আচ্ছালামু আলাইকুম,
আমরা অনেকেই দৈনন্দিন কাজে বাড়ির বাইরে থাকি। যার কারনে শখের বাগানে/গাছের ঠিক ভাবে যত্ন নেয়া হয় না। ছাদ বাগানে নিয়মিত ও পরিমান মত পানি দিতে হয়। কিন্তু ব্যাস্ততার কারনে নিয়মিত পানি দেয়া হয় না, যার কারনে অনেক শখের গাছ মারা যায়। অটোম্যাটিক ড্রিপ ইরিগেশন সিস্টেম এর মাধ্যমে ব্যাস্ততার মাঝেও নিয়মিত পানি দেয়া সম্ভব। তাই সখের বাগানে আধুনিক সেঁচ পদ্ধতি ব্যাবহার করুন।
প্রোজেক্টঃ ছাদ বাগানে অটোম্যাটিক ড্রিপ ইরিগেশন সিস্টেম।
লোকেশনঃ ধুরুমের মুখ, সরকারহাট, হাটহাজারি।
এই ছাদ বাগানের মালিক কাজের জন্য শহরে থাকেন। যার কারনে তার বাগানে নিয়মিত পর্যাপ্ত পানি দিতে পারেন। নিয়মিত পানি দিতে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তাকে অটোম্যাটিক টাইমার সহ ড্রিপ ইরিগেশন সিস্টেম ইন্সটল করার আইডিয়া ও খরচের হিসাব দেই। তার ছাদ বাগানে পানির ট্যাংক ছিল ছাদ লেভেল। ছাদ বগান ও ট্যাংক একই লেভেলে থাকায় ড্রিপ ইরিগেশন পদ্ধতি কার্যকারী হবেনা অর্থাৎ এই পদ্ধতির জন্য পানির যে প্রেসার দরকার সে প্রেসার টা পাবেন। সাধারনত ট্যাংক যদি ১০’ ফুট উচ্চতায় থাকলে ৪০-৫০ টি গাছে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে পানি দেয়া সম্ভব। যেহেতু এখানে গ্রাভিটেশনাল ফোর্স নেই তাই আমরা একটি ডি সি মটর ব্যাবহার করি। টাইমার এর সাথে মটর টি কানেক্ট করে সম্পুর্ন সিস্টেমটি অটোম্যাটিক করে ফেলি। সখের বাগানে আধুনিক সেঁচ পদ্ধতি ব্যাবহার করার ফলে, ব্যাস্ততার মাঝেও ইরিগেশন কাজ সম্পন্ন হয়ে যাবে।
কার্যবিবরণীঃ
১. প্রথমে আমরা মেইন লানের সাথে একটি ইলেক্ট্রিক ভাল্ব সেটাপ করি। মেইন লাইনে অটোম্যাটিক ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সলেনয়েড ভাল্ব ব্যাবহার করা হয়।
২. টাইমার সেটাপ করে ডি সি মটরের সাথে আমাদের (১৬ মিলিমিটার) ইরিগেশন পাইপ সংযোগ করে দেই।
৩. গাছের সারি বরাবর ইরিগেশন টিউব টেনে টিউব এর শেষ মাথা হেড লক এর সাহায্যে বন্ধ করে দেই।
৪. পাঞ্চটুলের সাহায্যে ইরিগেশন টিউব ছিদ্র করে, 4mm connector এর সাহায্যে লেটারেল পাইপ সংযোগ করি।
৫. লেটারেল পাইপের মাথায় একটি ড্রিপার সেট করে দেই।
৫. একটি সাপোর্ট স্ট্যান্ড এর সাহায্যে গাছের গোড়ায় ড্রিপার সেট করে কাজ সম্পন্ন করি।
আমরা এখানে যে টাইমার ব্যাবহার করেছি সেটা হল প্রোগ্রামবল টাইমার। এ টাইমার এর মাধ্যমে ১৬ টি প্রগ্রাম সেট করা যায়। ইরিগেশন দেয়ার সময় কাল সেট করে দিলেই, অটোম্যাটিক ভাবে ইরিগেশন চালু ও বন্ধ হয়ে যাবে। সখের ছাদ বাগানে আধুনিক সেঁচ পদ্ধতি ইন্সটল করলে গাছ পাবে নিয়মিত পর্যাপ্ত পানি।
আধুনিক ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01324445395 (whatsapp available)
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01324445400 (whatsapp available)
ধন্যবাদ।