শহুরে ছাদবাগানে আধুনিক ইরিগেশন সিস্টেম

ছাদ বাগান করা আমাদের দেশে বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। একে ঘিরে গড়ে উঠেছে শহুরে কৃষির মার্কেট সহ আধুনিক কৃষি মেলা। যার মাধ্যমে সবুজ প্রেমিরা হাতের নাগালে পাচ্ছে বীজ, সার, ঔষধ, আধুনিক কৃষি উপকরণ সহ সেচ সুবিধার জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম। ফলে পরিবেশ উন্নয়ন সহ ও শখ পূরণ করছে এই শহুরে ছাদকৃষি।

আধুনিক ড্রিপ ইরিগেশন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে শত শত গাছে কয়েক মিনিটে পানি দেয়া যায়। সেক্ষেত্রে পানি দিতে কাউকে ছাদে যেতে হয় না। এমনকি বিশ্বের যেকোনো জায়গায় বসে সিস্টেমটি কন্ট্রোল করা যায়।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের খুলসি এলাকার আব্দুল হামিদ খান রোডে একটি ছাদ বাগানে এই আধুনিক ইরিগেশন পদ্ধতি সেটআপ করা হয়েছে।

বিস্তারিতঃ এই ছাদবাগানে তিনটি স্তরে দুইশত টির মতো গাছ রয়েছে। কিন্তু বাড়ির মালিক কানাডা প্রবাসী হওয়ায় গাছের পরিচর্যা ও নিয়মিত গাছে পানি দেয়ার মত কেউ ছিল না। যার ফলে তাকে অনেক মূলবাণ গাছ হারাতে হয়েছে। পরবর্তীতে তিনি দেশে ফিরে জানতে পারেন বিদেশের মতো বর্তমান বাংলাদেশে গাছে পানি দিতে আধুনিক ইরিগেশন সিস্টেম পাওয়া যাচ্ছে। এটা শুনে তিনি ছুটে আসেন ড্রিপ ইরিগেশন বিডি লিঃ চট্টগ্রাম ব্রাঞ্চে।

পরবর্তীতে তার চাহিদা অনুযায়ী সকল প্রয়োজনীয় প্রডাক্ট নিয়ে চট্টগ্রাম ব্রাঞ্চের টেকনিক্যাল টিম পৌছায়।এবং তার বাগানের প্রত্যেকটি গাছের গোড়ায় অনলাইন ড্রিপ ইরিগেশন পদ্ধতি সেটআপ করেন।

 ড্রিপ ইরিগেশন পদ্ধতি সেটাপ করতে প্রয়োজনীয় উপকরণঃ

ড্রিপার,সাপোর্ট স্টান্ড, ফিডার টিউব, কানেক্টর, ল্যাটেরাল টিউব, এন্ড প্লাগ, ভালব, ফিল্টার, ইত্যাদি।

সহজে সেটাপ করার পদ্ধতিঃ

প্রথমে ল্যাটেরাল টিউব বাগানের গাছের সারি বা অবস্থান অনুযায়ী বিছিয়ে নিতে হবে। দিক পরিবর্তন ও নতুন লাইন সংযুক্ত করতে টি ও এলবো কানেক্টর ব্যবহার করে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়।

টিউবের শেষ প্রান্তগুলো বন্ধ করতে এন্ড লক ব্যবহার করে বন্ধ করা হয়। পানির সোর্স (ট্যাপ, ট্যাংকি) থেকে পানির মুল লাইন বের করে ট্যাপ কানেক্টর সংযোগ করা হয়।

টব বা ড্রামের উচ্চতা অনুযায়ী ফিডার টিউব কেটে নিয়ে টিউবের এক প্রান্তে ড্রিপার ও অন্য প্রান্তে কানেক্টর সংযুক্ত করতে হয়। গাছের অবস্থান অনুযায়ী সুবিধাজনক জায়গার ল্যাটেরাল টিউবকে ছিদ্র করে ফিডার টিউব এর কানেক্টর সংযুক্ত প্রান্তটি ভিতরে পুশ করতে হয়।

ফিডার টিউবের ড্রিপার সংযুক্ত প্রান্তটি গাছের গোড়ায় এনে সাপোর্ট স্টান্ডটি সংযুক্ত করে স্টান্ডটি মাটিতে ঢুকিয়ে দেয়া হয়।একই ভাবে বাগানের সকল গাছে ড্রিপার সংযুক্ত করে  ভালব অন করা হলে বাগানের প্রত্যেকটি গাছের গোড়ায় পানি পৌছে যাবে।

এই সহজ পদ্ধতি অবলম্বন করে বরাবরের মত কবির হোসেনের ছাদ বাগানটি ড্রিপ ইরিগেশন সিস্টেমের আওতায় আনা হয়েছে। তার কথ্য মতে,এখন আর তার প্রবাসে বসে গাছে পানি দেয়া নিয়ে চিন্তা করতে হয় না।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00