বান্দরবান ভেনাস রিসোর্টে ড্রিপ ইরিগেশন

আচ্ছালামু ওয়ালাইকুম,

জীবন ও খাদ্য যেমন একে অন্যের সম্পূরক তেমনি গাছ ও পানি একে অন্যের সম্পূরক। তাই প্রতিটি গাছের গোড়ায় সঠিক পরিমাণে পানি দেওয়াটা অনেক গুরত্বপূর্ণ একটি বিষয়। আর গাছে পানি দেয়ার সব থেকে সহজ ও সাশ্রয়লভ্য মাধ্যম ড্রিপ ইরিগেশন সিস্টেম।তাই বলা যায়, ড্রিপ ইরিগেশন উদ্ভাবনে আধুনিকতার ছোয়া কৃষি অঙ্গণে।

ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ হলো নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা। এই পদ্ধতিতে গাছের গোঁড়ায় বিন্দু বিন্দু করে পানি দেয়া সম্ভব। এতে পানির কম প্রয়োজন হয়। বিন্দু বিন্দু করে পানি দিলে পানি ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে উত্তম ভাবে গাছের গোঁড়ায় পৌছায়। গবেষনা থেকে জানা যায় ড্রিপ ইরিগেশন ব্যবস্থায় পানির ব্যবহার ৭০-৮০% পর্যন্ত পানির সাশ্রয় হয়।

প্রজেক্ট লোকেশনঃভেনাস রিসোর্ট বান্দরবান,চট্টগ্রাম।

      চিত্রঃ ভেনাস রিসোর্ট, বান্দরবান।

বিস্তারিতঃবিশাল এই রিসোর্ট এরিয়ায় ১০০০ টিরও বেশি  গাছ রয়েছে।একটি গাছ থেকে অন্য একটি গাছ ১০-১৫ ফিট দূরত্বে রয়েছে।যা লতা পাইপের মাধ্যমে গাছে পানি দেয়া হতো।বাগানের  সকল গাছে লতা পাইপের মাধ্যমে পানি দিতে দুই জন শ্রমিকের সারাদিন লেগে যায়।ফলে শ্রমিক খরচের পাশাপাশি সকল গাছে সমান ভাবে পানি দেয়াটা ও অসম্ভব হয়ে পড়ে। এছাড়া প্রচুর পরিমান পানির অপচয় হয়ে থাকে।রিসোর্ট এর গাছগুলো বেশিরভাগ  রাস্তার দুই পাশে হওয়ায় লতা পাইপ দিয়ে পানি দেয়ার ফলে রাস্তা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। যা রিসোর্ট এর সৌন্দর্য নষ্ট হয়।

চিত্রঃ রিসোর্ট এরিয়ায় রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ          

এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পেতে এখানে ড্রিপ ইরিগেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে। এই আধুনিক পদ্ধতি অবলম্বন করে কয়েক মিনিটে প্রতিটি গাছ তার পরিমান মত পানি পাবে।

আশ্চর্যের বিষয় হচ্ছে,এই আধুনিক ইরিগেশন সিস্টেমটি কোনো ধরনের মটর ব্যবহার ছাড়াই পরিচালিত হচ্ছে।পাহাড়ের উপরে থাকা একটি ৩ হাজার লিটারের পানির ট্যাঙ্কির গ্রাভিটি ফোর্সের মাধ্যমে ১০০ টি মাল্টা গাছে ড্রিপ ইরিগেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে।সেক্ষেত্রে পানিতে থাকা ময়লা ও বালুকনা পরিষ্কার করতে একটি দুই ইঞ্চি স্ক্রিন ফিল্টার ব্যবহার করা হয়েছে।পানি ফিল্টারিং হয়ে দেড় ইঞ্চি মেইন লাইনের মাধ্যমে পিভিসি গ্রেড বাল্ব দ্বারা তিনটি সেক্টরে ভাগ করে নেয়া হয়েছে।

এভাবে মেইন লাইনের কাজ শেষ হয়ে বাইপাস কানেক্টর এর মাধ্যমে ১৬ মিলি টিউব দ্বারা প্রতিটি গাছের জন্য একটি করে ড্রিপার সেট করা হয়েছে। ফলে একটি বাল্ব কন্ট্রোল এর মাধ্যমে কয়েক মিনিটে প্রতিটি গাছে পরিমান মত পানি দেওয়া সম্ভব হচ্ছে।

চিত্রঃ এডজাস্টাবল ডিপারের মাধ্যমে গাছের গোড়ায় পানি পরার দৃশ্য

https://fb.watch/h-H2IKpJOS/

                          

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00