পাঁচ একর পাহাড়ি জমিতে ৮০০ মিশ্র ফল গাছে অনলাইন ড্রিপ ইরিগেশন

প্রজেক্ট শফিপুর টি এস্টেট

প্রজেক্ট লোকেশন : টেংরা বাজার, মৌলোভীবাজার

প্রজেক্টের আয়তন : ৫ একর

এই প্রজেক্টটি তে ব্যবহার করা হয়েছে অনলাইন ড্রিপ ইরিগেশন। অনলাইন ড্রিপ ইরিগেশন এমন একটি ব্যবস্থা যেখানে টিউবে পাঞ্চ দ্বারা ফুটো করে তাতে এডজাস্টেবল ড্রিপার লাগানো হয়। এই প্রজেক্টটি করা হয় সমতল ভূমি থেকে ৬০ ফিট উচু পাহাড়ে। পাহাড়ের চূড়ায় রয়েছে ৬০০০০ লিটার ধারন ক্ষমতাসম্পন্ন একটি কনক্রিট চৌবাচ্চা। সেখান থেকে ৪ দিকে আমাদের ১.৫” ব্যাসের ৪৫০ ফিট পাইপ টানা হয়েছ যা আমাদের মেইন লাইন হিসেবে কাজ করেছে। এর থেকে বাইপাসের মাধ্যমে আমরা আমাদের ১৬ মি.মি টিউব ব্যবহার করেছি। পুরো পাহারটিতে রয়েছে ৮০০ মিশ্র ফলের গাছ। প্রতিটি গাছের দূরত্ব ৮-১০ ফিট করে দেয়া আছে। এছাড়া সারি থেকে সারির দূরত্ব ১২-১৫ ফিট করা হয়েছে। এখানে বলে রাখা ভাল সারি থেকে সারি গুলো পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে এসেছে। পাহাড়ের চৌবাচ্চা বরাবর মেইন লাইনে পানি দিতে শুধু ২ হোর্সপাওয়ারের একটি সার্ফেস পাম্প ব্যবহার করা হয়েছে। বাকি সব ধরনের ঢালের সারি গুলোতে মহাকর্ষ বলের সাহায্যে সেচ দেয়া সম্ভব হয়েছে। পুরো প্রজেক্টে ব্যবহার হয়েছে ৯৬০০ ফিট ১৬ মি.মি টিউব ও ৮০০ ড্রিপার। এবং ১২০০ ফিট ১.৫” কয়েল পাইপ।

কার্যকারিতাঃ

পানি বাচে ৬৫%

পানি সাশ্রয় হয় ৭০%

সময় বাচে ৮০%

গাছ বাচে ১০০%

ফলন বাড়ে ২০%

মন্তব্যঃ ৫ একর এই বিশাল জমিতে এরকম ইরিগেশন সাপোর্ট খুবি কার্যকরী। ম্যানুয়াল ভাবে পানি দিতে ৪-৫ জন শ্রমিক সারাদিনেও সেঁচ দেয়া শেষ করতে পারতোনা। এই আধুনিক পদ্ধতির মাধ্যমে একজন শ্রমিক বা বাগানের মালিক নিজেই ভাল্বব অন/ অফ করার মাধ্যমেই পুরো বাগানে ইরিগেশন দিতে পারছে। প্রতিটি গাছের গোড়ায় যেহেতু পানি পৌঁছে যাচ্ছে তাই পানি অপচয় হওয়ার কোন সুযোগ থাকছেনা। পানি সাশ্রয় হওয়ার পাশাপাশি বিদ্যুৎ, খরচ, ও সময় সব কিছুই সাশ্রয় হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে। সারিবদ্ধ ড্রাগন বাগানে আধুনিক সেঁচ ব্যাবহার করে অল্প সময়ে পানি দিতে পেরে কৃষক খুবি খুশি হয়েছেন।

ড্রিপ ইরিগেশন এর নকশা বুঝিয়ে দেয়া হচ্ছে পাহাড়ের মালিক শ্রদ্ধেয় বারি স্যারকে
কংক্রিটের পানির ট্যাংক থেকে পাহাড়ের চারদিকে মেইন লাইন টানা হচ্ছে
সারিবদ্ধ ভাবে পাহাড়ের ঢালে গাছের গোড়ায় ড্রিপার স্থাপন করা
কাজ শেষে ড্রিপার পরিচালনা করার মাধ্যমে প্রজেক্টের সমাপ্তি ঘোষণা

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00