প্রজেক্টের ঠিকানা : চর ফ্যাশন, ভোলা।
আয়রন রিমোভাল প্ল্যান্ট বর্তমান দিনে খুবই জরুরি একটি পানি পরিশোধন ব্যবস্থা। পানির অপর নাম জীবন। কিন্তু বিভিন্ন কারণ জনিত কারণে আমাদের পানিতে মিশে আছে আয়রন, ম্যাঙ্গানিজ , আর্সেনিকের মত ভারি পদার্থ । যেগুলো দ্বারা আমাদের শরীরের বিভিন্ন রোগ দেখা দেয় যেমন-
১। দীর্ঘ দিন ডায়েরিয়া বা পেটের জটিল রোগ।
২। চুল ঝরে পরা।
৩। গাঁ আঠা আঠা ভাব থাকা ।
৪। এছাড়া বিভিন্ন চর্ম রোগের দেখা দেয়।
আমাদের জন্য যেমন নিরাপদ পানির প্রয়োজন তেমনি প্রয়োজন আমাদের চারপাশের গাছগুলোর। অতিরিক্ত ভারী পদার্থ গাছের জন্য ক্ষতিকর। এছাড়া আমাদের কর্ষক ভাইয়েরা অনেকেই ব্যবহার করেন ইনলাইন ড্রিপ সিস্টেমে সেচ ব্যবস্থা। ইনলাইন ড্রিপ সিস্টেম এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে ড্রিপ টিউবের ভিতর ড্রিপার সেট করা থাকে যা খুবই সূক্ষ্ম ছিদ্র দ্বারা পানি প্রবাহ করে থাকে। কিন্তু পানিতে আয়রন থাকায় অনেক সময় এই ছিদ্র গুলো বন্ধ হয়ে যায় এতে আমাদের কৃষক ভাইয়েদের অনেক ক্ষতি হয়। এই ক্ষতির থেকে রক্ষা করতে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড নিয়ে এসেছে আয়রন রিমোভাল প্ল্যান্ট। এই প্ল্যান্ট টি সকল প্রকার ভারী পদার্থ সহ ক্ষতিকর জীবাণু ও ময়লা দূর করে থাকে। এই প্ল্যান্ট ব্যবহারে প্রতিটি গাছ পায় নিরাপদ পানি আর নিরাপদ থাকে ইনলাইন ড্রিপ টেপ সেচ ব্যবস্থা।
এই প্ল্যান্ট এর মধ্যে রয়েছে তিনটি স্তর ।
১। আয়রন দূরীকরণ স্তর।
২। মাল্টিগ্রেড স্তর ।
৩। এক্টিভেটেট কার্বন স্তর ।
আসুন এবার জেনে নেই কোন স্তরের কাজ কি।
আমাদের প্রথম স্তর আয়রন দূরীকরণ স্তর। এই স্তরের ভেসেলের ভিতর দেয়া থাকে বারম নামক একটি ক্যামিকেল। বারম হচ্ছে একটি আয়রন ও ম্যাঙ্গানিজ দূরীকরণ ক্যামিকেল। এর কাজ যদি ব্যাখ্যা করা হয় তাহলে দেখা যাবে পানির সাথে দ্রবিত অবস্থায় থাকা ভারী পদার্থদের এই ক্যামিকেল পানি থেকে আলাদা করে দেয়। এখানে বলে রাখা ভাল আমাদের প্রতিটি ভেসেল প্রেশার বা চাপ দ্বারা বিক্রিয়া ঘটায়। সাধারণত আমাদের ভেসেল গুলো ১৫০ পিএসাই চাপ নিতে সক্ষম। আমরা বল ভাল্বের সাহায্যে চাপ নিয়ন্ত্রণ করে থাকি। প্রথম স্তরে পানি থেকে ভারী পদার্থ আলাদা হওয়ার পর পাঠানো হয় এর পরের স্তরে। যেখানে বিভিন্ন ধাপে ধাপে থাকা পাথর ও বালু দ্বারা আলাদা হয়ে পরা আয়রন বা অন্যান্য ভারী পদার্থ জমা হয় এবং পরিষ্কার পানি পরের ধাপে বা স্তরে পাঠানো হয়। এই ধাপে আমাদের আয়রন মুক্ত পানিকে জীবাণু মুক্ত করা হয়। তৃতীয় ধাপে ব্যবহার করা হয় কার্বন বা কয়লা। যেই কার্বন বা কয়লা আয়রন মুক্ত পানিকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে। শেষ ধাপ শেষে আমাদের কৃষক ভাইয়েরা পাবেন আয়রনমুক্ত এবং জীবাণুমুক্ত পানি। আমাদের আয়রন প্ল্যান্টগুলো পানির ব্যবহারের পরিমাণ এবং পানিতে আয়রনের পরিমাণের উপর নির্ভর করে। আমাদের আয়রন প্ল্যান্ট প্যাকেজে যা যা থাকছে –
১। ২ টি এফ আর পি ভেসেল
২। ২ টি প্রেশার গজ
৩। প্রয়োজনীয় ক্যামিকেল
৪। ৩ ধরণের পাথর এবং বালি।
৫। ২ টি কার্বন হেড
৬। ২টি স্ট্রেইনার সেট ও পাইপ
আমাদের সুদক্ষ্য ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আপনার ছাদ বা যে কোন জমিতে আয়রন প্ল্যান্ট স্থাপন করা হয়। এছাড়া রয়েছে গরীব কৃষকদের জন্য বিশেষ ছাড় ও ভর্তুকির ব্যবস্থা। আমাদের আয়রন রিমোভাল প্ল্যান্ট সেবাটি পেতে এখনই যোগাযোগ করুন।
ঢাকা শাখা – ০১৩২৪৪৪৫৪০০
চট্টগ্রাম শাখা – ০১৩২৪৪৪৫৩৯৫
যশোর শাখা – ০১৩২৪৪৪৫৩৯০