সাড়ে সাত বিঘা ড্রাগন বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেম। (যশোর প্রোজেক্ট)

আসসালামুয়ালাইকুম আমরা যশোরের প্রথম প্রোজেক্টের কাজ সফলভাবে কাস্টমারের কাছে হস্তান্তর করেছি।
 চৌগাছা রামকৃষ্ণপুর আন্দুলিয়া রোড বি এম এগ্রো ফিল্ড।
 আমাদের সম্পূর্ণ বাগানটি ছিল সাড়ে সাত বিঘার মোট 1500 পিলারের বাগান। এবং এতে আরো 50 টি মাল্টা গাছেও রয়েছে।


আমরা এই কাজটি করতে গিয়ে দেখলাম যে আমাদের পানির সোর্সটি হলো সেলো মোটর বা ডিজেল চালিত পাম্প। এটির কাজ করতে গিয়ে আমাদের কাস্টমার বলেছে এটি চালু করলে ব্যাপক ঝাকুনির সৃষ্টি করে বা ভাইব্রেশনে হয়। এ জন্য আমরা একটি 2 ইঞ্চি হোস পাইপ ব্যবহার করেছি যাতে পাম্পের ঝাকুনি আমাদের মেইন লাইনকে আঘাত করতে না পারে। হোস পাইপ ব্যবহার করার পরে আমরা পিভিসি ২” ইঞ্চি  পাইপ ব্যবহার করে সেখানে পানির ময়লা ও বালি কনা আটকাতে বা রিমুভ করার জন্য একটি ডিস্ক ফিল্টার ও ১টি স্ক্রিন ফিল্টার ব্যবহার করেছি এরপর আমাদের ভেনচুরি সিস্টেম ইন্সটল করেছি। এর পর আমরা মেইন লাইনের কাজ হয়ে গেলে প্রত্যেকটি লাইনে একটি করে বাইপাস ভালব লাগিয়েছি যাতে কাস্টমার তার সুবিধা অনুযায়ী প্রত্যেকটি লাইন আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন।  তার সাথে ১৬মি. মি পাইপ সংযোগ করে দিয়েছি। এরপর প্রত্যেকটি পিলারে পিলারে একটি করে এডজাস্টেবল ড্রিপার লাগিয়ে দিয়েছি। এবং লাইনের শেষে এন্ড লক লাগিয়ে দিয়েছি।

আমাদের প্রত্যেকটি অ্যাডজাস্টেবল ড্রিপার প্রতি ঘন্টায় ০- ৭০ লিটার  পর্যন্ত পানি ডেলিভারি দিতে সক্ষম। এবং আমাদের যে ভেনচুরি সিস্টেম রয়েছে তা কৃষকের সুবিধা অনুযায়ী প্রতি ঘন্টায় 60 লিটার এবং তার চাইতেও বেশি সর্বোচ্চ 120 লিটার পর্যন্ত লিকুইড সার সাপ্লাই বা ডেলিভারি দিতে পারবে।


পুরো বাগানটিকে আমরা চার চারটি সেকশনে ভাগ করেছি।
চারটি সেকশনে ভাগ করে প্রত্যেকটি সেকশনে ১৫ টি করে মোট ত্রিশটি লাইন রয়েছে।
এবং আমাদের কাজের শেষে আমরা মোটরটি চালু করে দেখেছি যে প্রত্যেকটি পিলারের শেষ মাথায় পর্যন্ত পানি যায় কিনা। এবং আলহামদুলিল্লাহ ৪টি সেকশনের মাধ্যমে প্রত্যেক টি পিলারে পানি পৌছে যাচ্ছে। আমাদের কাজটি সফলভাবে হয়ে গেলে কৃষকের হাতে আমাদের কাজ টা বুঝিয়ে দিয়েছি।

YouTube player

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd

ইউটিউব ভিডিওঃ https://www.youtube.com/c/DripirrigationBD

লিঙ্কড ইনঃ https://www.linkedin.com/company/dripirrigationbd/

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00