উন্নয়নশীল দেশে দ্রুত নগরায়ণের পাশাপাশি জনসংখ্যা বেড়ে চললেও কমছে গাছপালা, বাড়ছে দারিদ্র্য। আবাসিক ও অনাবাসিক ভবনসহ ব্যাপক নির্মাণকাজে শহরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আবাদি জমির সংকোচন ও গাছপালা কমে যাওয়ার ফলে বহু প্রজাতির পশু-পাখি, কীটপতঙ্গ, গাছপালার ক্রমবিলুপ্তির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্তু শহরাঞ্চলে আবাদি জমি কমে যাওয়ায় বনায়ন ও বৃক্ষরোপণের সুযোগ নেই বললেই চলে। তাই শহরাঞ্চলকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে ছাদ বাগানের গুরুত্ব অপরিসীম।
ছাদবাগানে নিয়মিত পানি প্রয়োগ ও পরিচর্যা করা প্রয়োজন। কিন্তু ব্যস্ততা বা বেশিরভাগ বাগানী বয়স্ক হাওয়ায় বার্ধক্য জনীত কারনে বাগানে সময় দিতে পারে না। ফলে অনেক মূল্যবাণ গাছ রোপন করা হলেও তা বাঁচানো অসম্ভব হয়ে পড়ে।
তাই গাছে পরিমাণ মত পানি দিতে প্রয়োজন ড্রিপ ইরিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে বিন্দু বিন্দু করে গাছের গোড়ায় পরিমিত পরিমাণে পানি দেয়া সম্ভব। এছাড়া এই মাধ্যম ব্যবহারে পানির অপচয় রোধ, এবং পানি প্রয়োগে শ্রমিক খরচ ও সময় বাঁচানো সহ ৭০% পানি সাশ্রয় হয়ে থাকে।
আর ড্রিপ ইরিগেশন বিডি লিঃ সবুজ বাংলাদেশ ও উন্নত কৃষি গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাদ বাগানে আধুনিক ড্রিপ ইরিগেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে।
চিত্রঃ ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ও ছাদ বাগানের দৃশ্য
এই ছাদ বাগানে আম,মাল্টা গাছ সহ প্রায় সত্তরটির মত বিভিন্ন ফলের গাছ রয়েছে। এছাড়া একশত দৈর্ঘ্য বিশিষ্ট স্কুলের ছাদের সামনের দিকে কিছু অর্নামেন্টাল গাছ রয়েছে। কিন্তু স্কুলের দপ্তরি বয়স্ক হাওয়ার কারনে গাছের যত্ন বা পানি দেয়ার মতো সক্ষম কেউ ছিলো না। যার ফলে বাগানের অনেক গাছ মারা যাচ্ছিলো। অবশেষে স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে বাগানের সকল গাছ আধুনিক ইরিগেশনের আওতায় আনা হয়েছে।
কাজের বিবরনঃ প্রথমে পানির সোর্স পাম্প থেকে ছাদের দৈর্ঘ্য বরাবর একটি এক ইঞ্চি লাইন টানা হয়। এবং পানিতে থাকা ময়লা বালুকণা পরিষ্কার করতে পাইপ লাইনের শুরুতে একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে। যাতে করে পানিতে থাকে ময়লা ড্রিপারের সরু ছিদ্র গুলো আটকাতে না পারে। পরবর্তীতে ১৬ মিলি ডায়ার ছিদ্র করে বাইপাস কানেক্টরের মাধ্যমে ছাদে থাকা পনেরোটি সারি বরাবর ১৬ মিলি টিউব বিছিয়ে নেয়া হয়েছে। তারপরে পাঞ্চটুলের মাধ্যমে ছিদ্র করে লিটেরাল পাইপ সংযুক্ত করে প্রত্যেকটি গাছের জন্য একটি ড্রিপার সেট করা হয়েছে। ফলে একটি মটরের সুইচ অন করার মাধ্যমে ছাদে থাকা প্রত্যেকটি গাছ যেমন পরিমান মতো পানি পাবে,তেমনি ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রী আধুনিক কৃষি ও সয়ংক্রিয় সেঁচ ব্যবস্থা সম্পর্কে ধারনা প্রদানে সহায়তা পাবে।
চিত্রঃ ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে গাছে পানি দেয়ার দৃশ্য
উপসংহারঃ পরিবেশ রক্ষা ও নগরীর তাপমাত্রা কমিয়ে আনতে ব্যক্তি মালিকানাধীন বাড়ির ছাদের পাশাপাশি একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান,বাণিজ্যিক ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদন করে তৈরি করতে হবে সবুজ নগরায়ন। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি পারিবারিক পুষ্টি ও মানসিক প্রশান্তি হিসেবে ব্যাপক ভূমিকা রাখবে ছাদ বাগান।