স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম

স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম এমন একটি সেচ পদ্ধতি যা প্রাকৃতিক বৃষ্টির মত জমিতে বা বাগানে সেচ দিয়ে থাকে। মুলত, পাম্প থেকে পাইপের মাধ্যমে পানি প্রবাহিত করা হয় এবং স্প্রিঙ্কলার দিয়ে জমিতে বৃষ্টির মত ছড়িয়ে দেয়া হয়।
স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম একটি জনপ্রিয় সেচ পদ্ধতি। কারন এটি সেটাপ করা, পরিচালনা করা তুলনামূলক সহজ এবং সব ধরনের মাটি ও ফসলে ব্যবহার উপযোগী।
স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম ব্যবহার করার উপযোগী জনপ্রিয় ফসল হল চা, ভু্টা, পেঁয়াজ, মরিচ, তুলা, সূর্যমুখী ফুল, নার্সারি ও বিভিন্ন ফল ও ফুলের বাগান।
স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম ব্যবহারের সুবিধা-
• স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম এর পানি প্রবাহ করা হয় পরিকল্পনামাফিক ও পাইপের মাধ্যমে। ফলে অতিরিক্ত কোন নালা বা ড্রেইন করতে হয় না।
• স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম ৩০ – ৫০% পানির অপচয় রোধ করে।
• যেখানে গাছ বা ফসলের সংখ্যা অনেক বেশি সেখানে স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম বিশেষ ভুমিকা পালন করে। কারন একটি স্প্রিঙ্কলার ১০০ ফুট জায়গা কভার করে সেচ দেয়।
• মাটির উর্বরতা বৃদ্ধি করে ও ২০ – ২৫% ফসল উৎপাদন বৃদ্ধি করে।
• শ্রমিক ও সেচ খরচ হ্রাস করে।
স্প্রিঙ্কলার ইরিগেশন সিস্টেম ব্যবহার করতে হলে দরকার হবে –
• ১ টি পাম্প ইউনিট
• ১ টি ফিল্টার ইউনিট
• পাইপ ও সাব পাইপ
• স্প্রিঙ্কলার
স্প্রিঙ্কলার এর দাম-
• চারপাশে ১০০ ফুট জায়গা কভার করা একটি স্প্রিঙ্কলার এর দাম ৪০০০ ৳ টাকা।
• চারপাশে ৬০ ফুট জায়গা কভার করা একটি স্প্রিঙ্কলার এর দাম ২০০০ ৳ টাকা।
• চারপাশে ৩৫ ফুট জায়গা কভার করা একটি স্প্রিঙ্কলার এর দাম ৩৫০ ৳ টাকা।
স্প্রিঙ্কলার ইরিগেশন এর সকল সিস্টেম, ডিজাইন, সেটাপ সংক্রান্ত সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করে থাকে “ড্রিপ ইরিগেশন বিডি”।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00