মাঠ পর্যায়ের ড্রিপ ইরিগেশন

কেন আমরা ফিল্ডে বা মাঠের ড্রিপ ইরিগেশন এর কাজ করছি ।আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? যারা আমাদের ড্রিপ ইরিগেশন এর সাথে অংশগ্রহণ করেছেন বা যারা এখনো অংশ গ্রহণ করেননি সবাইকে ড্রিপ ইরিগেশন এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমরা ছাদ বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেম করব বলে এখন ফিল্ডে ইরিগেশন সিস্টেম করছি কেন?তার সবথেকে বড় কারণ মাঠ পর্যায়ের অনেক ভাইয়েরা যখন দেখছে যে, ছাদ বাগানে আধুনিকভাবে গাছে অটোমেটিক ভাবে পানি দেয়া যায় ,মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায় এক স্থান থেকে অন্য স্থানে। তাহলে মাঠ পর্যায়ে কেন এরকম সুন্দর একটা ব্যবস্থা করছি না।তারপরে সবার কথা বিবেচনা করে আমরা আস্তে আস্তে মাঠ পর্যায়ে ড্রিপ ইরিগেশন এর কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আধুনিক কৃষির বিস্তার লাভ করছে। কৃষিতে এমন আধুনিকতা জানতে পেরে আমরা নিজেরাও আনন্দিত।ঠাকুরগাঁ থেকে আমাদের রাহুল ভাই নিজের মতো করে একটা নেট হাউস বানিয়েছেন। এই নেট হাউসে উনি ড্রিপ ইরিগেশন ব্যবহার করেছেন। হাউজটা এক বিঘা জমির উপর অবস্থিত এবং ড্রিপ ইরিগেশন বিডির কাছ থেকে মাত্র 30 হাজার টাকার জিনিস ক্রয় করেছিলেন।তিনি কয়েক মাস আগে শসার লাগিয়েছিলেন এবং সেই শসা তিনি তিন লাখ টাকা সেল করেন। এখন তিনি ক্যাপসিকাম লাগিয়েছেন। তার নেট হাউজে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেন। সাধারণত নেট হাউজ বা গ্রীন হাউজে বাহির পোঁকামাকড় আক্রমন করতে পারেনা এর ফলে কীটনাশকের ব্যবহার খুবই কম হয়ে থাকে। অনেকটা বিষমুক্ত সবজি উৎপাদন বলা যায়। সেই সাথে নেট হাউসে যখন ফুল আসে তখন তার মৌমাছির বক্স রেখে দিতে হয়। এর ফলে মৌমাছি মধু সংগ্রহ করতে পারে সেই সাথে ফসলের পরাগায়ন হয়।আপনারা চাইলে তার মতো ছাদে বা মাঠে নেট হাউস বা পলি হাউস এর মাধ্যমে নিরাপদ সবজি চাষ করতে পারেন।আমাদের রাহুল ভাই তার নেট হাউস এর ছবি আমাদের সাথে শেয়ার করছে সেই ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।#dripirrigation_com_bd এর জন্য সবাই দোয়া করবেন যেন আরোও আধুনিকতার ছোয়া ছড়িয়ে দিতে পারি সবার মাঝে।ড্রিপ ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনwww.dripirrigation.com.bd

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00