ভূমিকাঃ
ড্রিপ ইরিগেশন ( Drip Irrigation ) বা বিন্দু সেচ হলো নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা। এই পদ্ধতিতে গাছের গোঁড়ায় ফোটা ফোটা করে ধীরে ধীরে পানি দেয়া যায়, তাতে পানি কম প্রয়োজন হয়। ধীরে ধীরে ফোটায় ফোটায় পানি পড়ার কারণে একবার পানি দিলে সেই পানি ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে উত্তম ভাবে গাছের গোঁড়ায় জমা হয়। শুধুমাত্র গাছের গোঁড়ায় পানি যাওয়ার কারণে গাছের চারিদিকে আগাছা কম হবে। কারণ মুল গাছটিই কেবল পানি পাবে ফলে অন্য গাছ বা আগাছা পানি না পেয়ে বাড়তে পারবে না। গবেষনা থেকে এটা জানা যায় ড্রিপ ইরিগেশন ব্যবস্থায় পানির ব্যবহার ৭৫% পর্যন্ত সাশ্রয় হয়।
ঠিকানা:
রাণীশংকৈল উপজেলা, ঠাকুরগাঁও ।
যোগাযোগ: আতিক ভাই আমাদের পেজ থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ।
প্রজেক্ট ভিজিট:
আমরা সরাসরি প্রোজেক্ট সেটাপ করি ভডিও কলের মাধ্যমে আমরা সব কিছুর মেজারমেন্ট নিয়ে থাকি ।
প্রোজেক্ট বিবরণ:
আমাদের কাজ শুরু করি ২৫/১১/২০২৩ তারিখ এবং একদিনে সম্পূর্ণ করে থাকি কাজটা । আসলে আতিক ভাই এক জন চাকুরীজীবী সে জন্য কৃষি কাজে তেমন সময় দিতে পারেন না । সে জন্য উনি আমাদের কাছে এমন একটা সেটাপ চায় যার মাধ্যমে উনি গাছে লিকিউট ফার্টিলাইজার প্রয়োগ করতে পারবে। আমরা থাকে ভেন্তুরি সেটাপ করে দেই । এর ফলে উনি একই সাথে পানি ও সার প্রোয়েগ করতে পারবে । আমাদের এই খানে ইন লাইন ড্রিপ টেপ ব্যবহার করি এবং প্রতিটা সারিতে অফটেক টেপ ভাল্ব ব্যবহার করি । পাইপের ক্ষতি না হয় এই জন্য আমরা ইয়ার ভাল্ব ব্যবহার করা হয় । এই প্রোজেক্টের সম্পূর্ণ ব্যয় ছিল ২৪৩০০ টাকা ।
অবশেষে বলতে হয় সময়ের সাথে আমরা যত তারাতারি স্মার্ট কৃষিতে ধাবিত হবো এর ফলে আমারা কৃষিতে নতুন এক বিপ্লবের স্মভবনা দেখবো।