ভূমিকাঃ এই ইরিগেশন প্রজেক্টটি চট্টগ্রামের কালুরঘাটে One Bank Ltd. এর Central Offsite Store এ সেটআপ করা হয়েছে। One Bank Ltd. এর অফিসার ওয়েবসাইট (www.dripirrigation.com.bd) থেকে চট্টগ্রাম ব্রাঞ্চের তথ্য সংগ্রহ করে ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড এর অফিসারদের সাথে যোগাযোগ করেন। এবং ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড এর অফিসারগন প্রজেক্টটি ভিজিট করে একটি কোটেশন সাবমিট করেন। এরপর One Bank Ltd. এর সম্মতিতে প্রজেক্টটি সেটআপ করা হয়।
বেসিক অনলাইন ড্রিপ ইরিগেশন সেটআপ পদ্ধতিঃ
ড্রিপ ইরিগেশন এর যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে বেসিক অনলাইন ড্রিপ ইরিগেশন সবথেকে কম খরচে সেটআপ করা যায়। এই পদ্ধতিতে মেইন লাইন পাইপ নেটওয়ার্কিং থেকে বাইপাস করে ড্রিপ ইরিগেশন লাইন বের করা হয় এবং ড্রিপ ইরিগেশন লাইনেই পাঞ্চ করে ড্রিপার সেট করা হয়। অর্থাৎ বুস্টার পাম্প/রিজার্ভ ট্যাংক থেকে মেইন লাইন, তারপর বাইপাস করে ড্রিপ লাইন এবং ড্রিপ লাইনে ড্রিপার সেটআপ। এটাই টোটাল প্রসেস।
এই প্রজেক্টটিতে বুস্টার পাম্প বা গ্রাভিটি ফোর্স যেকোন একটি প্রক্রিয়ায় বা উভয় প্রক্রিয়ায় একই সাথে ড্রিপ ইরিগেশন পদ্ধতি পরিচালনা করার সিস্টেম সেট করা হয়েছে। যাতে করে বিদ্যুৎ না থাকলেও ড্রিপ ইরিগেশন চলমান থাকে এবং প্রতিটি গাছে সঠিক সময়ে পানি পেীছে যায়।
এখানে টোটাল ১৫০ টি গাছে পানি দেওয়ার জন্য সমস্ত মাঠকে দুইটি জোনে ভাগ করে নেয়া হয়েছে চেক ভাল্বের সহযোগিতা নিয়ে। যার কারনে চাহিদা অনুযায়ী বিভিন্ন জোনে ভিন্ন ভিন্ন সময়ে পানি দেয়া যায় আবার একসাথেও পানি দেয়া সম্ভব।
ভিডিও: ইরিগেশন সিস্টেমকে দুইটি জোনে ভাগ করার ভিডিও।
এখানে গাছে অটোমেটিক পানি দেওয়ার জন্য এ্যাডজাস্টেবল ড্রিপার সেট করা হয়েছে, এই ড্রিপারটি ঘন্টায় ০ থেকে ৭০ লিটার পর্যন্ত পানি দিতে পারে। যে গাছের যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই পানি প্রদান করা সম্ভব। আবার চাইলে বন্ধ করেও রাখা যায়।
বেসিক ড্রিপ ইরিগেশন এর খরচঃ
এই প্রজেক্টটিতে ১৫০ টি গাছের জন্য বেসিক ড্রিপ ইরিগেশন সিস্টেম সেট করার জন্য ইম্পোর্টেড ড্রিপ ইরিগেশন প্রোডাক্ট, পানির ফিল্টারিং, মেইনলাইন পাইপ নেটওয়ার্কিং ও সেটআপ চার্জ, সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার টাকা খরচ হয়েছে।
এগ্রো সাইটের কেয়ারটেকার এর অভিমতঃ
কেয়ারটেকার কালাম ভাইয়ের অভিমত, আগে এই ৫০ শতক জায়গায় ম্যানুয়ালি পানি দিতে প্রায় ২ থেকে ৩ দিন সময় লাগতো, কিন্তু ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে শুধু ১ ঘন্টায় সেটি সম্ভব। পাশাপাশি প্রতিটি গাছে সমপরিমানে পানি পেীছে যাচ্ছে।
2 thoughts on “বুস্টার পাম্প ও গ্রাভিটি ফোর্স উভয় প্রক্রিয়ায় ড্রিপ ইরিগেশন”