জনাব মোঃ হেলাল উদ্দিন , উপ-সম্পাদক যুগান্তর অর্থনীতি বিভাগ, স্যারের চাঁদপুরে আধুনিক কৃষির এক বিশাল কর্মকাণ্ড চলছে। আমাদের সৌভাগ্য আমরা এই কর্মকান্ডের একজন অংশীদার। প্রজেক্টে আমরা ড্রিপ ইরিগেশন সেটআপ করেছি এবং এর উপকারিতা এখন বোঝা যাচ্ছে।যে জায়গা এক সময় পানিতে তলিয়ে থাকতো সে জায়গায় বালু দিয়ে ভরাট করে আজকে মরুভূমির মতো অনুর্বর মাটিতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে।এই ছবি দেখে অনেকেই মনে করবেন নেট থেকে নেয়া কিন্তু না এগুলো আমাদের দেশের ছবি। আমাদের দেশের কৃষিতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। Drip irrigation BD এই আধুনিকতার ছোঁয়া ছড়িয়ে দিতে চাই দেশের সব খানে।আপনারাও বাগানটি দেখুন কতো সুন্দর ফল ধরেছে সেই সাথে কালারটাও অসাধারণ। চাইলে আপনাদের পড়ে থাকা জায়গাটা ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করে এরকম সুন্দর বাগানে রুপান্তরিত করতে পারেন।
Drip Irrigation BD এর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
যেকোন তথ্য জানতে কল করুন এই নাম্বারে
পরামর্শ পেতে কল করুন
বিস্তারিত জানতে ভিজিট করুন
Copyright by Drip Irrigation BD ©
This system would make innovative change in our agricultural system. Expect for it expansion,
Thanks