম একবার সেটাপ করে নিলে, নিয়মিত সময় অনুযায়ী অটোম্যাটিক ভাবে গাছে পর্যাপ্ত পরিমান পানি পরে আবার পুনরায় অটোম্যাটিক ভাবে বন্ধ হয়ে যাবে।
একটি আধুনিক ছাদ বাগান আধুনিক ইরিগেশন সিস্টেম চালু করুন, আপনার মুল্যবান সময় ও পানি অপচয় রোধ করুন।
ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842
ধন্যবাদ।