More results...

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সারি ফসল চাষে খরচ কমতে ইন-লাইন ড্রিপ টেপের ব্যবহার।

সারি ফসলের জমিতে ভাসিয়ে সেচ বা হাতের মাধ্যমে পানি না দিয়ে অটোমেটিক পদ্ধতি ইন-লাইন ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে পানি দিন খুবই সল্প খরচে।

শীতের সময় ধীরে ধীরে চলে এসেছে কম বেশি আমাদের সকলের কাছেই এটা প্রিয় একটি মৌসুম। এই সময়কে সারি ফসলের মৌসুম ও বলা হয়। শীতকালীন অধিকাংশ শাক-সবজি সারিবদ্ধ ভাবে চাষাবাদ করা হয়। যেমনঃ ফুলকপি,গাজর,টমেটো,আলু ইত্যাদি।এই সকল সবজির জন্য অধিক পরিমান পানির প্রয়োজন হয়। সেই জন্য কৃষকেরা জমিতে ভাসিয়ে সেচ দিয়ে থাকে কিন্তু তার ফলে শাক-সবজিতে রোগবালাই বৃদ্ধি পায় এবং অধিক মাএায় ঘাস জন্মায়। সেচ দিতে গিয়ে কৃষকের যে পরিমান তেল বা বিদ্যুৎ বিলে খরচ হয় এবং ঘাস পরিষ্কারের জন্য যে শ্রম আর অর্থে খরচ হয়ে যায় তাতে কৃষকের লাভ অনেক কম হয়ে যায়। এই সকল সমস্যা চিন্তা করে Drip Irrigation BD Ltd. নিয়ে এসেছে অটোমেটিক ইরিগেশন সিস্টেম। ইরিগেশন সিস্টেমের মধ্যে সারি ফসলের জন্য সব থেকে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ইনলাইন ড্রিপ টেপ পদ্ধতি।

এটার মাধ্যেমে প্রতিটা সারিকে খুব অল্প সময়ে পরিমান মতো পানি দিয়ে সেচ প্রদান করা সম্ভব। যার ফলে সবজির রোগ-বালাই কম হয়, ঘাসের বৃদ্ধি কম হয়। একজন কৃষক তার জমিতে বেড করে এক সারি বা দুই সারিতে চারা রোপন করলে সেই অনুযায়ী ইনলাইন ড্রিপ টেপ বিছিয়ে দিতে হবে। এটার সেটআপ খুবই সহজ আপনারা দেখে নিজেরাই করতে পারবেন। এই টিউবের মূল বৈশিষ্ট্য টিউবের মধ্যেই ড্রিপার সেট করা থাকে। একটা নির্দিষ্ট দূরত্বে এই ড্রিপার গুলো সেট করা থাকে যেমনঃ ২০ সেন্টিমিটার, ৩০ সেন্টিমিটার এবং ৪০ সেন্টিমিটার। ১ বিঘা জমিতে ২৫-৩০ মিনিট পানি চালালে সারি গুলো পুরাটাই ভিজে যাবে তার ফলে চারা গুলো প্রয়োজন মতো পানি পায়ে যাবে। পানির অপচয় রোধ হবে। পুরা জমিতে ভাসিয়ে সেচ দেওয়া লাগছে না ভাসিয়ে সেচ দেওয়ার ফলে যে রোগ- বালাই গুলো হতো সেই সমস্যা থেকে ও চাষী এবং চারা মুক্তি পাচ্ছে। একজন কৃষকের সব থেকে বেশি খরচ হয়ে যায় জমিতে পানি দিতে গিয়ে,ঘাস পরিষ্কার করতে এবং রোগ বালাই নিধনে ঔষধ প্রয়োগ করতে। কিন্তু এই সকল সমস্যা সমাধানের জন্য একমাএ কার্যকর পদ্ধতি ইন লাইন ড্রিপ টেপ ইরিগেশন। এই ইরিগেশন সেটআপের ফলে আপনার পানি বেশি অপচয় হচ্ছে না, জমিতে ঘাস বাড়ছে না এবং গাছ /চারা গুলো সুস্থ ভাবে বেড়ে উঠবে। ইনলাইন ড্রিপ টেপ ইরিগেশন সিস্টেমে সল্প খরচে একজন কৃষক অধিক লাভবান হতে পারেন। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের অধিকাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভর করে জীবন যাপন করেন। সেই কৃষি কাজই যদি এখন সহজ হয়ে যায় তাহলে সহজেই একজন কৃষক ভাইরা সল্প খরচে অধিক লাভবান হতে পারবেন। কৃষি কাজ কষ্টকর হওয়ার ফলে অনেক বেকার শিক্ষিত যুবক এই কাজের সাথে জড়াতে চাই না কিন্তুু কৃষি কাজকে যদি সহজ করা যায় এবং কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার আনা যায় তাহলে অনেক বেকার যুবক এই কাজের সাথে যুক্ত হবে এবং এই দেশ থেকে বেকারত্ব অধিক হারে কমে যাবে। দেশ এগিয়ে চলেছে প্রযুক্তির গতিতে তার সাথে সাথে দেশের সব থেকে গুরত্বপূর্ণ যে কৃষিখাত এটা ও যেন সময়ের এবং প্রযুক্তির সাথে এগিয়ে যায় সেই দায়িত্ব ও আমাদের সকলকে নিতে হবে। এই ভাবনা চিন্তার ধারাবাহিকতাই ড্রিপ ইরিগেশন বিডি নিয়ে এসেছে অভিনব সব পদ্ধতি। কোনো ধরনের হাতের মাধ্যম ছাড়ায় আপনার প্রতিটি গাছে পানি চলে যাবে অটোমেটিক ভাবে তাও আবার খুবই সল্প খরচে। এই সব সিস্টেম সেটআপ করা খুবই সহজ আপনারা নিজেরাই করে নিতে পারবেন। সল্প খরচে, পানি অপচয় রোধ করে প্রতিটি গাছে বা চারার গোড়ায় পানি পৌছায়ে যাবে সঠিক পরিমানে।

YouTube player

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd

ইউটিউব ভিডিওঃ https://www.youtube.com/c/DripirrigationBD

লিঙ্কড ইনঃ https://www.linkedin.com/company/dripirrigationbd/

যোগাযোগের ঠিকানাঃ
———————
ঢাকা অফিসঃ
মোবাইল: 01324445400
ইমেইল: info@dripirrigation.com.bd
ঠিকানা : ৬৪/৪, কল্যানপুর মেইন রোড, ঢাকা-১২১৬

চট্টগ্রাম অফিসঃ
মোবাইল: 01324445395
ইমেইল: ctg@dripirrigation.com.bd
ঠিকানা: ২০২, মেয়র গলি, ষোলশহর, চট্টগ্রাম-৪২০৯

যশোর অফিসঃ
মোবাইলঃ 01324445390
ইমেইলঃ info@dripirrigation.com.bd
ঠিকানাঃ কাঠালতলা, চাকলাদার টাওয়ার, যশোর।

Leave a Reply

Item added to cart.
0 items - ৳ 0.00