আসসালামু আলাইকুম,
পরিচিতঃ স্প্রিংক্লার ইরিগেশন অর্থাৎ বৃষ্টির ন্যায় পানি ছিটিয়ে দেয়ার মাধ্যমে সেচ দেয়া।
বিস্তারিতঃ এ পদ্ধতি ব্যবহার করার জন্য সর্বপ্রথম লক্ষ্য করতে হবে পানির প্রেসার এর উপর, পানিকে প্রেশার ক্রিয়েট করে স্প্রিংক্লার এর মাধ্যমে অল্প পানিকে সরজমিনে ছিটিয়ে দেয়া হয়। আমাদের টিম “ড্রিপ ইরিগেশন বিডি” আমরা মেহেরপুর এগ্রো সেন্টার এর ২৯০০০ স্কয়ার ফিট এর একটি মাঠে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম সেটাপ করেছি।
মেহেরপুরে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম এর কাজের বিবরনঃ
**প্রথমে আমাদের টিম এর ইঞ্জিনিয়ার ও অন্যান্য অফিসার সরজমিনটি ভিজিট করেন।
**তারপর সরজমিনে গিয়ে পরিমাপ এর কাজ করি এবং চিহ্নিত করি কোন কোন পয়েন্ট এ আমরা স্প্রিংক্লার গুলো সেটাপ করব।
**পয়েন্ট গুলো চিহ্নিত করার পর আমরা মেইন লাইন এর একটি এস্টিমেট করি এবং এস্টিমেট অনুযায়ী প্রয়োজনীয় পাইপ, ফিটিংস সরজমিনে নিয়ে আসি।
**তারপর একজন প্লাম্বার এর সাহায্যে আমাদের ইঞ্জিনিয়ার এর দিক নির্দেশনা মেনে মেইন লাইন এর কাজ শেষ করি।
**প্রত্যেকটি পয়েন্ট ৫ ফুট করে উচু করে দেই।
**সর্বশেষে প্রত্যেক্টি পয়েন্টে আমরা টেকনিকালি ভাবে স্প্রিংক্লার গুলো সেটাপ করে দেই
এভাবেই আমরা মেহেরপুরে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম সেটাপ কাজ শেষ করি।
সুবিধাঃ
**এখানে আমরা ৪৫’ মেটাল বডি স্প্রিংক্লারটি ব্যাবহার করেছি এটি ৩৬০ ডিগ্রি ঘুরে পানি দিতে পারে ফলে একটা পয়েন্ট থেকে একটি স্প্রিংক্লার দিয়ে মিনিমা ১৪ শতাংশ জমি কাভার করা সম্ভব।
**তুলনামুলক ভাবে এটি সেটাপ এর খরচ কম।
**মাঠে ড্রেইন করে অথবে পাইপ টেনে পানি না দিয়ে শুধু ভালভ অন করে দিলে পুরো জমিন ভিজিয়ে দিতে সক্ষম
**অল্প পানিকে প্রেশার ক্রিয়েট করে ছড়িয়ে দেয়ার ফলে পানির অপচয় রোধ করে।
**এবং বিদ্যুৎ সাশ্রয়ী।
মন্তব্যঃ আমরা সফলভাবে মেহেরপুরে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম সেটাপ করেছি। পরিকল্পনা অনুযায়ী এটি সফলভাবে কাজ করছে। যেই এরিয়া কাভার করার জন্য আমরা পরিমাপ করে নিয়েছিলাম সেই এরিয়াটি খুব ইজিভাবে কাভার করেছে।
ধন্যবাদ
সহকারী প্রকৌশলী
শাহারিয়া
০১৯১৯৭৫১৮৪২