সোনারগাঁওয়ে আধুনিক ছাদ বাগান

যেখানে শহর এলাকায় অট্টালিকার ভিড়ে সবুজ পরিবেশ যেখানে হারিয়ে যাচ্ছে, সেখানে ছাদ বাগান করার মাধ্যমে শহর এলাকায় গড়ে উঠছে সবুজ পরিবেশ। একটি ছাদ বাগানে ফল গাছ, ফুল গাছ, ও সবজি চারা, নির্দিষ্ট দূরত্ব পর পর লাগানো, নিয়মিত ভাবে পানি দেয়া, ও ভালভাবে যত্ন নেয়ার মাধ্যমেই গড়ে উঠেছে সোনারগাঁওয়ে আধুনিক ছাদ বাগান।

YouTube player

প্রয়োজনীয় তথ্য: চার-হাজার স্কয়ার ফিট এর বিশাল এই ছাদ বাগানে ছোট বড় মিলিয়ে তিনশটি টব আছে। প্রতিটি টবে অটোম্যাটিক পদ্ধতিতে পানি দেয়ার জন্য ব্যাবহার করা হয়েছে অটোম্যাটিক ড্রিপ ইরিগেশন পদ্ধতি।
প্রজেক্ট লোকেশনঃ মোগরাপারা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

বিস্তারিত: বড় এই ছাদ বাগানে ড্রিপ ইরিগেশন সেটাপ করার জন্য তিনটি পয়েন্ট ব্যাবহার করা হয়েছে। পানির প্রেসার এর জন্য 1.5hp এর একটি সেন্টিফিউগাল পাম্প ব্যাবহার করা হয়েছে।
সোনারগাঁওয়ে আধুনিক ছাদ বাগান এ একই সাথে সেঁচ দেয়ার জন্য মটর ব্যাবহার করা হয়েছে।

কাজের বিবরণ :
১. প্রথমে আমরা মেইন লানের সাথে একটি ইলেক্ট্রিক ভাল্ব সেটাপ করি। মেইন লাইনে অটোম্যাটিক ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সলেনয়েড ভাল্ব ব্যাবহার করা হয়।
২. টাইমার সেটাপ করে ডি সি মটরের সাথে আমাদের (১৬ মিলিমিটার) ইরিগেশন পাইপ সংযোগ করে দেই।
৩. গাছের সারি বরাবর ইরিগেশন টিউব টেনে টিউব এর শেষ মাথা হেড লক এর সাহায্যে বন্ধ করে দেই।
৪. পাঞ্চটুলের সাহায্যে ইরিগেশন টিউব ছিদ্র করে, 4mm connector এর সাহায্যে লেটারেল পাইপ সংযোগ করি।
৫. লেটারেল পাইপের মাথায় একটি ড্রিপার সেট করে দেই।


৬. একটি সাপোর্ট স্ট্যান্ড এর সাহায্যে গাছের গোড়ায় ড্রিপার সেট করে কাজ সম্পন্ন করি।

আপনারা চাইলে এই সকল দালান এর ছাদ ফাকা না রেখে বাগান করে কাজে লাগাতে পারেন। অনেকেই শখের বসত ছাদে বাগান করছে,কেউ কেউ কমার্শিয়াল ভাবেও ব্যাবহার করছে ছাদ বাগান। শহর এলাকায় বসত বাড়ি,শপিং মল সহ আরো রয়েছে বড় বড় সরকারি ভবন, উদ্যোগ নিয়ে সেই ভবন গুলোর ছাদ ব্যাবহার করে সবজি বাগান,ফল গাছের চারা রোপন, অথবা বিভিন্ন ফুল গাছ রোপন করে ব্যবসায়িক ভাবে লাভবান হওয়া সম্ভব। শহর এলাকায় বসরত মানুষ অনেক সময় থমকে যায়, চলে যেতে ইচ্ছে হয় গ্রামে মুক্ত, বিশুদ্ধ বাতাস এর জন্য এই ক্লান্তিটা কাটাতে আপনি আপনার ছাদ বাগানে একটু সময় দিলেই সেই প্রশান্তি পেয়ে যাবেন।

মন্তব্য: বড় ছাদ বাগানে ম্যানুয়াল পদ্ধতিতে পানি দিতে অনেক সময় প্রয়োজন হয়। লতা পাইপ টেনে টেন পানি দেয়ার সময় অনেক গাছ ও মারা যায়। তাই ছাদ বাগান গুলোতে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে পানি দেয়াই উত্তম।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00