আচ্ছালামুয়ালাইকুম আলাইকুম,
বাংলাদেশের কৃষিকাজে অধিক ফলন পেতে ও পানির সঠিক ব্যাবহার করতে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড কম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড এরই একটি অন্যতম ইরিগেশন হচ্ছে স্প্রিংক্লার ইরিগেশন। ইরগেশন সিস্টেমটি সব থেকে সহজ ও স্বল্প ব্যায়ি পদ্ধতি। প্রায় পঁচিশ শতক এর একটি ফল বাগানে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম সেটাপ করা হয়েছে। ফল বাগানে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম এর কার্যবিবরণী নিম্নে তুলে ধরা হল।
প্রজেক্ট লোকেশনঃ ইউনিলিভার ফ্যাক্টরি, কালুরঘাট, চট্টগ্রাম।
বিস্তারিতঃ ইউনিলিভার ফ্যাক্টরির ভিতরে প্রায় ২৫ শতক জমিতে ফল-ফুল সহ আরো অন্যান্য গাছ রোপণ করে একটি বাগান তৈরী করা হয়। যেখানে প্রায় ১৫০ টির বেশি গাছ রয়েছে। প্রথমে আমরা এই জমিটি ভিজিট করি, এবং এর দৈর্ঘ্য, প্রস্থ সম্পর্কে পরিমাপ করে নেই।
অটোক্যাড এর মাধ্যমে খুব সহজেই একটি ডিজাইন করে নেই। ডিজাইন অনুযায়ী এস্টিমেট করে একটি কোটেশন সাবমিট করি। কোটেশন এক্সেপ্ট হলে আমরা ডিজাইন অনুযায়ী কাজ শুরু করি।
মন্তব্যঃ এই পদ্ধতির মাধ্যমে শ্রমিক ছাড়া খুব সহজেই জমিতে সেচ এর কাজ সম্পন্ন করা যায়। শুধুমাত্র প্রেসার কন্ট্রল (প্রেসার পাম্প অন/অফ) করে এই পদ্ধতি ব্যাবহার করা যায়। এই ফল-বাগানে শ্রমিকরা লতা পাইপ টেনে পানি দিত। একজন শ্রমিক প্রায় ২ ঘন্টা সময় ব্যায় করত শুধু গাছে পানি দেয়ার জন্য। এখন ফল বাগানে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম সেটাপ করার ফলে সেচ দিতে কোন শ্রমিক এর প্রয়োজন হয়না।
টাইমার ব্যাবহার এর মাধ্যমে অটোম্যাটিক ভাবে সম্পন্ন হয় সেচ দেয়ার কাজ। আধুনিক সেচ এর মাধ্যমে প্রতিটি গাছেই পরিমান মত পানি দেয়া সম্ভব। সাধারণত আমরা বড় বড় ফল বাগানে ম্যানুয়াল ভাবে লতা পাইপ টেনে টেন পানি দিয়ে থাকি। এভাবে সেচ দিলে সময়, শ্রম, ও পানি অপচয় হয় প্রয়োজনীয়তার বেশি। আধুনিক সেচ এর মাধ্যমে খরচ বাচায় প্রায় ৬৫%, পানি সাশ্রয় হয় ৭০%, সময় বাঁচায় ৮০%, এবং প্রায় ১০০% গাছ বাঁচানোর নিশ্চয়তা থাকে।
নিয়মিত আবাদি জমিতে সহজ ভাবে বৃষ্টির ন্যায় সেচ দিতে ব্যাবহার করি স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম।
স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম এর ব্যাবহারযোগ্ স্থান সমুহঃ
১. বড় ঘাষ চাষের জমিতে
২. চা-বাগান
৩. সবজি চাষের বাগান
৪. ফল গাছের বড় বাগান
৫. বড় খোলা মাঠ,
যেকোন আবাদ জমিতে ইরিগেশন দেয়ার জন্য এই ইরিগেশন সিস্টেম ব্যাবহার করা যেতে পারে।
এই ধরনের আধুনিক সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845
চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842
ধন্যবাদ।