বিদ্যুৎ ছাড়াই অটোম্যাটিকভাবে ইরিগেশন

আচ্ছালামুয়ালাইকুম,
উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই ইরিগেশন এর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যাবহার রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো বিদ্যুৎ ছাড়াই অটোম্যাটিকভাবে ইরিগেশন । সাধারণত এই সিস্টেমটিকে অটোম্যাটিক করার জন্য বিদ্যুৎ এর প্রয়জজন হয়। তবে গার্ডেন টাইমার এর মাধ্যমে বিদ্যুৎ ছাড়াই অটোম্যাটিকভাবে ইরিগেশন করা সম্ভব। বিদ্যুৎ ছাড়াই অটোম্যাটিক ইরিগেশন নিয়ে বিস্তারিত নিম্নে তুলে ধরা হল।

YouTube player

ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে সেঁচ দেয়ার জন্য প্রয়জন হয় পানির প্রেশার। ছাদ বাগানের ক্ষেত্রে অল্প গাছের জন্য ছাদে থাকা ট্যাংক এর প্রেসারেই ড্রিপ সেঁচ কাজ সম্পন্ন হয়। গাছের পরিমান বেশি হলে সেক্ষেত্রে প্রেসার এর জন্য মটর এর প্রয়োজন হয়। এই ইরিগেশন পদ্ধতির সাথে যখন মটর যুক্ত হয় তখন অটোম্যাটিক করার জন্য বিদ্যুৎ কিংবা সোলার সংযোগ করতে হয়। সেক্ষেত্রে বিদ্যুৎ ছাড়াই অটোম্যাটিকভাবে ইরিগেশন করতে হলে পানির উৎসের উচ্চতা বাড়াতে হবে। তাই সাধারণত ছাদ বাগানের ক্ষেত্রেই এটা বেশি বাস্তবায়ন হয়।

প্রজেক্ট লোকেশনঃ মুনিয়া পুকুর পাড়, হাটহাজারী, চট্টগ্রাম।

বিবরনঃ
১. এই ছাদ বাগানে পানির ট্যাংক রাখা হয়েছিল তিন ফুট উপরে, পর্যাপ্ত পানির প্রেসার পেতে আমাদের পরামর্শে সেটি আট ফুট উপরে উঠানো হয়।


২. এর পরে ট্যাংক থেকে এক ইঞ্চি পাইপের মাধ্যমে একটি লাইন বের করি এবং তার সাথে একটি ফিল্টার ও ডিজিটাল ওয়াটার টাইমার সংযুক্ত করি।
৩. টাইমার এর বাইরের প্রান্তে আমরা ১৬ মিলিমিটার পাইপ সংযোগ দিয়ে, প্রতিটি সারির জন্য একটি করে লাইন করে নেই।
৪. হেড লক এর মাধ্যমে প্রতিটি লাইনের শেষ অংশ বন্ধ করে দেই।
৫. সর্বশেষ পাঞ্চটুলের সাহায্যে ১৬ মিলিমিটার এর পাইপ ছিদ্র করে, প্রতিটি গাছের জন্য একটি করে ড্রিপার সেট করে দেই।

সুবিধা:
এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি গাছ অটোম্যাটিক ভাবে নিয়মিত ও পর্যাপ্ত পরিমান পানি পাবে। পানি দেয়ার জন্য আলাদা করে কোন শ্রমিকের প্রয়জন হবেনা । পানি অপচয় রোধ করে।
যেহেতু কোন ইলেক্ট্রিক লাইন নেই সুতারাং বিদ্যুৎ সাশ্রয় হবে পাশাপাশি প্রগ্রাম চালু ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না।

মন্তব্যঃ আমাদের দেশে এখন বিদ্যুৎ সংকট চলছে। তাই যে সকল পদ্ধতির সাথে বৈদ্যুতিক সম্পর্ক রয়েছে সেগুলো নিয়ে অনেকটা চিন্তায় পরে গেছেন আমাদের দেশের মানুষ। তাই ছাদ বাগান প্রেমি ভাইদের বিদ্যুৎ ছাড়াই অটোম্যাটিক ইরিগেশন পদ্ধতি সেটাপ করা উচিৎ।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00