পানির অপচয় রোধে ড্রিপ ইরিগেশন

একটা সময়ে বাংলার কৃষি ছিল বর্ষা নির্ভর এবং বৃষ্টিপাতের অভাব ছিল না বলে কৃষিও ছিল প্রধানত বর্ষাকেন্দ্রিক। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরনের লক্ষ্যে খরা মৌসুমেও কৃষি উৎপাদনের চাহিদা বাড়তে থাকে। বিশ শতকের ছয়ের দশকে বাংলায় ইঞ্চিন চালিত সেঁচ যন্ত্রের প্রচলন শুরু হয়। এর পূর্ব পর্যন্ত সনাতন পদ্ধতিতেই সেঁচ কার্য পরিচালিত হতো। আজ আমাদের কৃষি কাজে পানির অভাব হয়তো নেই, কিন্তু প্রতিনিয়ত ভূগর্ভস্ত পানির লেয়ার কমে যাওয়ার কারনে ভবিষ্যতের কৃষি ও কৃষি কাজে সেঁচের ব্যবহার কিন্তু একদমই চিন্তামুক্ত নয়। গবেষকদের মতে আগামীর পানি সংকট মোকাবিলায় কৃষিতে ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেঁচের ব্যবহার বাড়াতে হবে। পানির অপচয় রোধে ড্রিপ ইরিগেশন সবথেকে কার্যকর পদ্ধতি যেখানে প্রায় ৭০% পানি সাশ্রয় হয়।

চিত্র: পানির অপচয় রোধে ড্রিপ ইরিগেশন সিস্টেম বা বিন্দু সেঁচ পদ্ধতি।

ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেঁচ কি?

পানির উৎস থেকে কিছু কানেক্টর, পাইপ আর ড্রিপারের মাধ্যমে নিয়ন্ত্রিত পদ্ধতিতে বিন্দু বিন্দু ভাবে পানি গাছের গোড়ায় সরাসরি পৌঁছে দেওয়াকে ড্রিপ ইরিগেশন সিস্টেম বা বিন্দু সেঁচ পদ্ধতি বলে।

চিত্র: পানির ট্যাংকি থেকে প্রতিটি গাছের গোড়ায় বিন্দু সেঁচ পদ্ধতি।

ড্রিপ ইরিগেশন প্রধানত দুই প্রকার:

. অনলাইন ড্রিপ ইরিগেশন: অনলাইন ড্রিপ ইরিগেশন এর ক্ষেত্রে ড্রিপারগুলি আলাদা থাকে যা ড্রিপ পাইপ বা টিউব এর গায়ে ছিদ্র করে অথবা ফিডার পাইপ এর সাথে যুক্ত করে গাছের গোড়ায় সেট করে দিতে হয়। এই ড্রিপারগুলি ঘন্টায় ২ লিটার, ৪ লিটার, ৬ লিটার ও ৮ লিটার পানি দিতে পারে। এছাড়াও এডজাস্টেবল ড্রিপার আছে যেটা হাত দিয়ে ডানে বামে ঘুড়িয়ে পানি কমবেশি করা যায়, এমনকি বন্ধ করেও রাখা যায়।

২. ইনলাইন ড্রিপ ইরিগেশন: ইনলাইন ড্রিপ ইরিগেশন এর ক্ষেত্রে ড্রিপারগুলি ড্রিপ পাইপ বা টেপ এর ভিতরে একটি নির্দিষ্ট দূরত্বে যেমন ২০ সে.মি., ৩০ সে.মি বা ৪০ সে.মি. পরপর সেট করা থাকে। এই ড্রিপারগুলি ঘন্টায় ২ লিটার, ৪ লিটার ও ৬ লিটার পানি দিতে পারে। গাছের দূরত্ব ও পানির চাহিদা অনুযায়ী ড্রিপারগুলি বাছাই করতে হবে।

চিত্র: অনলাইন ড্রিপ ইরিগেশন পদ্ধতি চিত্র: ইনলাইন ড্রিপ ইরিগেশন পদ্ধতি

পানির অপচয় রোধে ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেঁচের সুবিধা কি ?

১. এই পদ্ধতিতে পানি সাশ্রয় হয় ৭০%, খরচ বাঁচে ৬৫%, সময় বাঁচে ৮০%।

২. জমিতে আগাছা বা ঘাস জন্মানো ৮৫% কমে আসে।

৩. ভূমির ক্ষয় রোধ করে।

৪. সমতল বা পাহাড়ি জায়গায় প্রতিটি গাছে একই সাথে পানি দেওয়া সম্ভব।

৫. ফসলের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে পরিচর্যা করা সম্ভব।

৬. সারের খরচ কমিয়ে আনা সম্ভব।

৭. এই সিস্টেমের মাধ্যমে পানি এবং সার একই সাথে দিতে পারবেন।

৮. এটা ব্যবহারের জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, আমাদের দেশের সাধারণ কৃষক ভাইয়েরা এটা খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন।

