সোলার ড্রিপ ইরিগেশন হল একটি অত্যাধুনিক ইরিগেশন পদ্বতি যার মাধ্যমে একই সাথে সাশ্রয় হয় পানি ,সার এবং শ্রোম।এই সিস্টমে কৃষির বহুমুখি খরচ থেকে কৃষক বাচতে পারে। এই পদ্বতিতির মাধ্যমে কৃষি সেক্টর হতে পারে এবং হবে সবচেয়ে লাভবান সেক্টর।
প্রয়োজনীয় টুলস:
1. পানি রির্জাব রাখার জন্য হাউজ বা ট্যাংকি
2. সোলার প্যানেল
3. সোলার পাম্প ও অটো অফ অন টাইমার
4. পলি ফিটিংস,পলি টিউবস,মাইক্রো হেড,ফিল্টার,ব্যাক ফ্লো প্রিভেন্টর,হাড্রেলিক কন্ট্রোল ভাল্ব,স্পিলিংকার
সুবিধা:
1. পানি বা সেচ খরচ কমবে ৭০% কারন নজলের মাধ্যমে সরাসরি গাছের বা প্লান্টের গোড়ায় পানি পড়বে যার করনে কোন পানির অপচয় হবে না ।
2. জমি বা আপনার বাগানে কোন সার দেওয়ার জন্য কোন শ্রমিক দরকার নাই কারন রির্জাব টাংকির পানিতে সার প্রয়োগ করলে সার কাঙ্খিত জায়গায় পৌছে যাবে । যার সার খরচ বাচবে ৫০% আর শ্রমিক খরচ বাচবে ৯০% ।
3. সার ও পানি অন্য সব জায়গায় না যাওয়ায় আগাছা জন্ম বা বৃদ্ধি পাওয়ার কোন সম্ভাবনা নাই ।
4. সম্পুর্ন সিস্টেম চলবে সৌর প্যনলের মাধ্যমে তাই কোন বিদ্যুত বা ডিজেল খরচ নাই,সাস্থসম্মত ধোয়া মুক্ত পরিবেশ বান্ধব সবুজ শক্তি।
5. শুরুতে ইনভেস্টমেন্ট বেশী হলেও দির্ঘ ময়াদী এটির খরচ খুবই কম শুধু মাত্র ধান চাষের জন্য এই পদ্বতি কা্র্যকর নয়
আমরা আমাদের নিজেস্ব প্রযুক্তির মাধ্যমে অল্প খরচে সৌর পাম্প স্থাপন করতে পারছি, ইতিমধ্যে পাহাড় ও সমতলে সেচ কাজের জন্য ১০০ এর উপরে সৌর পাম্প স্থাপন করেছি। ।সৌর পাম্পের মৃল্য বেশি হওয়ায় বড় পাম্প স্থাপন করা সবার পেক্ষে সম্ভব নয় তই যাতে করে ছোট পাম্প দিয়ে ড্রিপ ইরিগেশন পদ্বতিতে বেশি জমিতে সেচ দেওয়া যায় সেই লক্ষে আমাদের্ এই প্রচেষ্টা।
আমরা ইতিমেধ্য সোলার ড্রিপ ইরিগেশন পদ্বিতর জন্য প্রয়জনীয় মালামাল যেমন নজেল ,পাম্প, পলি ফিটিংস,পলি টি্উবস,মাইক্রো হেড,ফিল্টার,ব্যাক ফ্লো প্রিভেন্টর,হাড্রেলিক কন্ট্রোল ভাল্ব,স্পিলিংকার,সহ সব ধরনের মালামাল আমদানি করেছি। ২০ ডিসেম্বর হবিগঞ্জে সোলার ড্রিপ ইরিগেশন পদ্বতির কাজ কাজ শুরু করব ইনশাল্লাহ।
যারা বৃহত অথবা ক্ষুদ্র পরিসরে সৌর ড্রিপ ইরিগেশন সিস্টেম এর কাজ করবেন তারা যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
Post by: fb/ruralsunpower