সবুজ শুন্যস্থান পুরন করার একটি কার্যকারি সমাধান

শহর এলাকায় বেশির ভাগ ছাদেই এখন দেখা যাচ্ছে সুন্দর সবুজ পরিবেশ। যেখানে সবুজ পরিবেশ গড়ে ওঠার সুযোগ নেই সেখানে টব, জিও ব্যাগ, ড্রাম, এর সাহায্যে গড়ে উঠছে সবুজ পরিবেশ। সবুজ শুন্যস্থান পুরন করার একটি কার্যকারি সমাধান হল জিও ব্যাগ।

সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্যমতে একটি বিল্ডিং এর প্লানিং এর সময় মিনিমাম এবং ম্যাক্সিমাম লোড নির্ধারণ করা হয়। প্রথম ছাদ/ স্লাব এর তুলনায় উপরের স্লাব গুলোতে যাতে অতিরিক্ত লোড না হয়ে যায় সে কারনে ডিজাইন এই তুলনামূলক ভাবে উপরের স্লাব গুলোতে রডের পরিমান কমিয়ে দেয়া হয়। আমাদের বসত বাড়িতে ডেড লোড, লাইভ লোড, ও এনভায়রনমেন্ট লোড এই তিন ধরনের লোড নির্ধারণ করা থাকে।

যখন আমরা একটি ছাদ বাগান করে থাকি এবং সেখনে মাটির টব ব্যাবহার করি তুলনামূলক ভাবে ছাদটিতে অনেক লোড পরে। কিন্তু আমরা যদি মাটির টব বাদ রেখে জিও ব্যাগ ব্যাবহার করি এই অতিরিক্ত লোড থেকে আপনার বাড়িটি বেচে যাবে। এবং একটি সুন্দর সবুজ পরিবেশ গড়ে উঠবে। এ কারনে আমাদের মনে হয় যে আমাদের আশেপাশের সবুজ শুন্যস্থান পুরন করার একটি কার্যকারি সমাধান হল এই জিও ব্যাগ।

জিও ব্যাগ এর সুবিধা সমুহ:

*মাটি ও প্লাষ্টিক এর তৈরি টবের বিকল্প।পরিবেশ বান্ধব
পানিতে নষ্ট হয়না
টেকসই, পুনরায় ব্যবহার করা যায়।
*পর্যাপ্ত বায়ু সঞ্চালনের মাধ্যমে শিকড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
*সূক্ষ্ম, সূক্ষ্ম ছিদ্র দিয়ে বায়ূ পরিশোধন এর মাধ্যমে শিকড় দ্বিগুণভাবে বৃদ্ধি পায় যাহা প্রমানিত
গাছের গুনগতমান উন্নয়নের মাধ্যমে বৃহৎ বৃক্ষায়নে সাহায্য করে।
*সব ঋতুতে তাপমাত্রার ভারসাম্যতা রক্ষা করে ফলে গ্রীষ্মকালে গাছকে শীতল রাখে এবং শীতকালে উষ্ণ রাখে।
*আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার ফলে গাছকে পানি জমাট সমস্যা হতে রক্ষা করে
*তাপমাত্রার চরম উঠা-নামার ফলে কখনো ক্র্যাক করেনা বা নষ্ট হয়না।
*কীট পতঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করে
*সহজেই ব্যবহার করা যায়
*ওজনে হালকা
*সহজেই এক জাগা থেকে অন্য জাগায় সরানো যায়।

উপরের সুবিধাগুলোর দিকে একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে সাধারণত মাটির টব, ও প্লাস্টিকের টব এর থেকে জিও ব্যাগ এর ব্যাবহার কতটা কার্যকারি। ছাদ বাগান ছাড়াও যে পরিবেশে গাছ লাগানোর জন্য মাটির ব্যবহার পাওয়া যায় না সেই সবুজ শুন্যস্থান পুরন করার একটি কার্যকারি সমাধান হল জিও ব্যাগ।

জিও ব্যাগ ও ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842
ধন্যবাদ।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00