আসসালামু আলাইকুম সবাইকে ড্রিপ ইরিগেশন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজ একটি ড্রাগন বাগানের ড্রিপ ইরিগেশন নিয়ে আলোচনা করব।
যোগাযোগঃ যোগাযোগের শুরুতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তরুলিয়া গ্রামের বুয়েটিয়ান মোঃ শাহিনুর রহমান প্রথমে ড্রিপ ইরিগেশন বিডির ফেসবুক পেজ থেকে ড্রিপ ইরিগেশন বিডির ভিডিও দেখে ড্রিপ ইরিগেশন বিডির সাথে যোগাযোগ করেন এবং তার বাগান সম্পর্কে বিস্তারিত বলেন। তার ড্রাগন বাগানটি সম্পর্কে জানার পরে ড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ার ড্রাগন বাগানটি ভিজিট করতে চান এবং সে মতে বাগানটি ভিজিট করেন।
মেজারমেন্ট এবং বাজেট প্রদানঃ ড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ার ড্রাগন বাগান ভিজিট করেন এবং মেজারমেন্ট করেন।এই বাগানে ১১৫০ টি খুটি রয়েছে। এই বাগানটি সাড়ে পাঁচ বিঘার মত।
ড্রিপ সেটাপঃ মেজারমেন্ট এবং বাজেট দেওয়ার পর
ড্রিপ ইরিগেশন বিডির টিম কাজটি শুরু করেন। এই ড্রাগন বাগানে পানির সোর্স হিসেবে আগেই একটি দুই ঘোড়া শক্তি সম্পন্ন একটি সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছিল। পাম্প থেকে সরাসরি মেইন লাইনের সাথে সংযুক্ত করা হয়েছে। এখানে একটি দুই ইঞ্চি স্কিন ফিল্টার ব্যবহার করা হয়েছে। এখানে মেইন লাইন হিসাবে ১.৫ ইঞ্চি সাইজের পিভিসি পাইপ ব্যবহার করা হয়েছে। মেইন লাইন থেকে প্রত্যেক সারির জন্য একটা করে বাইপাস লাইন করা হয়েছে। বাইপাস কানেক্টরের সাথে ১৬ মিলি পাইপ কানেক্ট করে প্রতিটা লাইনে স্থাপন করা হয়েছে। ১৬ মিলি লাইনের সাথে ড্রিপার গুলো সেট করা হয়েছে।
কস্টিংঃ এই বাগানের ১১৫০ টি খুটির সাড়ে পাঁচ বিঘা জমির ইরিগেশন করতে খরচ হয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা। https://youtube.com/watch?v=iKCeQz66m3s&feature=share
মন্তব্যঃ ড্রিপ ইরিগেশন এর মাধ্যমে সেচ দিতে পেরে বাগান মালিক শাহিনুর রহমান খুবই খুশি।কারন তিনি ৩০ মিনিটের মধ্যে বাগানের সকল গাছে এক সাথে পানি দিতে পারছে।
আপনাদের যাদের এধরনের বাগান রয়েছে তারা খুব সহজে আধুনিক ভাবে সেচ দিতে পারেন
ধন্যবাদ সবাইকে