৯. পরিমিত পানি পাওয়ায় গাছের পুষ্টি বাড়ে, তাই ফলনও বেশি।

১০. অটোমেশন পদ্ধতিতে যেকোন জায়গা থেকে নিয়ন্ত্রন করতে পারবেন।

সেঁচ কাজে ড্রিপ ইরিগেশন পদ্ধতির ব্যবহার:

১. শখের ছাদবাগান, বেলকুনি বা ভার্টিক্যাল গার্ডেনেঃ– আধুনিক শহুরে সভ্যতায় শখের ছাদবাগান, বেলকুনি বাগান বা ভার্টিক্যাল গার্ডেনের শখের গাছগুলিকে শত ব্যস্ততার মাঝেও বাঁচিয়ে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে সয়ংক্রিয় ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেঁচ পদ্ধতি এবং এই পদ্ধতিই পারে বাগানিকে ম্যানুয়ালি পানি দেওয়ার সমস্যা থেকে চিন্তা মুক্ত রাখতে।

ছাদবাগানে ড্রিপ সেঁচ বেলকুনিতে ড্রিপ সেঁচ ভার্টিক্যাল বাগানে সেঁচ

২. ফল ও ফুল বাগানেঃ- বানিজ্যিক বাগানে পানি দেওয়ার জন্য কৃষক ভাইয়েরা যে পরিমান কষ্ট, পরিশ্রম এবং অর্থ ব্যয় করেন সে অনুপাতে তারা লাভবান হতে পারেন না। কারন তারা যে গতানুগতিক সিস্টেমে পানি দেন, তাতে শুধু পানির অপচয় হয়, সাথে বৃদ্ধি পায় ঘাস, আগাছা ও বিভিন্ন রোগ বালাই। একমাত্র ড্রিপ ইরিগেশন পদ্ধতি এই সমস্যার সমাধান করতে পারে।

ফলবাগানে ড্রিপ ইরিগেশন পদ্ধতি ফুলবাগানে ড্রিপ ইরিগেশন পদ্ধতি

৩. সবজি, মসলা ও শস্য বাগানেঃ- সবজি, মসলা ও শস্য বাগানে ইনলাইন ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করে খুব অল্প খরচে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় পরিমতি পরিমানে পানি বা সেঁচ প্রদান করা সম্ভব।

সবজিতে ইনলাইন ড্রিপ সেঁচ মসলায় ইনলাইনড্রিপ সেঁচ শস্যে ইনলাইন ড্রিপ সেঁচ

৪. হাইড্রোপনিক পদ্ধতিতে চারা উৎপাদনঃ- হাইড্রোপনিক পদ্ধতিতে গ্রীন হাউজে আমাদের দেশে এখন অনেকে চারা উৎপাদন করছেন। ছোট একটি পলি ব্যাগে কিছু কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করার পাশাপাশি চাষাবাদের ক্ষেত্রেও এখন পরিমিত পরিমান পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেঁচ পদ্ধতি।

চিত্র: পলিব্যাগে উৎপাদিত চারা ও চাষাবাদে ড্রিপ ইরিগেশন সিস্টেম।

এছাড়াও পাহাড়ের ঢালে যেকোন ফসল চাষে ড্রিপ ইরিগেশন পদ্ধতি খুবই কার্যকর।

ফল, ফুল, সবজি সহ সব ধরনের চাষাবাদে কৃষি গবেষকরা পানির অপচয় রোধে ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেঁচের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে পাইপের মাধ্যমে পানি একেবারে গাছের গোঁড়ায় গিয়ে পড়ে, এর ফলে পানি গড়িয়ে গিয়ে নষ্ট হয় না। পাশাপাশি, ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করে ভেনচুরি ইনজেক্টর এর মাধ্যমে ছোট বা বড় যে কোন ধরনের বাগানে পানি ও তরল সার একই সাথে পরিমিত পরিমানে গাছের গোঁড়ায় গোঁড়ায় সরবরাহ করা সম্ভব।

DRIP IRRIGATION BD LTD. কৃষি কাজে সেঁচের এই আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে।

ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড অফিস অথবা ব্রাঞ্চ এর ঠিকানাঃ

ঢাকা অফিসঃচট্টগ্রাম অফিসঃ
মোবাইল: ০১৯১৯৭৫১৮৪৫ ইমেইল: info@dripirrigation.com.bd ঠিকানা : ৬৪/৪, কল্যানপুর মেইন রোড, ঢাকা-১২১৬   মোবাইল: ০১৯১৯৭৫১৮৪২ ইমেইল: ctg@dripirrigation.com.bd ঠিকানা: ২০২, মেয়র গলি, ষোলশহর, চট্টগ্রাম-৪২০৯

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00